Advertisment

Kohli-Gill push: মাঠেই বাধা, কাঁধ দিয়ে সরাসরি ধাক্কা! গিলের সঙ্গে অসভ্যতায় সীমা ছাড়ালেন কোহলি, ভিডিও দেখে তাজ্জব সবাই

RCB vs Gujarat Titans: কোহলি আরও একটা হাফসেঞ্চুরি করলেন। সবমিলিয়ে ১০ ইনিংসে কোহলির নামের পাশে চার ফিফটি এবং একটি সেঞ্চুরি। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনিই আপাতত শীর্ষে। ৫০০ প্লাস রান করে ফেলেছেন তিনি ইতিমধ্যেই। এই নিয়ে সপ্তমবারের মত কোহলি আইপিএলে একটি সংস্করণে ৫০০ প্লাস রান করলেন। সর্বাধিকবারের কীর্তিতে ছুঁয়ে ফেলেছেন ডেভিড ওয়ার্নারকেও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill, Virat Kohli, RCB vs Gujarat Titans

Virat Kohli interrupts Shubman Gill: মাঠে গিলকে ধাক্কা দিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন কোহলি (টুইটার)

Virat Kohli controversy: কোহলি মানেই বিতর্ক। গরমা গরম খবর। গুজরাট টাইটান্স ম্যাচেও তার ব্যত্যয় হল না। ফিল্ডিং করার সময়ে মাঠে গুজরাটের শাহরুখ খানকে সেন্ড অফ দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। সেই ঘটনার সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরও এক ভিডিও।

Advertisment

যে ভিডিওয় কোহলিকে দেখা যাচ্ছে গিলের সঙ্গে খুনসুটি করতে। ম্যাচে গুজরাট টাইটান্স স্রেফ পাত্তা পায়নি আরসিবির ব্যাটিং বিক্রমের কাছে। পাওয়ার প্লেতে ক্যাপ্টেন ফাফ দু প্লেসিসকে হারাতে হলেও বড় রান চেজ করার সময় সমস্যা হয়নি কোহলিদের। কোহলি ইনিংসের হাল ধরার কাজ করেন। আর সুপার সাইক্লোন ইনিংসে মাত্র ৪১ বলে সেঞ্চুরি করে গুজরাটের লক্ষ্যমাত্রা হাস্যকর পর্যায়ে নামিয়ে দেন।

কোহলি আরও একটা হাফসেঞ্চুরি করলেন। সবমিলিয়ে ১০ ইনিংসে কোহলির নামের পাশে চার ফিফটি এবং একটি সেঞ্চুরি। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনিই আপাতত শীর্ষে। ৫০০ প্লাস রান করে ফেলেছেন তিনি ইতিমধ্যেই। এই নিয়ে সপ্তমবারের মত কোহলি আইপিএলে একটি সংস্করণে ৫০০ প্লাস রান করলেন। সর্বাধিকবারের কীর্তিতে ছুঁয়ে ফেলেছেন ডেভিড ওয়ার্নারকেও। আরসিবির টানা দ্বিতীয় জয়ে প্লে অফের সম্ভবনা বাঁচিয়ে রেখেছেন কোহলিরা।

আরও পড়ুন: যা বেরো মাঠ থেকে! গুজরাট সুপারস্টারের সঙ্গে মাঠেই অসভ্যতা কোহলির, ঝড় উঠল এক কাণ্ডেই, দেখুন

তবে এই ম্যাচেও কোহলিত কাণ্ড নজর কাড়ল। তিনি এবং উইল জ্যাকস যখন ব্যাট করছিলেন সেই সময় জুটি ভাঙার আপ্রাণ চেষ্টা করছিলেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। বারবার ফিল্ডিং অদল বদল করছিলেন, বোলারদের সঙ্গে আলোচনা সারছিলেন। সিরিয়াস গিলের অধিনায়কত্বে সেই সময় সরাসরি বাধা দেন কোহলি। গিল অবশ্য নিজের ফোকাস বজায় রেখে অধিনায়কত্ব করে চলেছিলেন।

কোহলির দিকে প্রত্যুত্তরে হালকা হেসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। সেভাবে প্রত্যুত্তর না পেয়ে কোহলিকে দেখা যায় জাতীয় দলের সতীর্থের কাঁধে হালকা ধাক্কা দিতে। পুরোটাই অবশ্য মজার ছলে। এর আগে গুজরাট ইনিংসের সময় কোহলি যখন বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন, সেই সময় কোহলি বন্ধুত্বপূর্ণ ভাবে গিলের সঙ্গে গল্প জুড়ে দিয়েছিলেন।

প্রশ্ন উঠেছে, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কোহলি ইয়ার্কি-ঠাট্টা করে গিলের ফোকাস নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন কেন! আরসিবির রান চেজ করা যাতে সহজ হয়, সেই জন্যই কি গিলের মত অনভিজ্ঞ তরুণ ক্যাপ্টেনের সঙ্গে এরকম ইচ্ছাকৃত ব্যবহার করলেন কোহলি! প্রশ্ন উঠে গিয়েছে ম্যাচের পরেই।

IPL Gujarat Titans Royal Challengers Bangalore Shubman Gill Virat Kohli RCB
Advertisment