Kolkata Knight Riders vs Mumbai Indians: শনিবার রাতে ইডেনে খেলা ছিল কলকাতা বনাম মুম্বইয়ের। সেই ম্যাচেই আইপিএলের শৃঙ্খলা সংক্রান্ত নিয়মভঙ্গের জন্য শাস্তি দেওয়া হল কেকেআরের মিডিয়াম পেসার রামনদীপ সিংকে।
আইপিএলের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আইপিএলের কোড অফ কনড্যাক্টের ২.২০ ধারার নিয়ম ভঙ্গ করেছেন কেকেআর তারকা। যা লেভেল ওয়ান পর্যায় ভুক্ত অপরাধ। এই পর্যায়ের শৃংখলাভঙ্গের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। তবে কী কারণে রামনদীপের শাস্তি, তা নির্দিষ্ট করে বলা হয়নি আইপিএলের প্রেস রিলিজে।
কেকেআর দুর্ধর্ষ খেলে শনিবার রাতেই প্ৰথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। কেকেআর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬ ওভারে ১৫৭/৭ তুলেছিল প্ৰথমে ব্যাট করে। জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ১৩৯/৮-এর বেশি তুলতে পারেনি।
শনিবার রাতেও ইডেন দেখেছে রামনদীপের ম্যাজিক। চলতি সিজনে লোয়ার অর্ডারে বারবার তিনি নিজেকে প্রমাণ করেছেন। মুম্বই ম্যাচে ডেথ ওভারে নেমে ৮ বলে ১৭ রানের ক্যামিও উপহার দিয়ে নাইটদের ১৫৭-এ পৌঁছে দিতে সাহায্য করেন। এরপরে মুম্বই ১৩৯/৮-এর বেশি করতে পারেনি। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চলতি আইপিএলের প্ৰথম দল হিসেবে প্লে অফ খেলা নিশ্চিত করল কেকেআর। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে এখনও প্ৰথম দুই স্থান নিশ্চিত নয় নাইটদের। বাকি দুই ম্যাচের একটিতে জিতলে অবশ্য সেটিও কনফার্ম হয়ে যাবে।