/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/dhoni-rcb.jpg)
RCB slammed for Sportsmanship: মাঠের মধ্যে ধোনিকে অপমান করার অভিযোগ উঠল আরসিবি তারকাদের বিরুদ্ধে (আইপিএল)
Royal Challengers Bengaluru players celebrations: গত শনিবার সিএসকের প্রস্থান পর্ব মোটেও মধুর হয়নি। আরসিবির কাছে থ্রিলার হেরে যাওয়ার পর মাঠেই বিতর্ক দানা বেঁধেছিল। ধোনির সঙ্গে সৌজন্য করমর্দন ভুলে আরসিবি তারকারা প্রবল উচ্ছ্বাসে ভেসে যান।
Vaughan and Bhogle Slam RCB: পরে বিষয়টি খেয়াল করেন মাইকেল ভন এবং হর্ষ ভোগলে। দুজনেই আরসিবির তারকাদের সৌজন্য বোধ নিয়ে প্রশ্ন তোলেন। তবে ধোনির সঙ্গে আরসিবির সৌজন্য করমর্দন বিতর্কে চোনা ফেলে দিলেও নতুন করে বড় আপডেট সামনে এল। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করা ভিডিও আরসিবির পক্ষে মুখ খুলছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে ধোনি ম্যাচ হেরে এবং প্লে অফ থেকে ছিটকে গিয়ে এতটাই হতাশায় বিধ্বস্ত হয়ে পড়েন যে ডাগ আউটে তিনি বেশিক্ষণ ছিলেন না। আরসিবি তারকাদের জন্য অপেক্ষা না করেই তিনি ড্রেসিংরুমে রওনা দেন।
I can understand he’s pissed but every other player came to shake hands.
Those players deserved to have that moment. When CSK won last year should they have gone around celebrating or gone to shake hands? https://t.co/MPXQ9zVOYopic.twitter.com/TxKA2My6xD— Pradhyoth (@Pradhyoth1) May 19, 2024
CSK batters haven't even crossed the 30 yard circle and their fans are saying Dhoni waited 3 minutes for RCB celebrations to end for handshakes. So much misinformation is being spread on a large scale 🤦 pic.twitter.com/ke8Gb0BxkJ
— Daksh (@82MCG_) May 19, 2024
ক্রিকবাজকে মাইকেল ভন বলে দিয়ে ছিলেন, "ওঁদের আরও সচেতন থাকা উচিত ছিল। আমরা জানি না, এটাই ধোনির শেষ আইপিএল কিনা! আরসিবি তারকারা গোটা স্টেডিয়াম ঘুরে বেরিয়ে হ্যান্ডস্ট্যান্ড করছিল। সেই সময় ওঁদের উচিত ছিল কিংবদন্তির জন্য অপেক্ষা করা। তারপর করমর্দন শেষে নিজেদের মত করে কার্টহুইল, হ্যান্ডস্ট্যান্ড করুক না ওরা!"
এখানেই না থেমে ইংল্যান্ডের প্রাক্তন তারকা আরও বলে দিয়েছিলেন, "ও একজন আইকনিক তারকা। আমি কখনই আরসিবি প্লেয়ার হতে চাইব না। সকালে উঠে হঠাৎ করে যদি ভাবতে না হয়, 'আরে ওয়েট এ মিনিট। ধোনি অবসর ঘোষণা করল। আমাদের সেই সৌজন্য হল না সামান্য করমর্দন করার!"
হর্ষ ভোগলেও ভনের বক্তব্যে সহমত হয়েছিলেন, "এটা ব্যাপার নয়। তুমি ওয়ার্ল্ড কাপ ফাইনালে জিততে পারো। আবেগ প্রকাশে করতে বাধা নেই। তা সত্ত্বেও কিন্তু প্রতিপক্ষের সঙ্গে সৌজন্য করমর্দন করা উচিত। এই হাত মেলানো আসলে একটা প্রতীক যেখানে অনুচ্চারে বলা হয়, 'আমাদের বৈরিতা এখন খতম। মাঠে এক ইঞ্চিও জায়গা ছেড়ে দিইনি আমরা। তবে এটা শেষ।"