Rohit Sharma at Mumbai Indians: এবার আইপিএলে মুম্বই তাদের অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে অব্যাহতি দিয়েছে। অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছে গুজরাট টাইটান্স থেকে আসা হার্দিক পান্ডিয়ার হাতে। তাতে রীতিমতো ক্ষুব্ধ অপসারিত রোহিত। নিজের অসন্তোষ তিনি গোপন করেননি। আর, তারপরই রটেছে, রোহিত মুম্বই ছাড়তে চলেছেন। চলতি বছরেরই শেষে আইপিএলের মেগা নিলাম। তখনই মুম্বই ছাড়তে পারেন রোহিত শর্মা। কিন্তু, তিনি কোথায় যাচ্ছেন, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেই সময় বিরাট আপডেট দিলেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম। তিনি জানিয়েছেন, রোহিত কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন।
এমনিতে ইডেনের মাঠে রোহিতের স্কোর বেশ ভালো। ১৩ ম্যাচে ৪৬৬। আক্রম মনে করেন, রোহিত যোগ দিলে কেকেআরের ব্যাটিং গভীরতা আরও বাড়বে। সেক্ষেত্রে কেকেআরের বর্তমান অধিনায়ক শ্রেয়স আইয়ারের কী হবে? আক্রম মনে করছেন, রোহিতের সঙ্গে মানিয়ে নিতে কলকাতার দলের মেন্টর গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের কোনও অসুবিধাই হবে না। এমনিতে জাতীয় দলে রোহিতের অধীনে শ্রেয়স খেলেছেন। তবে, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ম্যাচ এড়ানোয় এবং ঘরোয়া ক্রিকেটেও না খেলায় শ্রেয়সের ওপর ক্ষুব্ধ বিসিসিআই তাঁকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছে।
তবে, সেসব অন্য বিতর্ক। আক্রম মনেপ্রাণে চান যে রোহিত কেকেআরেই খেলুক। এই ব্যাপারে পাক ক্রিকেটের এই কিংবদন্তি বলেন, 'আমার মনে হচ্ছে ও (রোহিত) সামনের মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সে থাকবে না। আমি ওকে কেকেআর-এ দেখতে চাই। গৌতি (গৌতম গম্ভীর) মেন্টর থাকল, আইয়ার অধিনায়ক থাকল। তার পাশাপাশি রোহিত থাকলে কেকেআরের ব্যাটিং ইউনিট বেশ শক্তিশালী হয়ে যাবে। এমনিতেও ইডেনের উইকেটে ও খুব ভালো ব্যাট করে। ওখানকার পিচে ওকে দেখতে তাই আরও ভালো লাগবে।'
আরও পড়ুন- টি২০ বিশ্বকাপ ভারতে দেখা যাবে একদম বিনা খরচে, বড় আপডেট দিল সংস্থা, জানুন পুরোটা
কেকেআরের বিরুদ্ধে রোহিতের ব্যাটিং রেকর্ড বেশ ভালো। ৩৩ ম্যাচে ১,০৫১। সেঞ্চুরি আছে। ছ'টি হাফসেঞ্চুরি আছে। ইডেনে রোহিতের সর্বোচ্চ রান ১০৯। আক্রম মনে করছেন, কেকেআর এই মরশুমে ঠিক পথেই হাঁটছে। কেকেআরের সঙ্গে আক্রমের একটা সম্পর্ক আছে। গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন আক্রম ছিলেন কেকেআরের বোলিং কোচ। আক্রম মনে করছেন, গৌতম গম্ভীর কেকেআরকে সঠিক ভাবেই সামলাচ্ছেন। বর্তমানে কলকাতার দলটি আইপিএল তালিকায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। প্লে অফে উঠতে তাদের একটা ম্যাচে জয় দরকার। ১১ মে, মুম্বইয়ের বিরুদ্ধে ইডেনে মুখোমুখি হবেন নাইটরা।