সানরাইজার্স হায়দরাবাদ: ১৫৯/১০
কেকেআর: ১৬৪/২
KKR vs SRH Highlights, IPL 2024 Qualifier 1: নামেই প্লে অফ। কোনও লড়াই-ই হল না। ড্যাং ড্যাং করে ফাইনালে পৌঁছে গেল কেকেআর। গোটা টুর্নামেন্ট জুড়েই অপ্রতিরোধ্য নাইটরা। গোটা দেশের সমস্ত স্টেডিয়ামে রাজত্ব চালিয়েছে শাহরুখের দল। এবার খোদ জয় শাহের ডেরায় তান্ডব চালানো পারফরম্যান্স কলকাতা নাইট রাইডার্স-এর।
ফিল সল্ট নেই। তাতে কী! কেকেআরকে থামাতে পারল না দুর্ধর্ষ হায়দরাবাদও। মিচেল স্টার্কের গতিতে থেঁতলে গিয়েছিল শুরুতেই। তারপর সেই হাঁসফাঁস চক্রব্যূহ থেকে বেরোতে পারল না প্যাট কামিন্সের দল। কোনওরকমে ১৫৯ তুলেছিল হায়দরাবাদ। সেই রান কেকেআর তুলল মাত্র ১৩.৪ ওভারে। মাত্র ২ উইকেট হারিয়ে। ভেঙ্কটেশ আইয়ার এবং ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার দুজনেই হাফসেঞ্চুরি হাঁকিয়ে গেলেন।
২৫ কোটি টাকা দিয়ে গম্ভীর কেন স্টার্ক-কে কিনেছেন নিলাম থেকে। কার্যত প্রত্যেক ম্যাচেই জবাবদিহি করতে হচ্ছিল নাইটদের। গোটা টুর্নামেন্ট জুড়েই কার্যত গলার কাঁটা হয়ে ছিলেন অজি স্পিডস্টার। কেন তিনি অপ্রতিরোধ্য কেকেআরের জার্সিতে গত কয়েক ম্যাচেই বুঝিয়ে দিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং স্রেফ বশ্যতা শিকার করল স্টার্কের ওপেনিং স্পেলের সামনে। গোটা টুর্নামেন্ট জুড়েই বোলারদের ত্রাস হয়ে ওঠা হায়দরাবাদের ওপেনিং জুটি অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড এদিন টিকল মাত্র ১১ বল। হেড ফিরলেন ইনিংসের দ্বিতীয় বলে। স্বদেশীয় স্টার্কের অবিশ্বাস্য ম্যাজিক ডেলিভারিতে। আর অভিষেক শর্মাকে বড় শট হাঁকাতে গিয়ে ফিরতে হল দ্বিতীয় ওভারেই।
সেই যে হায়দরবাদের বিপর্যয়ের শুরু, তা আর থামানো যায়নি। মাত্র দুটো পার্টনারশিপে হায়দরাবাদ দলীয় স্কোর দেড়শ পার করল। ৩৯/৪ হয়ে যাওয়ার পর রাহুল ত্রিপাঠি এবং হেনরিখ ক্ল্যাসেনের ৬২ রানের এবং দশম উইকেটে প্যাট কামিন্স মরিয়া হয়ে বৈশাকান্তকে সঙ্গে নিয়ে ৩৩ রানের জুড়ি না ঘটলে আরও আগেই নটে গাছটি মুড়ে যেত।
রাহুল ত্রিপাঠি একমাত্র ভরসা জাগানোর ইনিংস খেলে গেলেন। ৩৫ বলে ৫৫ করে একা দলকে টানছিলেন তিনি। আব্দুল সামাদের সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে ভুল বোঝাবুঝিতে রান আউট না হলে হায়দরাবাদ ইনিংস আরও গতি পেত, সন্দেহ নেই। ক্ল্যাসেন বরুণ চক্রবর্তীর লেন্থ বল হাঁকাতে গিয়ে আউট হয়ে ফিরলেন।
সামান্য রান। সামান্য টার্গেট চেজ করতে কোনও সমস্যাই হয়নি।।সল্টের জায়গায় খেলতে নেমে গুরবাজ ১৪ বলে ২৩ রানের পার্টনারশিপে নাইটদের গতি ধরিয়ে যান। তারপর ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার মিলে খেলা একদম টেনশন ফ্রি করে দেন।