IPL point table update: কেকেআরের সঙ্গেই প্লে অফে উঠল এই ফ্র্যাঞ্চাইজি! ধোনি-কোহলিদের ব্লকবাস্টার ম্যাচই সেমিফাইনাল

Delhi Capitals, Lucknow Super Giants unlikely to reach playoffs: লখনৌ হারের হ্যাটট্রিক করে ফেলল। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে কেএল রাহুলরা। শেষ ম্যাচে লখনৌ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে। তবে নেট রানরেট দিল্লির থেকেও খারাপ এলএসজির (-০.৭৮৭)। টানা দুই ম্যাচ জিতে লখনৌয়ের সুযোগ ছিল প্লে অফে পৌঁছনোর রাস্তা প্রশস্থ করার। তবে দুর্বল রানরেটের কারণে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় লখনৌয়ের।

Delhi Capitals, Lucknow Super Giants unlikely to reach playoffs: লখনৌ হারের হ্যাটট্রিক করে ফেলল। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে কেএল রাহুলরা। শেষ ম্যাচে লখনৌ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে। তবে নেট রানরেট দিল্লির থেকেও খারাপ এলএসজির (-০.৭৮৭)। টানা দুই ম্যাচ জিতে লখনৌয়ের সুযোগ ছিল প্লে অফে পৌঁছনোর রাস্তা প্রশস্থ করার। তবে দুর্বল রানরেটের কারণে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় লখনৌয়ের।

IE Bangla Sports Desk & Subhasish Hazra
New Update
IPL 2024 Points table: Delhi Capitals and Lucknow Super Giants all but out, RR qualify

মঙ্গলবারের ফলাফল থেকে সবচেয়ে বেশি উপকৃত হওয়া দলটি ছিল রাজস্থান রয়্যালস, যারা দুটি লিগ খেলা হাতে রেখে প্লে-অফ যোগ্যতা নিশ্চিত করেছিল, (স্পোর্টজপিক্স)

IPL Point Table 2024, Team Rankings: দিল্লি ক্যাপিটালস ১৯ রানে জিতল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। তবে দুই দলের কেউই প্লে অফে যাচ্ছে না। অরুণ জেটলি স্টেডিয়ামের ম্যাচের ফলাফল সুসংবাদ বয়ে আনল রাজস্থান রয়্যালসের জন্য। দুই ম্যাচ বাকি থাকতেই প্লে অফ নিশ্চিত হয়ে গেল সঞ্জু স্যামসন বাহিনীর।

Advertisment

সমস্ত ম্যাচ খেলা হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের। লিগ টেবিলের পঞ্চম স্থানেও উঠে এসেছেন ঋষভ পন্থরা। পয়েন্ট তালিকায় সানরাইজার্স হায়দরাবাদ এবং সিএসকের সমান সমান। তবে নেট রানরেট শোচনীয় (-০.৩৭৭)। সানরাইজার্স যদি বাকি দুই ম্যাচে সম্মিলিতভাবে ২০০ বা তাঁর বেশি রানে পরাজয় বরণ করে তাহলে সুযোগ থাকছে দিল্লির। যা কার্যত অসম্ভব।

অন্যদিকে, লখনৌ হারের হ্যাটট্রিক করে ফেলল। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে কেএল রাহুলরা। শেষ ম্যাচে লখনৌ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে। তবে নেট রানরেট দিল্লির থেকেও খারাপ এলএসজির (-০.৭৮৭)। টানা দুই ম্যাচ জিতে লখনৌয়ের সুযোগ ছিল প্লে অফে পৌঁছনোর রাস্তা প্রশস্থ করার। তবে দুর্বল রানরেটের কারণে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় লখনৌয়ের।

Advertisment

সিএসকে এবং আরসিবি দুই দলই আপাতত অধীর আগ্রহে অপেক্ষায় নিজেদের ম্যাচের ফলাফলের। দুই দলের সামনেই পেল অফে পৌঁছনোর মোক্ষম সুযোগ রয়েছে। কেকেআর এবং রাজস্থান শেষ চারে পৌঁছে যাওয়ার পর আপাতত লড়াই সীমাবদ্ধ হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুর।

DC বনাম LSG ম্যাচের পরে আইপিএল 2024 পয়েন্ট টেবিল আপডেট করা হয়েছে

পদদলম্যাচ খেলেছেজয়ক্ষতিএনআরআরজন্যবিরুদ্ধেপয়েন্টসাম্প্রতিক ফর্ম
1.কেকেআর13931.4282389/225.02135/232.219N,W,W,W,W
2.আরআর12840.3492190/232.12165/238.216L, L, L, W, W
3.সিএসকে13760.5282333/254.42197/254.314W,L,W,L,W
4.এসআরএইচ12750.4062390/227.52385/236.314W,L,W,L,L
5.ডিসি1477-0.3772573/267.02762/275.514W,L,W,L,W
6.আরসিবি13670.3872540/249.02455/250.112W,W,W,W,W,W
7.এলএসজি1367-0.7872269/257.52325/242.312L, L, L, W, L
8.জিটি1357-1.0632040/238.22101/218.211N,W,L,L,L
9.এমআই1349-0.2712372/248.52446/249.38L,W,L,L,L
10.পিবিকেএস1248-0.4232128/235.42253/238.28L,L,W,W,L

প্লে অফের দৃশ্যকল্প

কলকাতা, রাজস্থান, চেন্নাই এবং হায়দরাবাদ বর্তমানে লিগ টেবিলের শীর্ষ চারে থাকা দল। প্রথম দুইয়ে থাকা দল কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। জয়ী দল পৌঁছবে ফাইনালে। তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দল খেলবে এলিমিনেটর-এ। জয়ী দল প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল ফাইনাল খেলবে ২৬ মে।

আইপিএল 2024 এর পরবর্তী ম্যাচ

আগামী বুধবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে।

RCB CSK IPL Delhi Capitals Lucknow Super Giants LSG IPL 2024