Advertisment

RCB IPL 2024 Playoffs Scenario: CSK-কে হারালেই RCB যাবে না প্লে অফে, খাতা-পেন নিয়ে কঠিন অঙ্কের সামনে কোহলি-সিরাজরা

IPL 2024 Playoffs Scenario: বাকি এক স্থানের জন্য লড়াই আপাতত তিন দলের- আরসিবি, সিএসকে এবং লখনৌ সুপার জায়ান্টস। খাতায় কলমে এখনও কেএল রাহুলদের আশা থাকলেও নেট রানরেট এমন এক পর্যায়ে, তা অতিক্রম করে প্লে অফে কোয়ালিফাই করা অসম্ভব।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024 Playoffs Scenario: আইপিএল প্লে অফ

RCB IPL 2024 Playoffs Scenario: সমীকরণ ঝুঁকে সিএসকের দিকে, আইপিএল প্লে অফের চতুর্থ দলের নাম জানা যাবে শনিবার-ই (টুইটার)

IPL 2024 Playoff qualification, RCB vs CSK: আইপিএল প্লে অফের জন্য তিন দলই চূড়ান্ত। প্ৰথম দল হিসেবে সর্বপ্রথম পৌঁছেছিল কেকেআর। তারপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার হায়দরাবাদ বনাম গুজরাট ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সঙ্গেসঙ্গেই প্লে অফ নিশ্চিত হয়ে যায় প্যাট কামিন্স বাহিনীর।

Advertisment

বাকি এক স্থানের জন্য লড়াই আপাতত তিন দলের- আরসিবি, সিএসকে এবং লখনৌ সুপার জায়ান্টস। খাতায় কলমে এখনও কেএল রাহুলদের আশা থাকলেও নেট রানরেট এমন এক পর্যায়ে, তা অতিক্রম করে প্লে অফে কোয়ালিফাই করা অসম্ভব। শনিবার সিএসকে বনাম আরসিবি ম্যাচ তাই অলিখিত সেমিফাইনাল।

প্লে অফের জন্য ফেভারিট অবশ্যই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। সিএসকের সংগৃহীত পয়েন্ট ১৪ এবং নেট রানরেট-এর (+০.৫২৮) সৌজন্যে। এমনিতেই বেঙ্গালুরুর আবহাওয়া সেরকম আশাপ্রদ নয়। খেলা ভেস্তে গেলে সিএসকে চোখ কান বুঝে পৌঁছে যাবে শেষ চারে। ছিটকে যাবে। তবে আরসিবি শনিবার সিএসকেকে হারালেও প্লে অফ নিশ্চিত নয়।

কেন, জেনে নেওয়া যাক:
নেট রানরেটে বাজিমাত করার জন্য আরসিবিকে নূন্যতম ১৮ রানের ব্যবধানে জিততে হবে। প্ৰথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২০০ তুললে আরসিবিকে সেই রান ডিফেন্ড করতে হবে সিএসকেকে ১৭ রানের আগেই আটকে রেখে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করলে আরসিবিকে সেই রান চেজ করতে হবে ১১ বল হাতে নিয়ে।

তাই সিএসকেকেই আপাতত শেষ চারের দৌড়ে ফেভারিট। অল্প ব্যবধানে হারলেও উন্নত নেট রানরেটের সৌজন্যে চেন্নাই চতুর্থ দল হিসেবে নাম লিখিয়ে ফেলবে প্লে অফে।

তবে অন্য এক সম্ভাবনাও রয়েছে। লখনৌ সুপার জায়ান্টস যদি শেষ ম্যাচে মুম্বইকে বিশাল ব্যবধানে হারায় এবং রাহুলদের নেট রানরেট অতিক্রম করে যায় আরসিবির। তাহলে চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করবে লখনৌ।

তবে সেক্ষেত্রে আরসিবিকে শনিবার জিততে হবে সিএসকের বিরুদ্ধে। অল্প রানের ব্যবধানে। তবে এই সম্ভবনা কার্যত অসম্ভব। এবং অবাস্তব। শনিবারের চিন্নাস্বামীর লড়াই-ই ঠিক করে দেবে, প্লে অফে শেষমেশ নাম লেখাচ্ছে কোন ফ্র্যাঞ্চাইজি।

IPL LSG Lucknow Super Giants Royal Challengers Bangalore RCB CSK Chennai Super Kings IPL 2024
Advertisment