IPL Point Table 2024, Team Rankings: দিল্লি ক্যাপিটালস ১৯ রানে জিতল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। তবে দুই দলের কেউই প্লে অফে যাচ্ছে না। অরুণ জেটলি স্টেডিয়ামের ম্যাচের ফলাফল সুসংবাদ বয়ে আনল রাজস্থান রয়্যালসের জন্য। দুই ম্যাচ বাকি থাকতেই প্লে অফ নিশ্চিত হয়ে গেল সঞ্জু স্যামসন বাহিনীর।
সমস্ত ম্যাচ খেলা হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের। লিগ টেবিলের পঞ্চম স্থানেও উঠে এসেছেন ঋষভ পন্থরা। পয়েন্ট তালিকায় সানরাইজার্স হায়দরাবাদ এবং সিএসকের সমান সমান। তবে নেট রানরেট শোচনীয় (-০.৩৭৭)। সানরাইজার্স যদি বাকি দুই ম্যাচে সম্মিলিতভাবে ২০০ বা তাঁর বেশি রানে পরাজয় বরণ করে তাহলে সুযোগ থাকছে দিল্লির। যা কার্যত অসম্ভব।
অন্যদিকে, লখনৌ হারের হ্যাটট্রিক করে ফেলল। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে কেএল রাহুলরা। শেষ ম্যাচে লখনৌ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে। তবে নেট রানরেট দিল্লির থেকেও খারাপ এলএসজির (-০.৭৮৭)। টানা দুই ম্যাচ জিতে লখনৌয়ের সুযোগ ছিল প্লে অফে পৌঁছনোর রাস্তা প্রশস্থ করার। তবে দুর্বল রানরেটের কারণে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় লখনৌয়ের।
সিএসকে এবং আরসিবি দুই দলই আপাতত অধীর আগ্রহে অপেক্ষায় নিজেদের ম্যাচের ফলাফলের। দুই দলের সামনেই পেল অফে পৌঁছনোর মোক্ষম সুযোগ রয়েছে। কেকেআর এবং রাজস্থান শেষ চারে পৌঁছে যাওয়ার পর আপাতত লড়াই সীমাবদ্ধ হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুর।
DC বনাম LSG ম্যাচের পরে আইপিএল 2024 পয়েন্ট টেবিল আপডেট করা হয়েছে
পদ |
দল |
ম্যাচ খেলেছে |
জয় |
ক্ষতি |
এনআরআর |
জন্য |
বিরুদ্ধে |
পয়েন্ট |
সাম্প্রতিক ফর্ম |
1. |
কেকেআর |
13 |
9 |
3 |
1.428 |
2389/225.0 |
2135/232.2 |
19 |
N,W,W,W,W |
2. |
আরআর |
12 |
8 |
4 |
0.349 |
2190/232.1 |
2165/238.2 |
16 |
L, L, L, W, W |
3. |
সিএসকে |
13 |
7 |
6 |
0.528 |
2333/254.4 |
2197/254.3 |
14 |
W,L,W,L,W |
4. |
এসআরএইচ |
12 |
7 |
5 |
0.406 |
2390/227.5 |
2385/236.3 |
14 |
W,L,W,L,L |
5. |
ডিসি |
14 |
7 |
7 |
-0.377 |
2573/267.0 |
2762/275.5 |
14 |
W,L,W,L,W |
6. |
আরসিবি |
13 |
6 |
7 |
0.387 |
2540/249.0 |
2455/250.1 |
12 |
W,W,W,W,W,W |
7. |
এলএসজি |
13 |
6 |
7 |
-0.787 |
2269/257.5 |
2325/242.3 |
12 |
L, L, L, W, L |
8. |
জিটি |
13 |
5 |
7 |
-1.063 |
2040/238.2 |
2101/218.2 |
11 |
N,W,L,L,L |
9. |
এমআই |
13 |
4 |
9 |
-0.271 |
2372/248.5 |
2446/249.3 |
8 |
L,W,L,L,L |
10. |
পিবিকেএস |
12 |
4 |
8 |
-0.423 |
2128/235.4 |
2253/238.2 |
8 |
L,L,W,W,L |
প্লে অফের দৃশ্যকল্প
কলকাতা, রাজস্থান, চেন্নাই এবং হায়দরাবাদ বর্তমানে লিগ টেবিলের শীর্ষ চারে থাকা দল। প্রথম দুইয়ে থাকা দল কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। জয়ী দল পৌঁছবে ফাইনালে। তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দল খেলবে এলিমিনেটর-এ। জয়ী দল প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল ফাইনাল খেলবে ২৬ মে।
আইপিএল 2024 এর পরবর্তী ম্যাচ
আগামী বুধবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে।