Advertisment

Kohli security threat: কোহলিকে নিয়ে ধুন্ধুমার কাণ্ড, অনুশীলন, প্রেস কনফারেন্স বাতিল করল RCB! মেগা ম্যাচের আগেই বিরাট আপডেট

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, eliminator: অনুশীলন এবং প্রেস কনফারেন্স বাতিলের পিছনে গুজরাট পুলিশের তরফে নাকি কোহলির নিরাপত্তা সংশয়ের কথা জানানো হয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার কারণে আহমেদাবাদেই চার জনকে আটক করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB, Virat Kohli

RCB-Virat Kohli: রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরসিবি এবং জিটি-র মধ্যে আইপিএল ক্রিকেট ম্যাচ চলাকালীন ব্যাট করছেন আরসিবি-র বিরাট কোহলি। (নির্মল হরিন্দ্রনের এক্সপ্রেস ছবি)

RCB cancels practice session: রাজস্থান রয়্যালসের বিপক্ষে এলিমিনেটরে খেলতে নামছে আরসিবি। তার আগেই বড় আপডেট। কোহলির নিরাপত্তা সংশয় আচ্ছন্ন করে ফেলল গোটা আইপিএলকে। তড়িঘড়ি আরসিবি সমস্ত অনুশীলন তো বটেই এমনকি সাংবাদিক সম্মেলনও বাতিল করে দেয়।

Advertisment

সর্বভারতীয় এক মিডিয়ায় বলা হয়েছে, ম্যাচের আগের দিন প্রথাগত সাংবাদিক সম্মেলন করেনি আরসিবি। তারপরেই হচকচিয়ে দেওয়ার মত ঘটনা প্রকাশ্যে আসে।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলন এবং প্রেস কনফারেন্স বাতিলের পিছনে গুজরাট পুলিশের তরফে নাকি কোহলির নিরাপত্তা সংশয়ের কথা জানানো হয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার কারণে আহমেদাবাদেই চার জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: দুধেভাতে ইউএসএ-র কাছে হেরে ভূত বাংলাদেশ! বিদেশের মাটিতে গিয়েই বিড়ালরূপে আবির্ভূত টাইগাররা

পুলিশ আধিকারিক বিজয় সিং জ্বালা বলেছেন, "কোহলি এখানে পৌঁছে তাঁর নিরাপত্তার বিষয়টি জানতে পারেন। উনি জাতীয় সম্পদ। ওঁর নিরাপত্তা অগ্রাধিকার পাবে। আরসিবি কোনও ঝুঁকি নিতে চায়নি। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, অনুশীলন করবে না দল। রাজস্থানকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। তবে ওঁরা অনুশীলন চালিয়ে গিয়েছে।

আরসিবি টিম হোটেলের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এমনকি আইপিএল স্বীকৃত ব্যক্তিদেরও টিম হোটেলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। গ্রিন করিডর তৈরি করে রাজস্থান রয়্যালসকে মাঠে আনার ব্যবস্থা করা হয়। যদিও চাহাল, অশ্বিন, রিয়ান পরাগরা অনুশীলনে নামেননি। অনুশীলনে নামতে দেরি হয় ক্যাপ্টেন সঞ্জু স্যামসনেরও। বুধবার এলিমিনেটর ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

IPL Royal Challengers Bangalore Virat Kohli RCB IPL 2024
Advertisment