Advertisment

Mumbai Indians eliminated: হারল লখনৌ, কপাল পুড়ল এই দলের! আইপিএলের প্রথম দল হিসেবে ভয়ঙ্কর বিপর্যয় চ্যাম্পিয়ন দলের

Mumbai Indians out of IPL: পরপর হারে বিদায় আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। লিগ টেবিলে নয় নম্বরে ছিল মুম্বই। তবে লখনৌয়ের বিপক্ষে সানরাইজার্স-এর ১০ উইকেটে জয়, সামান্য যে আশা ছিল সেটাও নিভিয়ে দিল বুধবার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mumbai Indians, IPL playoff, মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল প্লে অফ

Mumbai Indians eliminated: ছিটকে গেল মুম্বই (টুইটার)

Mumbai Indians in IPL 2024: বুধবার লখনৌকে গুঁড়িয়ে দিল হায়দরাবাদ। আর রাহুলদের সেই হারেই কপাল পুড়ল মুম্বই ইন্ডিয়ান্স-এর। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের জার্সিতে হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন মোটেই সুখের হল না। প্ৰথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে অফের দৌড়ের বাইরে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisment

১২ ম্যাচে ৮ হার। পরপর হারে বিদায় আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। লিগ টেবিলে নয় নম্বরে ছিল মুম্বই। তবে লখনৌয়ের বিপক্ষে সানরাইজার্স-এর ১০ উইকেটে জয়, সামান্য যে আশা ছিল সেটাও নিভিয়ে দিল বুধবার।

মুম্বইয়ের আপাতত লিগে দুই ম্যাচ বাকি রয়েছে। কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। বাকি দুই ম্যাচ জিতলেও হার্দিকরা সর্বোচ্চ ১২ পয়েন্টে পৌঁছতে পারবে। গুজরাট টাইটান্স বর্তমানে রয়েছে দশ নম্বরে। তবে তাঁদের আশা এখনও বেঁচে রয়েছে। তিনটে ম্যাচ বাকি রয়েছে গুজরাটের। বাকি তিন ম্যাচ জিতলে গুজরাট সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে।

নেতৃত্ব বদলের পর থেকেই আইপিএলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়া ট্রেডিংয়ে যোগ দেওয়ার পরেই ইন্ডিয়ান্স এক্সপ্রেস জানিয়েছিল, ওয়ানডে বিশ্বকাপের শুরুর ঠিক সময়েই ফ্র্যাঞ্চাইজির তরফে রোহিত শর্মাকে অবহিত করা হয়, নেতৃত্ব ছাড়তে হবে তাঁকে।

যাইহোক, বুধবারের ম্যাচে অভিষেক শর্মা (২৮ বলে ৭৫) এবং ট্র্যাভিস হেডের (৩০ বলে ৮৯) বিধ্বংসী হাফসেঞ্চুরির সামনে দাঁড়াতেই পারেনি লখনৌ বোলাররা। ওপেনিং জুটিতে মাত্র ৯.৪ ওভারেই প্রয়োজনীয় ১৬৬ রান স্কোরবোর্ডে তুলে দেয় হায়দরাবাদ।

তার আগে টপ অর্ডারের বিপর্যয়ের পর আয়ুশ বাদোনি এবং নিকোলাস পুরান লখনৌকে মোটামুটি ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছিল। দুজনে ৯৯ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপে ভর করে টেনেছিলেন লখনৌকে। হায়দরাবাদের হয়ে সফলতম বোলার ভুবনেশ্বর কুমার। ১২ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন তিনি।

Mumbai Indians IPL Cricket News IPL 2024
Advertisment