Chennai Super Kings New Captain Ruturaj Gaikwad: কয়েক সিজন আগেই সিএসকে ধোনির উত্তরসূরি বেছে নিয়েছিল রবীন্দ্র জাদেজাকে। সেবার সেই বদল কাজে আসেনি। এবার একই পথে হেঁটে ধোনি নেতৃত্বের দায়িত্ব তুলে দিলেন রুতুরাজ গায়কোয়াডের হাতে। সিএসকে স্বল্প বার্তার প্রেস বিজ্ঞপ্তিতে লিখে দিল, "ধোনি নেতৃত্ব দায়িত্ব ছাড়লেন রুতুরাজ গায়কোয়াডের হাতে। ২০১৯ থেকে রুতুরাজ ফ্র্যাঞ্চাইজির অপরিহার্য অংশ। এই সময়ে সিএসকের হয়ে ৫২ ম্যাচ খেলেছেন তারকা।"
ফ্র্যাঞ্চাইজিকে পাঁচবার কাপ জেতানো ধোনি সাধারণ একজন তারকা হয়েই আইপিএলে মাঠে নামবেন। ধোনির নেতৃত্বে সিএসকে ১১ বার আইপিএল ফাইনালে পৌঁছেছে। আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেই সফলতম ফ্র্যাঞ্চাইজি সিএসকে।
গত কয়েক সিজন ধরেই রুতুরাজ ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন। ধোনির উত্তরসূরি হিসাবে তাঁকেই শেষমেশ বেছে নিল হলুদ জার্সি।
সিএসকে-তে ধোনির নেতৃত্ব-ত্যাগ এবারই প্ৰথম নয়
২০২২-এ ধোনি সিএসকের নেতৃত্বের দায়ভার তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার হাতে। তবে জাদেজার হাতে সিএসকে বিশ্রী পারফর্ম করতে থাকায় মরসুমের মাঝপথেই ধোনি ফের দায়িত্ব ফিরিয়ে নেন।
জাদেজা যখন সিএসকের অধিনায়ক হয়েছিলেন, ভাবা গিয়েছিল, ঠিক হাতেই নেতৃত্ব তুলে দিয়েছে হলুদ ফ্র্যাঞ্চাইজি। আন্তর্জাতিক ক্রিকেটে বহুবছর খেলার অভিজ্ঞতা, ব্যাটে-বলে তুখোড় স্কিল সম্পন্ন, ভাবা হয়েছিল জাদেজা ধোনির মতই ঠান্ডা মাথায় দলের সাফল্যের ধারাবাহিকতা বয়ে নিয়ে যেতে পারবেন। তব্ব সেই প্ল্যানিং মেনে বিষয়গুলি এগোয়নি।
২০২৩-এ সিএসকে নবম স্থানে ফিনিশ করে। তবে গত সিজনে ফের একবার নেতা ধোনি দলের পঞ্চম আইপিএল খেতাব এনে দেন। এবার সিএসকে আইপিএলের প্ৰথম ম্যাচে চিপকে শুক্রবার নামছে আরসিবির বিপক্ষে।