Virat Kohli scores half-century against Gujarat Titans: গুজরাট টাইটান্সকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুরমুশ করে দেওয়ার পর রবিবার সমালোচকদের একহাত নিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি কি টুকটুক করে ব্যাট করেন? প্রশ্ন শুনেই মেজাজ হারালেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। রবিবারের ম্যাচে চার ওভার বাকি থাকতেই ৯ উইকেটে জয় পেয়েছে আরসিবি।
উইল জ্যাকস ৪১ বলে অপরাজিত শতরান করেছেন। বিরাট কোহলিও নেহাত কম যাননি। ৩২ বলে অর্ধশতক পূর্ণ করেন আরসিবির বিরাট। ৫টি বাউন্ডারি এবং ২টি ছক্কা মেরেছেন অর্ধশতরান করতে। সবমিলিয়ে ৪৪ বলে করেছেন অপরাজিত ৭০ রান। ওয়ান ডাউন জ্যাকসের সঙ্গে তাঁর ১৬৬ রানের পার্টনারশিপেই ২৪ বল বাকি থাকতে ২০১ রানের লক্ষ্যমাত্রা পূরণ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর, তারপরে কি না, তাঁকেই প্রশ্ন আপনি কি টুকটুক করে ব্যাট করেন?
এমনিতে যেন বিরাটের গায়ে বয়স্ক তকমাটা যেন সেঁটে দিয়ে মরিয়া হয়ে উঠেছেন কিছু বিশেষজ্ঞ। বিরাট যাতে টি-২০ বিশ্বকাপে সুযোগ না পান, সেটাও চেষ্টাও নেহাত কম হয়নি। কিন্তু, খোদ ভারত অধিনায়ক রোহিত শর্মা বোর্ডের সচিব জয় শাহকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোহলি ভারতীয় দলের বিরাট ভরসা। ভারতীয় বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলিও বিরাটের টি-২০ টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়ার ব্যাপারে সওয়াল করেন। সৌরভ স্পষ্ট জানান, বিরাটের হাতে দুর্দান্ত শট আছে। ফিটনেসটাও বেশ ভালো। ভারতীয় টি-২০ দলে এমন প্লেয়ারকে চাই-ই চাই।
এতদিন স্রেফ পারফরম্যান্সে জবাব দিয়েছেন। রবিবার আর, প্রশ্ন শুনে ঠিক থাকতে পারেননি কোহলি। তিনি বলেন, 'মানুষ যা খুশি তাই বলতে পারে। কিন্তু, একজন খেলোয়াড় নিজেই তাঁর খেলাটা বেশি ভালো বোঝে।' রবিবারই এবারের আইপিএলে নিজের ৫০০ রান পূর্ণ করলেন বিরাট। এবারই অবশ্য প্রথম নয়। এনিয়ে আইপিএলে সাতবার ৫০০ রানের সীমা অতিক্রম করলেন কোহলি।
আর, তারপরই সমালোচকদের তুলোধনা করে বলেন, 'আমি ১৫ বছর ধরে (আইপিএলে এই ভালো রান তোলার কাজটা) এই কাজটা করে যাচ্ছি। লোকজন যে যা খুশি বলতেই পারেন। অন্য কিছু না পেয়ে বলতে পারে স্পিন ভালো খেলতে পারছে না। স্ট্রাইক রেট ভালো নয়। কিন্তু, একজন খেলোয়াড়ই তাঁর খেলাটাকে ভালোভাবে জানেন।'
রবিবার তাঁর ক্রিজ পার্টনার অরেঞ্জ ক্যাপ হোল্ডার উইল জ্যাকসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বিরাট। তিনি বলেন, 'জ্যাকস ক্রিজে এসে প্রথমে একটু তাড়াহুড়ো করছিল। আমি শান্ত থাকতে বললাম। কারণ, আমি জানি যে ও কতটা ভালো খেলতে পারে। মোহিতের ওভার থেকেই খেলাটা ধরে নিল। আমরা ভেবেছিলাম, এক ওভার বাকি থাকতে জিতে যাব। কিন্তু, চার ওভার বাকি থাকতে (১৬ ওভারেই) যে জিতে যাব, ভাবতেই পারিনি।'
আরও পড়ুন- দুর্ধর্ষ কোহলি-জ্যাকস! প্রিন্স গিলের গুজরাটকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল আরসিবি
এর আগে ব্যাট করে গুজরাট টাইটানস ৩ উইকেটে ২০০ রান করে। সাই সুদর্শন (অপরাজিত ৮৪) এবং এম শাহরুখ খান (৫৮) অর্ধশতক করে গুজরাটকে ২০০ রানে পৌঁছে দিয়েছিলেন। আরসিবির হয়ে স্বপ্নিল সিং, মোহাম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন।