Advertisment

Hardik Pandya fined 24 lakhs: গোটা মুম্বই ইন্ডিয়ান্সকে শাস্তি দিল জয় শাহের বোর্ড, ক্যাপ্টেন হার্দিকের জরিমানা ২৪ লক্ষ টাকা

Hardik Pandya fined due to slow over rate: আইপিএলের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আইপিএলের ৪৮ তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার জরিমানা করা হয়েছে। এটা চলতি আইপিএলে ওঁর দ্বিতীয় অপরাধ।"

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya, Mumbai Indians, BCCI

Hardik Pandya fined: জরিমানা করা হল মুম্বই ইন্ডিয়ান্স দলকে (টুইটার)

Lucknow Super Giants vs Mumbai Indians, Hardik Pandya fined: লখনৌ সুপার জায়ান্টস ম্যাচে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে। তারপর আরও বড় দুঃসংবাদ ধাওয়া করল মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার ২৪ লক্ষ টাকা জরিমানা হল। সেই সঙ্গে পুরো মুম্বই ইন্ডিয়ান্স দলের সকলকে ম্যাচ ফির ২৫ শতাংশ অথবা ৬ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে।

Advertisment

আইপিএলের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আইপিএলের ৪৮ তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার জরিমানা করা হয়েছে। এটা চলতি আইপিএলে ওঁর দ্বিতীয় অপরাধ।"

যাইহোক, ম্যাচে মাত্র ১৪৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেও শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে গেল লখনৌ। মার্কাস স্টোইনিস সিএসকে ম্যাচে শতরান করা ফর্ম জারি রেখে দুরন্ত ৬৬ করে যান। হার্দিক পান্ডিয়ার দুরন্ত মিডল ওভারের বোলিংয়ে একসময় লখনৌ পরপর উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল।

কেএল রাহুল সংশয়ে ভরা ইনিংসে পঞ্চম ওভারে একই সঙ্গে তিনটে বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান। মার্কাস স্টোইনিস এরপরে দুরন্ত ব্যাটিংয়ের নমুনা তুলে ধরেন। হার্দিক এরপরে রাহুল, দীপক হুডাকে ফিরিয়ে ধাক্কা দেন লখনৌ শিবিরে।

স্টোইনিস শেষ পর্যন্ত ৪৫ বলে ৬২ করে যান। জস্প্রীত বুমরা উইকেট শূন্য থাকলেও ডেথ ওভারে লখনৌ ব্যাটিংয়ের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন। লখনৌয়ের অনভিজ্ঞ লোয়ার অর্ডার শেষ ৩০ রান তুলতেই নিয়ে নেয় ২৭ বল। শেষ ওভারের থ্রিলারে কোনওরকমে মুখরক্ষা হয় লখনৌয়ের।

আর এই হারে মুম্বইয়ের কফিনে শেষ পেরেক পড়ে যায়। গোটা সিজন ধরেই ধারাবাহিকতার অভাব প্রকট হয়েছে মুম্বইয়ের। লখনৌয়ের পিচ যেন তাঁর মৃত্যু গাঁথা লিখে গেল।

IPL Hardik Pandya BCCI Mumbai Indians IPL 2024
Advertisment