Advertisment

Hardik pushes Malinga : মালিঙ্গাকে প্রকাশ্যেই ধাক্কা হার্দিকের, মুম্বই ইন্ডিয়ান্স-এর ঝড় ওঠা VIDEO ফাঁস

Hardik Pandya captaincy in Mumbai Indians: সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলোয় দেখা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স হারার পর মালিঙ্গা তাঁর দলের অধিনায়কের সঙ্গে স্পোর্টসম্যানশিপ দেখাতে কোলাকুলি করতে গিয়েছিলেন। সেই সময়ই তাঁর সঙ্গে অভব্য আচরণ করে ঠেলে দূরে সরিয়ে দেন হার্দিক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Malinga, Hardik

Malinga-Hardik: মুম্বই অধিনায়ককে কটূক্তিতে ভরিয়ে দিয়েছেন সমর্থকরা। (ছবি- স্ক্রিনগ্যাব)

Mumbai Indians Laith Malinga Hardik Pandya: দলের অন্যতম কোচ মালিঙ্গাকে প্রকাশ্যেই ধাক্কা মারলেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সের সেই ঝড় তোলা ভিডিও ফাঁস হওয়ায় নেট দুনিয়ার টানাপোড়েন তুঙ্গে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই ছবি আর ভিডিও। এর পাশাপাশি, হার্দিকের জন্য আসন ছেড়ে দিতে দেখা গিয়েছে মালিঙ্গাকে। যা নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে তীব্র কটাক্ষে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলোয় দেখা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স হারার পর মালিঙ্গা তাঁর দলের অধিনায়কের সঙ্গে স্পোর্টসম্যানশিপ দেখাতে কোলাকুলি করতে গিয়েছিলেন। সেই সময়ই তাঁর সঙ্গে অভব্য আচরণ করে ঠেলে দূরে সরিয়ে দেন হার্দিক। আর, তারপরই হার্দিককে নেটদুনিয়ায় ট্রোলিংয়ের মাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছে। এমনিতে মুম্বই ইন্ডিয়ান্স যে স্টেডিয়ামেই খেলছে, সেখানেই কিছুক্ষণ পরপর সমর্থকরা 'রোহিত রোহিত' বলে চিল-চিৎকার জুড়ছেন। তাতে হার্দিক যে কতটা বিরক্ত হচ্ছেন, সেই প্রশ্ন না হয় ভবিষ্যতের জন্য তোলা থাক।

কিন্তু, টিম মুম্বইয়ের একের পর এক ব্যর্থতার পরে দেখা যাচ্ছে, নেটদুনিয়া হার্দিকের বিরুদ্ধে কটূক্তিতে ভরাট। পান থেকে চুন খসার জন্য তাঁকে গালিগালাজে ভরিয়ে দিয়েছেন সমর্থকরা। কখনও তাঁর সিদ্ধান্তের জন্য গালাগালি করা হয়েছে। কখনও আবার এমআইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার পরামর্শ উপেক্ষার জন্য করা হয়েছে কটূক্তি। এবার তারই সঙ্গে জুড়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি এবং মুম্বইয়ের বর্তমান বোলিং কোচ লাসিথ মালিঙ্গার সঙ্গে হার্দিকের বনিবনা না হওয়া নিয়ে বিস্তারিত অভিযোগ।

একের পর এক মুম্বই সমর্থকের সোশ্যাল মিডিয়ায় ছডা়নো ভিডিওতে দেখা যাচ্ছে, হার্দিক তাঁর বোলিং কোচ মালিঙ্গাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছেন। সেই সময় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে মুম্বই ইন্ডিয়ান্স হেরে গিয়েছে। খেলোয়াড়রা সব একের পর এক মাঠ থেকে বের হওয়ার মুখে। সেই সময়ই খেলোয়াড়চিত ভঙ্গিমায় বিমর্ষ হার্দিককে আলিঙ্গন করতে চান মালিঙ্গা। কিন্তু, ভব্যতার সঙ্গে আলিঙ্গন দূর। মালিঙ্গাকে ঠেলে দূরে সরিয়ে দেন হার্দিক। তবে, মালিঙ্গার সঙ্গে এমন অভব্য আচরণ করলেও সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে হার্দিককে রীতিমতো করমর্দন করতে দেখা যায়।

এতেই শেষ নয়। এর আগে হার্দিককে বসার জায়গা দিতে মালিঙ্গাকে তাঁর চেয়ার ছেড়ে উঠে যেতে দেখা গিয়েছে। পান্ডিয়ার তখন প্যাড আপ করা। পাঁচ নম্বরে নামার কথা ছিল। সেই সময় মালিঙ্গা মুম্বইয়ের সহকারি কোচ কাইরন পোলার্ডের পাশে বসেছিলেন। হার্দিক তাঁদের দিকে এগিয়ে আসেন। পোলার্ডই প্রথমে হার্দিকের জন্য জায়গা ছেড়ে দিতে যাচ্ছিলেন। কিন্তু, দেখা যায় যে মালিঙ্গা চেয়ার ছেড়ে দেন। ভিডিওতে দেখা গিয়েছে, হার্দিক একবারের জন্যও মালিঙ্গাকে আটকানোর চেষ্টা করেননি। মালিঙ্গা তখন হেঁটে চলে যান।

আরও পড়ুন- KKR ম্যাচেই ফের ধুন্ধুমার হবে কোহলি-গম্ভীরের! হাইভোল্টেজ লড়াইয়ের আগেই ঢোঁক গিললেন তারকা

সবচেয়ে বড় কথা অলরাউন্ডার হার্দিকের নিজের ফর্মও এখনও পর্যন্ত ভালো নয়। অবশ্য, মাত্র দুটো ম্যাচ খেলেছে মুম্বই। আর, দুটোতেই হেরেছে। তাঁর অধিনায়কত্বের পাশাপাশি এই পরাজয়ের পিছনে হার্দিকের ফর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন সমর্থকরা। যা থামাতে পারে কেবল মুম্বইয়ের জয় এবং হার্দিকের দুর্দান্ত পারফরম্যান্সই।

Mumbai Indians Sunrisers Hyderabad Hardik Pandya Rohit Sharma Lasith Malinga
Advertisment