Advertisment

RCB Playoff: প্লে অফে খেলছে RCB, অভাবনীয় পরিস্থিতিতে শেষ চারে কোহলিরাই! অসম্ভব কীভাবে সম্ভব, জানুন ম্যাচ বাই ম্যাচ

RCB Playoff Chances in IPL 2024: গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে জেতাও যথেষ্ট নয়, বাকি ম্যাচের ফলাফলের ওপরেও নির্ভর করে থাকতে হবে। আপাতত ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইপিএলের লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে আরসিবি।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB playoffs scenarios: captain Faf du Plessis and Virat Kohli celebrate a Punjab Kings wicket.

RCB এর অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) 2024 টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ চলাকালীন পাঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোনের উইকেট উদযাপন করছেন, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে, বৃহস্পতিবার, 9 মে, 2024 (পিটিআই ছবি)

.Royal Challengers Bangalore playoff scenarios: কোহলির ৪৭ বলে ৯২ রানের ঝড়ের সৌজন্যে আরসিবি বৃহস্পতিবার ধর্মশালায় ৬০ রানে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। এই জয়ে প্লে অফে খেলার জন্য নিজেদের দাবি আরও জোরালোভাবে উপস্থাপন করলেন কোহলি-দু প্লেসিসরা। স্রেফ প্লে অফের খেলার সম্ভবনা বাঁচিয়ে রাখাই নয়, বৃহস্পতিবারের জয়ে আরসিবির নেট রান রেট বেশ ভালো জায়গায় পৌঁছে গেল- +০.২১৭।

Advertisment

তবে গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে জেতাও যথেষ্ট নয়, বাকি ম্যাচের ফলাফলের ওপরেও নির্ভর করে থাকতে হবে। আপাতত ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইপিএলের লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে আরসিবি। বাকি দুই ম্যাচেই সুবিধাজনক জায়গায় আরসিবি। কারণ দুই ম্যাচই বেঙ্গালুরুকে খেলতে হবে ঘরের মাঠ চিন্নাস্বামীতে। দেখে নেওয়া যাক, লিগ টেবিলে কোন দল কেমন পজিশনে রয়েছে-

আরসিবি পিবিকেএস-কে হারানোর পরে আইপিএল 2024 পয়েন্ট টেবিল আপডেট করা হয়েছে

পদ দল ম্যাচ খেলেছে জয় ক্ষতি এনআরআর পয়েন্ট
1. কেকেআর 11 8 3 1.453 16
2. আরআর 11 8 3 0.476 16
3. এসআরএইচ 12 7 5 0.406 14
4 সিএসকে 11 6 5 0.700 12
5. ডিসি 12 6 5 -0.316 12
6. এলএসজি 12 6 6 -0.769 12
7. আরসিবি 12 5 7 0.217 10
8. এমআই 12 4 8 -0.212 8
9. পিবিকেএস 12 4 8 -0.423 8
10. জিটি 11 3 8 -1.320 8

.

.

ওপরের টেবিল থেকেই স্পষ্ট, আরসিবিকে বাকি দুই ম্যাচে জিততেই হবে। জোড়া জয়ে আরসিবি পৌঁছবে ১৪ পয়েন্টে। এরপরেই আরসিবিকে বাকি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে।

বাকি আইপিএলের ম্যাচ এবং RCB-এর জন্য কী সমীকরণ রয়েছে, দেখে নেওয়া যাক:

গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস: জিটিকে জিততে হবে, এতে CSK-এর পয়েন্ট ১২-এ আটকে থাকবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স: এই ম্যাচ আরসিবি-র সম্ভাবনায় খুব বেশি প্রভাব ফেলবে না। কারণ কেকেআর ইতিমধ্যেই প্লেঅফ স্পট নিশ্চিত করে ফেলেছে। মুম্বই এই মুহূর্তে সর্বোচ্চ ১২ পয়েন্টে পৌঁছাতে পারে। আইপিএল ২০২৪-এর প্লে অফের রেস থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়া প্রথম দল ছিল হার্দিক বাহিনী।

চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস: সিএসকেকে আরআরের কাছে হারতে হবে যাতে তাদের পয়েন্ট ১২-এ আটকে থাকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস: ১২ পয়েন্ট অর্জন করার জন্য বেঙ্গালুরুকে জিততেই হবে।

গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স: আরেকটি খেলা যা আরসিবির ভাগ্যের উপর সামান্য প্রভাব ফেলতে পারে।

দিল্লি ক্যাপিটালস বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: যে দলই জিতবে, সেই দলই ১৪ পয়েন্টে পৌঁছবে। তাই এই ম্যাচে RCB সমর্থকদের কড়া নজর রাখতে হবে। আরসিবির আশা, এই ম্যাচের বিজয়ী দল যেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে যায়।

রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস: আরেকটি খেলা যা RCB এর ভাগ্যের উপর সামান্য প্রভাব ফেলতে পারে।

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাট টাইটানস: গুজরাট যদি এসআরএইচকে বিপর্যস্ত করতে পারে তবে হায়দরাবাদ ১৪ পয়েন্টে আটকে থাকবে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস: আরসিবি আশা করবে মুম্বই যেন এলএসজিকে পরাজিত করে যাতে তাঁদের বিশাল সুবিধা হয়।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস: ১৪ পয়েন্ট পেতে বেঙ্গালুরুকে জিততেই হবে।

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস: আরসিবি আশা করবে পাঞ্জাব যেন এসআরএইচকে হারায়।

রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স: এই ম্যাচে আরসিবির প্লে অফে ওঠার জন্য সরাসরি কোনও প্রভাব ফেলবে না। তবে ওপরের ফলাফল যদি আরসিবির অনুকূলে থাকে, এবং আরসিবি যদি প্লে অফের জন্য কোয়ালিফাই করে, তাহলে এই ম্যাচটি নির্ধারণ করবে প্লে অফে কোন দলের মুখোমুখি হবেন কোহলিরা।

IPL RCB IPL 2024 Royal Challengers Bangalore
Advertisment