/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/srh-rr.webp)
SRH vs RR IPL 2024 Sunrisers Hyderabad vs Rajasthan Royals Highlights: ফাইনালে পোঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ (আইপিএল)
SRH vs RR Highlights, IPL 2024 Qualifier 2: ব্যাটে-বলে অপ্রতিরোধ্য বাংলার তারকা শাহবাজ আহমেদ। শাহবাজের অলরাউন্ড পারফরমেন্সে ভর করেই ফাইনালে পৌঁছে গেল প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান ছিটকে গেল ৩৬ রানে হেরে। ফাইনালে কেকেআরের মুখোমুখি অরেঞ্জ বাহিনী।
হায়দরাবাদের ১৭৫ রান চেজ করতে নেমে রাজস্থান পাওয়ার প্লেতে ফেভারিট হিসাবেই এগিয়ে যাচ্ছিল। ক্যাডমোর আউট হলেও ক্রিজে ছিলেন জয়সওয়াল। মারমুখী মেজাজেই ছিলেন যশস্বী।
তবে পাওয়ার প্লের পরের একটা স্পেল পুরোপুরি ছিটকে দেয় রাজস্থানকে। শাহবাজ আক্রমণে এসেই তুলে নেন হাফসেঞ্চুরির ঠিক আগে দাঁড়িয়ে থাকা যশস্বীকে। এরপরে তৃতীয় ওভারে বাংলার স্পিনারের ঘূর্ণিতে শিকার হয়ে যান চলতি সিজনে উঠতি ভারতীয়দের মধ্যে সবথেকে ধারাবাহিক রিয়ান পরাগকে। সেই ওভারেই অশ্বিনকে ফেরান তিনি। সবমিলিয়ে ৪ ওভারের কোটায় শাহবাজ ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিলেন। তাঁর সেই মারণ-স্পেলের পর আর ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল রয়্যালসদের। তা হয়-ও-নি।
আরও পড়ুন: USA-র মাঠে ফেসিলিটি পাইনি! যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারতেই বিস্ফোরক অজুহাত সাকিবের
মাঝে সঞ্জু স্যামসন-ও অভিষেক শর্মার বোলিংয়ের শিকার হয়ে যান। ৬৫ থেকে ৭৯- ১৪ রান যোগ করার ফাঁকে রাজস্থান ৫ উইকেট হারায়। শিমরণ হেটমায়ার, রভম্যান পাওয়েলকে ফিনিশিং করার জন্য ব্যবহার করছে রাজস্থান। তবে দুই ক্যারিবীয় তারকার স্ট্রাইক রেট-ই এদিন একশোর কম।
বরং একা চোয়াল চাপা লড়াই চালিয়ে গেলেন ধ্রুব জুরেল। ৩৫ বলে ৫৬ করে ইনিংসের শেষে অপরাজিত থাকলেন। একটা সময় ধ্রুব জুরেল ম্যাচ জেতানোর আশা বাঁচিয়ে রেখেছিলেন মরু শহরের হয়ে। তবে অন্যপ্রান্তে যোগ্য সহায়তার অভাব প্রকট হয়ে দাঁড়ায়।
চেন্নাইয়ের পিচ বরাবর স্পিন সহায়ক। হায়দরাবাদে আবার স্পেশালিস্ট স্পিনার নেই। তাই শাহবাজের সঙ্গেই মাঝের ওভারে অনিয়মিত স্পিনার অভিষেক শর্মাকে জুড়ে দিয়েছিলেন ক্যাপ্টেন কামিন্স। সেই জুটিই সোনা ফলাল। শাহবাজ যেমন তিন শিকার করলেন সেই মোড় ঘোরানো স্পেলে, তেমন অভিষেকের টার্ন সামলাতে পারলেন না সঞ্জু স্যামসন, রভম্যান পাওয়েল। দুজনে ৪৭ রানের বিনিময়ে তুললেন ৫ উইকেট।
তার আগে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৭৫ তুলে দেয় ট্র্যাভিস হেড (২৮ বলে ৩৪), রাহুল ত্রিপাঠি (১৫ বলে ৩৭) এবং হেনরিখ ক্ল্যাসেনের (৩৪ বলে ৫০) ব্যাটে ভর করে। শেষদিকে শাহবাজ ১৮ বলে ১৮ করে দলকে ১৭৫ পর্যন্ত টেনে দেন। রাজস্থানের হয়ে তিনটে করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং আবেশ খান। জোড়া শিকার সন্দীপ শর্মার। চেন্নাইয়ের স্পিন ফ্রেন্ডলি পিচে শাহবাজ এবং অভিষেকের মত অনিয়মিত স্পিনার যেখানে ঘূর্ণিতে নাজেহাল করল প্রতিপক্ষ ব্যাটারদের সেখানে রাজস্থানের অশ্বিন, চাহালরা ৮ ওভারে খরচ করলেন ৭৭ রান। কোনও উইকেট ছাড়াই। ম্যাচে এটাই ফারাক হয়ে গেল শেষমেশ।