Ishan Kishan vs BCCI: ঈশান কিষানের সঙ্গে বোর্ডের সংঘাত যেন মেটার নয়। দক্ষিণ আফ্রিকা সফরে থেকে সম্পর্ক তলানিতে। সফরের মাঝপথে মানসিক অবসাদের কথা বলে দেশে ফিরে এসেছিলেন। তারপর বহু জল বয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। জাতীয় দল থেকে সরাসরি বাদ দেওয়া হয়েছে। কোচ রাহুল দ্রাবিড়, জয় শাহরা বারংবার ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার পরামর্শ উপেক্ষা করেছেন ঝড়খন্ডি তরুণ।
শেষমেশ আইপিএলে কেমন খেলেন, সেদিকে নজর ছিল দেশের ক্রিকেট মহলের। তবে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। টি২০ বিশ্বকাপে উইকেটকিপার ব্যাটার হিসাবে কার্যত নির্বাচকদের খাতায় নাম উঠে গিয়েছে ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, কেএল রাহুলদের।
তবে এর মধ্যেই ফের দুঃসংবাদের খবর পেলেন ঈশান কিষান। শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের পরেই আইপিএলের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়, আইপিএলের শৃঙ্খলাভঙ্গ করায় ঈশান কিষানের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হচ্ছে। ঈশান কিষান নাকি নিজের ভুল স্বীকার-ও করে নিয়েছেন।
বোর্ডের তরফে জানানো হয়েছে আইপিএল কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.২ ধারায় লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন। আইপিএলের এই নির্দিষ্ট নিয়ম-নীতি মূলক অংশে বলা হয়েছে, কোনও ক্রিকেটার যদি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে উইকেটে আঘাত করেন এবং সেটা যদি বেপরোয়াভাবে অথবা অবহেলার সঙ্গে এমন কীর্তি করেন এবং তার ফলে যদি বাউন্ডারি লাইনের ধারে ফেন্স, বিজ্ঞাপনী বিলবোর্ড ড্রেসিংরুমের দরজা, আয়না, দরজা, জানালা ক্ষতিগ্রস্থ হয়, তাহলে সংস্লিষ্ট ক্রিকেটারকে শাস্তির মুখে পড়তে হবে।
ঈশান কিষানকে কেন শাস্তি দেওয়া হল, তা অবশ্য নির্দিষ্টভাবে জানানো হয়নি। এমনকি তারকা উইকেটকিপার ম্যাচ চলাকালীন নাকি ম্যাচের পরে এমন কিছু করেছেন, তা-ও বিশদে বলা হয়নি।