Advertisment

IPL 2024 Playoff Scenario: KKR পৌঁছেই গেল প্লে অফে, ২ জায়গার জন্য ধুন্ধুমার লড়াই ৫ দলের, টেনশনের সপ্তাহ শুরু

IPL 2024 Playoffs: চেন্নাই এবং লখনৌয়ের থেকে এই মুহূর্তে এক ম্যাচ কম খেলেছে হায়দরাবাদ। সোমবার-ই প্যাট কামিন্স বাহিনী নামছে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে। আর মুম্বই ম্যাচ জিতলেই প্লে অফ কার্যত পাকা করে ফেলবে ট্র্যাভিস হেড, হেনরিখ ক্ল্যাসেনরা। লিগ টেবিলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে হায়দরাবাদ, সিএসকে এবং লখনৌ।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024 Playoffs: আইপিএল প্লে অফ, কেকেআর

David Wiese-KKR: কেকেআরের হয়েও খেলেছেন উইজে। (ছবি- টুইটার)

IPL 2024 Playoff Qualification Scenarios: লখনৌ সুপার জায়ান্টসকে ৯৮/রানে হারিয়ে কেকেআর এই মুহূর্তে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে। রাজস্থানেরও সংগ্রহে ১৬ পয়েন্ট। তবে নেট রানরেটে পিছিয়ে যশস্বী জয়সওয়ালরা।

Advertisment

IPL Playoffs 2024 Chances: রাজস্থান এবং কেকেআরের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েই গিয়েছে। তবে বাকি দুই স্থানের জন্য লড়াই তীব্র। সানরাইজার্স হায়দরাবাদ, লখনৌ সুপার জায়ান্টস এবং সিএসকে তিন দল-ই ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থান দখলের লড়াইয়ে রয়েছে। চেন্নাই এবং লখনৌয়ের থেকে এই মুহূর্তে এক ম্যাচ কম খেলেছে হায়দরাবাদ। সোমবার-ই প্যাট কামিন্স বাহিনী নামছে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে। আর মুম্বই ম্যাচ জিতলেই প্লে অফ কার্যত পাকা করে ফেলবে ট্র্যাভিস হেড, হেনরিখ ক্ল্যাসেনরা। লিগ টেবিলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে হায়দরাবাদ, সিএসকে এবং লখনৌ।

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস পঞ্চম স্থানে রয়েছে। আরসিবি নিজেদের প্ৰথম আট ম্যাচের সাতটিতেই হেরে গিয়েছিল। তবে তারপর দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছেন কোহলিরা। টানা তিন ম্যাচ জিতেছে আরসিবি। প্লে অফের লড়াইয়ে এখনও রয়েছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। তবে বাকি সমস্ত ম্যাচ-ই জিততে হবে তাঁদের। বাকি সমস্ত ম্যাচ জিতলে আরসিবির সংগ্রহে থাকবে ১৪ পয়েন্ট। অন্যন্য দলের ফলাফল ফাফ দু প্লেসিসদের অনুকূলে হলে শেষ চারে ফিনিশ করার এখনও সম্ভবনা রয়েছে তাঁদের।

সিএসকের কাছে হেরে পাঞ্জাবের প্লে অফের ওঠার স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে। তবে লিগ টেবিলের অষ্টম এবং নবম স্থানে থাকা গুজরাট টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স-এর আশা প্রায় শেষ। গুজরাট যদি বাকি সমস্ত ম্যাচে জয়লাভ করে তাহলে ১৪ পয়েন্টে পৌঁছতে পারে টাইটান্সরা। তবে মুম্বইয়ের কোনও আশাই নেই। ১১ ম্যাচ খেলে মুম্বইয়ের সংগ্রহে মাত্র ৬ পয়েন্ট। তবে শেষ কয়েকটি ম্যাচে জয়লাভ করে অন্যদলের প্লে অফের যাত্রা ভঙ্গ করতে পারে ইন্ডিয়ান্স শিবির।

IPL LSG KKR CSK IPL 2024
Advertisment