Advertisment

Preity Zinta made paranthas: দলের জয়ে বানান ১২০ টা আলুর পরোঠা! ইডেনে ঐতিহাসিক জয়ের পরেই মালকিন প্রীতিকে নিয়ে বড় রহস্য ফাঁস

Preity Zinta as PBKS owner : ইডেনে শুক্রবারও হাজির ছিলেন প্রীতি। পাঞ্জাব বনাম কেকেআর ম্যাচ চলাকালীনই ইরফান পাঠান গ্ল্যামারাস নায়িকাকে নিয়ে অজানা তথ্য শেয়ার করলেন। পাঞ্জাব কিংসে খেলার অভিজ্ঞতা শেয়ার করে ইরফান পাঠান বলেছেন, "উনি একজন দারুণ মহিলা। দলের সঙ্গে সবসময় জুড়ে থাকেন। দল হারলে একদমই ভেঙে পড়েন। তবে কীভাবে আবেগ সংযত রাখতে হয়, সেটাও ভালো জানেন।"

author-image
IE Bangla Sports Desk
New Update
Preity Zinta, PBKS, IPL

Preity Zinta PBKS owner : দলের সঙ্গে বরাবর প্যাশনেট সম্পর্ক মালকিন প্রীতি জিন্টা (টুইটার)

Preity Zinta showed frustration in front of IPL team: Ex PBKS star: আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকানা যাঁদের রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম প্যাশনেট প্রীতি জিন্টা। রুপোলি পর্দার দুনিয়া ছেড়েছেন বহুদিন হল। তবে আইপিএল সিজন এলেই হাজির হয়ে যান প্রীতি। গালে সেই মায়াবি টোল নিয়ে। হোম হোক বা এওয়ে পাঞ্জাব কিংসের খেলা থাকলেই ভিভিআইপি বক্সে সদম্ভ উপস্থিত থাকে সেলেব্রিটি মালকিনের।

Advertisment

ইডেনে শুক্রবারও হাজির ছিলেন প্রীতি। পাঞ্জাব বনাম কেকেআর ম্যাচ চলাকালীনই ইরফান পাঠান গ্ল্যামারাস নায়িকাকে নিয়ে অজানা তথ্য শেয়ার করলেন। পাঞ্জাব কিংসে খেলার অভিজ্ঞতা শেয়ার করে ইরফান পাঠান বলেছেন, "উনি একজন দারুণ মহিলা। দলের সঙ্গে সবসময় জুড়ে থাকেন। দল হারলে একদমই ভেঙে পড়েন। তবে কীভাবে আবেগ সংযত রাখতে হয়, সেটাও ভালো জানেন।"

"অভিনেত্রী হিসেবে উনি অনেক বড় মাপের সফল। উনি জানেন, এটা মোটেও সহজ নয়। জানেন, তাঁর অভিনীত সমস্ত সিনেমাই হিট হতে পারে না। তেমন এটাও বোঝেন যে দলের পক্ষে সমস্ত ম্যাচ জেতা সম্ভব নয়।"

"তিন বছর পাঞ্জাবে খেলার সময় ৪০ টার বেশি ম্যাচ খেলেছি। এর মধ্যে মাত্র ২-৩ বার হয়ত দেখেছি উনি হতাশা ব্যক্ত করেছেন। বাকি সময় উনি শান্তই থাকেন। দক্ষিণ আফ্রিকায় একবার উনি দলের জন্য পরোঠা বানিয়েছিলেন। নিজের হাতে ৪০ টার বেশি পরোঠা বানান। কারণ সেই ম্যাচে আমরা সিএসকেকে হারিয়েছিলাম। উনি অন্য মাত্রার একজন মালকিন।"

এর আগেও প্রীতি জিন্টা নিজের হাতে পরোঠা বানানোর কথা জানিয়েছিলেন, "সেবার প্রথম উপলব্ধি করি ছেলেরা কতটা খেতে পারে। আমরা দক্ষিণ আফ্রিকায় ছিলাম। হোটেলে মোটেই ভালোভাবে পরোঠা বানাচ্ছিল না। তারপর আমিই ওঁদের বলি, কীভাবে ভাল আলুর পরোঠা বানাতে হয় দেখিয়ে দিচ্ছি। তা দেখে ছেলেরা আবার বলল, ওঁদের জন্যও আলু পরোঠা বানাতে পারব কিনা! ওঁদের প্রতিশ্রুতি দিই, পরের ম্যাচে জিতলে আলুর পরোঠা বানিয়ে খাওয়াব। ওঁরা জিতেছিল। আমিও ১২০ টা আলুর পরোঠা বানাই। তারপর থেকে আলুর পরোঠা বানানো বন্ধ করে দিই।"

IPL Preity Zinta Punjab Kings PBKS IPL 2024
Advertisment