Advertisment

BCCI Preparing Mayank Yadav: হ্যারিস-শাহিনদের দেখেই উন্নতি হচ্ছে মায়াঙ্কের, পাক সাংবাদিকের অদ্ভুত দাবিতে চাঞ্চল্য IPL-এ

Pakistani Reporter Comment: এই মন্তব্য যিনি করেছেন, তাঁর নাম ফরিদ খান। ২১ বছরের ফরিদ পাকিস্তানের সাংবাদিক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistani Reporter Comment, Mayank Yadav, মায়াঙ্ক যাদব

BCCI Preparing Mayank Yadav: পাকিস্তানি সাংবাদিক বড় ট্রোলের মুখে পড়লেন। (ছবি- টুইটার)

Mayank Yadav Watching Shaheen, Haris Video: এবারের আইপিএলের আবিষ্কার মায়াঙ্ক যাদবকে নিয়ে পাকিস্তানি প্রতিবেদকের উদ্ভট বিবৃতির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠল নেট দুনিয়ায়। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) তারকা মায়াঙ্ক এবারের আইপিএলে ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বল করে সবার নজর কেড়েছেন। ইতিমধ্যে তাঁকে আসন্ন টি২০-র বিশ্বকাপ দলে জায়গা দেওয়ার পক্ষে সওয়াল করেছেন প্রাক্তন তারকা-সহ অনেকেই।

Advertisment

ইতিমধ্যে ২০২৪ আইপিএলের ১৬টি ম্যাচ শেষ। আর, তারপরই মায়াঙ্ককে নিয়ে সমর্থকদের আবেগ বহুগুণ বেড়ে গিয়েছে। কারণ, গত সপ্তাহে মায়াঙ্ক পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন। জেরাল্ড কোয়েটজি সেই রেকর্ড ভাঙার পর মায়াঙ্ক মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করেন। যা আইপিএলে নতুন রেকর্ডের জন্ম দিয়েছে।

তাতে যখন এলএসজি পেসারকে নিয়ে সমর্থকরা উচ্ছ্বসিত, ঠিক সেই সময় উদ্ভট বিবৃতি দিয়েছেন পাকিস্তানের সাংবাদিক। মায়াঙ্কের সম্পর্কে ওই প্রতিবেদক বলেছেন, এলএসজি বোলিং কোচ মরনেল মরকেল মায়াঙ্ককে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত করছেন। ওই কোচ ২০২৩ একদিনের বিশ্বকাপের সময় পাকিস্তান দলের সাথে কাজ করেছিলেন। তিনি মায়াঙ্ককে বিশ্বকাপের জন্য তৈরি করতে আদর্শ হিসেবে হারিস রউফ, শাহিন আফ্রিদি ও নাসিম শাহের ভিডিও দেখাচ্ছেন।

এই মন্তব্য যিনি করেছেন, তাঁর নাম ফরিদ খান। ২১ বছরের ফরিদ পাকিস্তানের সাংবাদিক। সোশ্যাল নেওয়ার্কিং প্ল্যাটফর্ম এক্স-এ ফরিদ বলেছেন, 'মায়াঙ্ক যাদব ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ঢুকবেন। আমি আপনাদের এই আশ্বাস দিচ্ছি। আপনারা আমার পোস্টের একটা স্ক্রিনশট নিতে পারেন। ভারত ওকে তৈরি করছে। ওকে পাকিস্তানের বিরুদ্ধে খেলাবে। বিসিসিআই ইতিমধ্যেই মায়াঙ্ককে গত টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারিস রউফের বোলিংয়ের ভিডিও দেখিয়েছে। মায়াঙ্ককে নাসিন শাহ ও শাহিন আফ্রিদির বোলিংয়ের ভিডিও দেখানো হচ্ছে। ওরা (বিসিসিআই) ওকে তৈরি করছে। পাকিস্তানের প্রাক্তন বোলিং কোচ মরনেল মরকেল এলএসজিতে আছেন। তাঁর ওপরই স্পিডস্টারকে তৈরি করার দায়িত্ব পড়েছে।'

এই সব শোনার পর, স্বভাবতই ক্ষুব্ধ সমর্থকরা। কারণ, বিশ্ব ক্রিকেট মায়াঙ্ককে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে। একইসঙ্গে গতি আর উইকেট নেওয়ার ক্ষমতা মায়াঙ্কের আছে। যা বহু ক্রিকেট বিশেষজ্ঞকেও স্বপ্ন দেখাচ্ছে। সেখানে ফরিদ খানের এমন উদ্ভট মন্তব্যে অনেকেই ভারতের প্রতি উপহাস আর কটাক্ষ খুঁজে পেয়েছেন। যার কারণে, পালটা তির্যক মন্তব্য ফিরিয়ে দিয়েছেন অনেক নেটিজেনই।

তবে, এতকিছুর মধ্যে ওই পাকিস্তানি সাংবাদিকের বক্তব্য থেকে একটা সুপরামর্শ পাওয়া গেছে। তা হল, মায়াঙ্ককে ভারতীয় দলে নেওয়া। যে দাবি করেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তিনি জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামির মত মায়াঙ্ককেও আসন্ন টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে নেওয়ার দাবি তুলেছেন।

আরও পড়ুন- ধোনি ‘চরম স্বার্থপর’! মাহিকে বিস্ফোরক অভিযোগে তুলোধোনা করলেন এবার ডুল

মনোজ বলেছেন, 'আমি যদি অজিত আগরকারের জায়গায় থাকতাম, তবে মায়াঙ্ককে দলে রাখতাম। জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি আর তারপর মায়াঙ্ককে। মায়াঙ্কের ফর্ম, বোলিং অ্যাকশন এবং বল ছোড়া দেখে মনে হচ্ছে, সবটাই ওর নিয়ন্ত্রণে আছে। এই অবস্থায় যদি ওকে একটা বড় মঞ্চ দেওয়া হয়, ভালোই খেলবে। আইপিএলে অনেক বিদেশি খেলোয়াড়ের বিরুদ্ধে ও খেলছে। তাঁদের আউট করে এমনিতেও ওঁর মনোবল তুঙ্গে থাকবে। তাই, বিশ্বকাপে আশাকরি ওর কোনও অসুবিধা হবে না।'

Lucknow IPL IPL 2024 Lucknow Super Giants
Advertisment