/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Hardik-Pandya-MI.jpg)
Akash Madhwal-Hardik Pandya: পঞ্জাবের সঙ্গে ম্যাচে এই দৃশ্য দেখা গিয়েছে। (ছবি- টুইটার)
Hardik Pandya as Mumbai Indians captain: খেলা চলাকালীন মাঠের মধ্যেই দলনেতা হার্দিক পান্ডিয়ার নির্দেশ অমান্য করলেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার আকাশ মাধওয়াল! বরং একনিমেষে পালন করলেন রোহিত শর্মার নির্দেশ। মুম্বই ইন্ডিয়ান্সের এই নতুন ভিডিও সামনে আসার পর থেকে রীতিমতো ঝড় উঠেছে নেটদুনিয়ায়। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। তার কারণ নিয়ে নানা কাটাছেঁড়া চলছে। তার মধ্যেই সামনে এল হার্দিক পান্ডিয়া আর আকাশ মাধওয়ালের এই দৃশ্য।
এবার, অর্থাৎ ২০২৪ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম তিনটি ম্যাচে হেরেছে। আগের চেয়ে কিছুটা কামব্যাক করলেও তারা সম্প্রতিক রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে। এর ফলে, মুম্বই ১০ দলের প্রতিযোগিতায় মাত্র ছয় পয়েন্ট নিয়ে বর্তমানে সপ্তম স্থানে আছে। যার ফলে, তাদের এবারের আইপিএলে প্লে অফে খেলা কার্যত অনিশ্চিত। সমর্থকদের একাংশের বিশ্বাস, হার্দিক পান্ডিয়া আর রোহিত শর্মার মধ্যে বনিবনার অভাব প্রভাব ফেলেছে মুম্বই দলে। রোহিত দীর্ঘদিন মুম্বইয়ের অধিনায়ক ছিলেন। পাঁচ বার দলকে আইপিএল জিতিয়েছেন। এবার তাঁক সরিয়েই হার্দিককে মুম্বইয়ের অধিনায়ক করেছে এই ফ্র্যাঞ্চাইজি দলের মালিক অম্বানি গ্রুপ।
Seems like Irfan Pathan sold his soul for money. This is what happened exactly after Madhwal talking to Rohit Sharma. Clearly he wants Hardik to get hate.
Everyone again Hardik for literally nothing wrong..pic.twitter.com/zw7z3ieyRJhttps://t.co/lnC8w36F8Z— Messi VK stan (@Im_vkolhi) April 22, 2024
সেনিয়েই রোহিত আর হার্দিকের মধ্যে দূরত্ব বেড়েছে। এমনকী বিভিন্ন মহলের দাবি, মুম্বই শিবিরও আস্ত নেই। খেলোয়াড়রা আনুগত্যের ব্যাপারে রোহিত আর হার্দিকের মধ্যে বিভক্ত হয়ে পড়েছেন। সেই জল্পনাকে আরও উসকে দিল পান্ডিয়া আর মাধওয়ালের ঘটনা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে এমআই-এর ম্যাচ চলাকালীন এই দৃশ্য দেখে, প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান মন্তব্যে মন্তব্য করেছেন যে, 'মুম্বই দলে এমন কিছু খেলোয়াড় আছেন, যাঁরা এখনও রোহিতকেই তাঁদের অধিনায়ক হিসেবে দেখেন, হার্দিককে নয়। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, এমআই ফাস্ট বোলার আকাশ মাধওয়াল ম্যাচের শেষ ওভারে বোলিং করার আগে হার্দিকের চেয়ে রোহিতের পরামর্শকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।'
Irfan Pathan TALKING about Akash madhwal ignoring Hardik pandya and following Rohit Sharma's Captaincy !!
Irfan Pathan owned Hardik pandya 😭🔥🔥🔥 #RRvsMIhttps://t.co/0Q6awwg5go— Prxths⁴⁵ (@Same45Fan) April 22, 2024
পালটা মুখ খুলেছেন হার্দিকের অনুগামীরাও। তাঁদের প্রতিক্রিয়াও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেমন, দলনেতার বিরুদ্ধে মন্তব্যের জন্য পাঠানকেই একহাত নিয়েছেন মেসি ভিকে স্ট্যান। তিনি লিখেছেন, 'মনে হচ্ছে ইরফান পাঠান টাকার জন্য নিজের অন্তরাত্মাকে পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। মাধওয়াল আর রোহিত শর্মার মধ্যে কথা হওয়ার পরই তা স্পষ্ট হয়েছে। স্পষ্টতই তিনি (ইরফান) হার্দিককে ঘৃণা করেন।'
আরও পড়ুন- কেকেআরে খেলাটাই জীবনের বড় ভুল ছিল! নাইটদের ঠুকে বিশ্বকাপের আগেই বিস্ফোরণ টিম ইন্ডিয়া সুপারস্টারের
হার্দিক অনুগামীদের বক্তব্য ভিডিওটিতে স্পষ্ট যে রোহিত শর্মা ও মাধওয়ালের মধ্যে কথা হওয়ার পর অধিনায়ক হার্দিক পান্ডিয়া আর মাধওয়াল নিজেদের মধ্যে কথা বলেন। যা মাধওয়াল বেশ গুরুত্ব দিয়ে শোনেন। পাঠান সেই ভিডিওরই ভুল ব্যাখ্যা করেছেন বলেই অভিযোগ হার্দিকের অনুগামীদের।