/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/kohli-dhoni.jpg)
RCB IPL 2024 Playoffs Scenario: সমীকরণ ঝুঁকে সিএসকের দিকে, আইপিএল প্লে অফের চতুর্থ দলের নাম জানা যাবে শনিবার-ই (টুইটার)
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: ধোনির ভবিষ্যৎ নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন বিরাট কোহলি। বলে ডিলেনজ শনিবারের আরসিবি বনাম সিএসকে ম্যাচে সম্ভবত তাঁকে এবং ধোনিকে একসঙ্গে খেলতে দেখা যাবে।
জিও সিনেমায় কোহলি বলে দিয়েছেন, "ভারতে যে কোনও স্টেডিয়ামে ওঁকে খেলতে দেখাটা একটা বড় বিষয়। আমি আর ও একসঙ্গে খেলছি, কে বলতে পারে, হয়ত এটাই শেষবার। এটা একটা স্পেশ্যাল ব্যাপার। আমাদের দুরন্ত কিছু স্মৃতি রয়েছে। জাতীয় দলের হয়ে বেশ কিছু দারুণ পার্টনারশিপ রয়েছে। আমাদের একসঙ্গে দেখতে পাওয়াটা সমর্থকদের কাছে বড় বিষয়।"
ধোনিকে নিয়ে খেলতে নামার আগে রান চেজ করার সময় মাহির মাইন্ডসেটও বিশ্লেষণ করেছেন কোহলি। গোটা বিশ্ব ওঁর ব্যাটিং নিয়ে কী বলছে, তাতে ও প্রভাবিত হত না। "মানুষ বলে কেন ও ২০ ওভার, ৫০ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে যায়। কিন্তু ও ভারতের হয়ে কটা ম্যাচ ফিনিশ করেছে!"
এরপরে কোহলির আরও সংযোজন, "ও হল একমাত্র ব্যক্তি যে জানে ও কী করতে চলেছে। সেখান থেকেই ও ম্যাচ ফিনিশ করত। আমার কাছে এটা মাসল মেমরি। ও জানে ও যদি ম্যাচ ৫০ ওভার পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, তাহলে ম্যাচ বের করে দেবে।"
"আমার মানসিকতা আবার একটু আলাদা। আমি ভাবতাম, চলো ৪৯তম ওভারে (ওয়ানডেতে), ১৯তম ওভারে (টি২০-তে) ম্যাচ ফিনিশ করে ফেলি। ও যদি আমার সঙ্গে ব্যাট করে তাহলে ওঁর ভাবনাচিন্তা আলাদা হবে। ও শেষ ওভারে ম্যাচ নিয়ে যাবে যেখানে প্রতিপক্ষ দল কাঁপতে থাকবে ভয়ে।"