/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/pbks-mi-kkr.jpg)
IPL play off scenario: কেকেআর ২৬১ রান ডিফেন্ড করতে পারেনি শুক্রবার (টুইটার)
IPL Points Table 2024, Team Rankings: রেকর্ড রান চেজ করে ইডেনে কেকেআরকে হারিয়েছে পাঞ্জাব কিংস। শুক্রবারের জয়ে সেই সঙ্গে লিগ টেবিলে অষ্টম স্থানে উঠে এল প্রীতি জিন্টার পাঞ্জাব। তৃতীয় হার হজম করলেও কেকেআর আবার দ্বিতীয় স্থান ধরে রেখেছে। তবে পাঞ্জাবের এই জয়ে বিপদে পড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়াদের নবম স্থানে ঠেলে দিয়ে এক ধাপ উপরে উঠে গিয়েছে পাঞ্জাব।
১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। আর টেবিলের লাস্ট বয় আরসিবি।
The playoff scenario
রাজস্থান রয়্যালস, কেকেআর, সানরাইজার্স এবং লখনৌ সুপার জায়ান্টস আপাতত টেবিলের প্ৰথম চার স্থানে রয়েছে। লিগ পর্বে প্ৰথম চার দল সরাসরি প্লে অফে কোয়ালিফাই করবে। প্ৰথম দুই দল ফার্স্ট কোয়ালিফায়ারে নামবে। জয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছবে। এলিমিনেটর খেলা হবে তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের। বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে ফার্স্ট কোয়ালিফায়ারের হেরে যাওয়া দলের সঙ্গে। এলিমিনিটরে হেরে যাওয়া দল বিদায় নেবে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/mu5kabuo_pt_625x300_26_April_24.jpg)
শনিবার ডাবল হেডার রয়েছে। মুম্বই খেলবে দিল্লির বিপক্ষে। লখনৌ রাতের ম্যাচে মুখোমুখি হবে শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
বিরাট কোহলি (৯ ম্যাচে ৪৩০ রান) সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে বুমরাকে সরিয়ে পার্পল ক্যাপ দখল করেছেন হর্শল প্যাটেল (১৪ উইকেট)।
শুক্রবার টসে হেরে ইডেনে ব্যাট করতে নেমেছিল কেকেআর। নাইটরা স্কোরবোর্ডে ২৬১ তুলে দিয়েছিল নারিন-সল্টের ঝোড়ো ইনিংসে ভর করে। জবাবে ৮ বল বাকি থাকতে হাতে ৮ উইকেট নিয়ে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব।
রান চেজ করতে নেমে পাওয়ার প্লেতেই ৯৩ তুলে দিয়েছিল প্রভসিমরন সিং এবং জনি বেয়ারস্টোর ওপেনিং জুটি। পাওয়ার প্লের শেষ বলে প্রভসিমরন আউট হয়ে গেলেও নাইট বোলারদের হাঁফ ফেলতে দেননি বেয়ারস্টো। শশাঙ্ক সিং ২৮ বলে ৬৮ রানের সাইক্লোনে নাইটদের কফিনে শেষ পেরেক পুঁতে দেন।