Advertisment

Dhurv Jurel Run Out: নিয়ম কি বদলে গেল নাকি! কোহলির বুলেট থ্রোয়ের রান আউট একদমই অবৈধ, ফুঁসে উঠলেন কিউই তারকা

Mitchell McClenaghan on Dhruv Jurel run out: ১৪ তম ওভারে টালমাটাল সময়ে বিরাট কোহলির বুলেট থ্রো রান আউট করে দেয় ধ্রুব জুরেলকে। সেই সময় ম্যাচ যথেষ্ট টানটান অবস্থায় ছিল। ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে রাজস্থানকে টানছিলেন রিয়ান পরাগ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dhruv Jurel run out form Virat Kohli throw

Dhruv Jurel run out form Virat Kohli throw: কোহলির দুরন্ত থ্রোয়ে রান আউট হন ধ্রুব জুরেল (টুইটার)

Dhruv Jurel run out dismissal from Virat Kohli throw: শুধু ব্যাট হাতেই নয়, ফিল্ডিংয়েও কুড়ি-বাইশ বছরের তরুণের মত ক্ষিপ্র। বিরাট কোহলি বারবার যেন প্রমাণ করেছেন, বয়স তাঁর কাছে কোনও বাধাই নয়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচেই কোহলি শিরোনামে উঠে এলেন দুর্ধর্ষ রান আউট করে।

Advertisment

১৪ তম ওভারে টালমাটাল সময়ে বিরাট কোহলির বুলেট থ্রো রান আউট করে দেয় ধ্রুব জুরেলকে। সেই সময় ম্যাচ যথেষ্ট টানটান অবস্থায় ছিল। ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে রাজস্থানকে টানছিলেন রিয়ান পরাগ।

টার্গেট খুব বড় না হলেও রাজস্থান বেশ কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। সেই সময়েই ধ্রুব জুরেলকে অসামান্য থ্রোয়ে আউট করে দেন কোহলি। ডিপ মিড উইকেটে বল ঠেলে রিয়ান পরাগ দুই রান নেওয়ার জন্য ছুটেছিলেন। নন স্ট্রাইকিং এন্ডে ধ্রুব জুরেল সময় মত পৌঁছতে পারেননি। কোহলি মাপা থ্রো ধরে উইকেট ভেঙে দেন ক্যামেরন গ্রিন। সেই আউটের জন্য কোহলি-গ্রিন দুজনেই প্রশংসিত হয়েছেন।

তবে আউটের সিদ্ধান্ত নিয়ে সহমত নন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। সরাসরি টুইট করে তিনি লিখেছেন, "সবসময় জানতাম, রান আউট করার সময় বল ভালোভাবে গ্রিপ করতে হয়। নিয়ম কী বদলে গেল?"

নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়ে রুলবুকের স্ক্রিনশট শেয়ার করেছেন মিচেল ম্যাকক্লেনাঘন। যেখানে লেখা রয়েছে, উইকেটের ওপর থেকে পুরোপুরি স্ট্যাম্প সরলে অথবা সংস্লিষ্ট ফিল্ডার মাটি থেকে স্ট্যাম্প উপরে ফেললে তখনই আউট হবে। তবে বল হাতে দিয়ে সম্পূর্ণ ধরে থাকা অবস্থায় স্ট্যাম্প ভাঙতে হবে।

ঘটনাচক্রে, ক্যামেরন গ্রিন কোহলির কাছ থেকে বল পুরোপুরি ক্যাচ না করেই কোনওরকমে বলের সঙ্গে হাতের সংস্পর্শ থাকা অবস্থায় স্ট্যাম্প ভেঙে দেন। সেই বিষয়টি বলতে চেয়েছেন মিচেল ম্যাকক্লেনাঘন।

যাইহোক, ধ্রুব জুরেলের আউট ম্যাচে প্রভাব ফেলতে পারেনি। রিয়ান পরাগ মিডল অর্ডারে অনবদ্য খেলে যান। তারপর দুই ক্যারিবিয়ান সিমরন হেটমায়ার এবং রভম্যান পাওয়েল দুরন্ত ক্যামিওয় ম্যাচ ফিনিশ করে আসেন।

RCB Virat Kohli Rajasthan Royals Royal Challengers Bangalore IPL IPL 2024
Advertisment