Advertisment

Dhoni insulted by RCB: জয়ের মঞ্চেই ধোনিকে অসম্মান আরসিবির! ক্ষোভে ফেটে পড়লেন ইংল্যান্ডের কিংবদন্তি, ভয়ঙ্কর অভিযোগে উত্তাল IPL

RCB players disrespect Dhoni: মাঠেই উগ্র উদযাপনে মেতে ওঠেন আরসিবির তারকারা। তবে মাঠের মধ্যে সেলিব্রেশনের এমন চড়া মেজাজ ছিল যে আরসিবি তারকারা বেশ কিছু সৌজন্য সম্ভবত ভুলে গিয়েছিলেন। মাঠ থেকে যে চিত্র পাওয়া গিয়েছে, তাতেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dhoni insulted by RCB

RCB slammed for Sportsmanship: মাঠের মধ্যে ধোনিকে অপমান করার অভিযোগ উঠল আরসিবি তারকাদের বিরুদ্ধে (আইপিএল)

Royal Challengers Bengaluru players celebrations: অসম্ভবকে সম্ভব করেছে আরসিবি। আইপিএলের ফার্স্ট স্টেজে লিগ তালিকায় শেষস্থানে ছিল আরসিবি। সেখান থেকেই জাদু-উত্থান ঘটিয়েছেন কোহলিরা। টানা হাফডজন ম্যাচ জিতে চতুর্থ স্থানে ফিনিশ করে প্লে অফ অর্জন করেছে লাল জার্সিধারীরা। আর সিএসকের বিরুদ্ধে সমীকরণ মেনে জয় ছিনিয়ে নেওয়ার পর আনন্দ আর বাঁধ মানেনি কোহলি-দু প্লেসিসদের।

Advertisment

Vaughan and Bhogle Slam RCB: মাঠেই উগ্র উদযাপনে মেতে ওঠেন আরসিবির তারকারা। তবে মাঠের মধ্যে সেলিব্রেশনের এমন চড়া মেজাজ ছিল যে আরসিবি তারকারা বেশ কিছু সৌজন্য সম্ভবত ভুলে গিয়েছিলেন। মাঠ থেকে যে চিত্র পাওয়া গিয়েছে, তাতেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

আরসিবির এই বিষয়টি ভালভাবে নেননি ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে এবং প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। দুজনেই মনে করছেন, মাঠে উদযাপনে মেতে ওঠার আগে আরসিবি ক্রিকেটারদের উচিত ছিল ধোনির সঙ্গে অন্তত সৌজন্যমূলক করমর্দন সেরে রাখা। বিশেষ করে পরের সিজনে তাঁর খেলা নিয়ে যেখানে সংশয় রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট থেকেই অবসর গ্রহণ করেছেন মহাতারকা। একমাত্র আইপিএলেই দেখা যায় তাঁকে।

ক্রিকবাজকে মাইকেল ভন বলে দিয়েছেন, "ওঁদের আরও সচেতন থাকা উচিত ছিল। আমরা জানি না, এটাই ধোনির শেষ আইপিএল কিনা! আরসিবি তারকারা গোটা স্টেডিয়াম ঘুরে বেরিয়ে হ্যান্ডস্ট্যান্ড করছিল। সেই সময় ওঁদের উচিত ছিল কিংবদন্তির জন্য অপেক্ষা করা। তারপর করমর্দন শেষে নিজেদের মত করে কার্টহুইল, হ্যান্ডস্ট্যান্ড করুক না ওরা!"

এখানেই না থেমে ইংল্যান্ডের প্রাক্তন তারকা আরও বলেছেন, "ও একজন আইকনিক তারকা। আমি কখনই আরসিবি প্লেয়ার হতে চাইব না। সকালে উঠে হঠাৎ করে যদি ভাবতে না হয়, 'আরে ওয়েট এ মিনিট। ধোনি অবসর ঘোষণা করল। আমাদের সেই সৌজন্য হল না সামান্য করমর্দন করার!"

জানা গিয়েছে সেলিব্রেশনের আতিশয্য মিটে যাওয়ার পর আরসিবি তারকারা ধোনির সঙ্গে সাক্ষাৎ করে করমর্দন করেন। যাইহোক, হর্ষ ভোগলেও ভনের বক্তব্যে সহমত হয়েছেন, "এটা ব্যাপার নয়। তুমি ওয়ার্ল্ড কাপ ফাইনালে জিততে পারো। আবেগ প্রকাশে করতে বাধা নেই। তা সত্ত্বেও কিন্তু প্রতিপক্ষের সঙ্গে সৌজন্য করমর্দন করা উচিত। এই হাত মেলানো আসলে একটা প্রতীক যেখানে অনুচ্চারে বলা হয়, 'আমাদের বৈরিতা এখন খতম। মাঠে এক ইঞ্চিও জায়গা ছেড়ে দিইনি আমরা। তবে এটা শেষ।"

RCB Chennai Super Kings CSK MS DHONI Royal Challengers Bangalore IPL IPL 2024
Advertisment