Advertisment

Virat Kohli: নারিন-সল্ট দেখিয়ে দিয়েছে কীভাবে ব্যাটিং করতে হয়! কোহলির ঠুকঠুক ব্যাটিং নিয়ে বিস্ফোরক আকাশ

Virat Kohli's low strike rate against Kolkata Knight Riders: কোহলির সঙ্গে আরসিবি ব্যাটিংয়ে ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েল অল্পস্বল্প ব্যাট হাতে অবদান রাখলেও ১৮২ রানের বেশি তুলতে পারেনি বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে সুনীল নারিন-সল্টয়ের ঝড়ো ব্যাটিংয়ের সামনে উড়ে যায় আরসিবি বোলারদের প্রতিরোধ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Aakash Chopra, RCB vs KKR

Kohli-Aakash: কোহলির সমালোচনায় মাতলেন আকাশ চোপড়া (টুইটার)

Kolkata Knight Riders in IPL 2024: ৫৯ বলে ৮৩ রান। করেছেন। পুরো ২০ ওভার ধরেই ব্যাট করেছেন। এমনকি দলকে ভদ্রস্থ স্কোরেও পৌঁছে দিতে সাহায্য করেছেন। তবে সমালোচনার হাত থেকে রেহাই পাচ্ছেন না কিং কোহলি। হাফসেঞ্চুরি করলেও কেকেআর ম্যাচের পর আরই একবার প্রশ্ন উঠে গিয়েছে কোহলির ব্যাটিংয়ের ধরণ টি২০ ক্রিকেটের জন্য মানানসই কিনা! ১৪০-এর আশেপাশে স্ট্রাইক রেট মোটেই পিঠ বাঁচাতে পারছে না কিং কোহলির।

Advertisment

আকাশ চোপড়া যেমন ম্যাচের পরেই হালকা খোঁচা দিয়ে দিলেন কিংবদন্তিকে। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলে দিয়েছেন, "সুনীল নারিন যখন ব্যাট করতে নামে, সেই সময় টেমপ্লেট খুব স্পষ্ট ছিল। হয় মারব নাহয় আউট হব। ও এভাবেই খেলার চেষ্টা করে। প্রত্যেক বলেই ছক্কা হাঁকানোর টার্গেট থাকে ওঁর। প্রত্যেকেই জানে বাউন্সার এবং ইয়র্কারের কোনও বিকল্প নেই। তবে খুব কম বোলারই এটা সফলভাবে প্রয়োগ করতে পারেন। যেমন বেঙ্গালুরু প্রথম ছয় ওভারে কিছুই ঠিকঠাক করতে পারল না। ওখানেই ম্যাচ বের করে নিল সুনীল নারিন।"

আরও পড়ুন: হাতাহাতি ছেড়ে কোলাকুলি! কোহলি-গম্ভীর গলা মেলাতেই ফুট কাটলেন গাভাসকার, করলেন গা জ্বালানো মন্তব্য

"নারিনের সঙ্গে ফিল সল্টও ছিল। প্ৰথম ওভারেই ১৮ রান তুলে নিয়েছিল ও। সল্ট-ও দুর্ধর্ষ খেলেছে। মোদ্দা কথা হল, কোহলি ৮৩ রান করতে ৫৯ বল নিয়েছে। অন্যদিকে, কেকেআর ৫.৫ ওভারেই ৮৫ করে দিয়েছিল। আলজারি জোসেফ হোক বা ইয়াশ দয়াল, মহম্মদ সিরাজ- সকলেই বেধড়ক মার হজম করেছে।"

কোহলির সঙ্গে আরসিবি ব্যাটিংয়ে ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েল অল্পস্বল্প ব্যাট হাতে অবদান রাখলেও ১৮২ রানের বেশি তুলতে পারেনি বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে সুনীল নারিন-সল্টয়ের ঝড়ো ব্যাটিংয়ের সামনে উড়ে যায় আরসিবি বোলারদের প্রতিরোধ। দুজনে আউট হয়ে গেলেও শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার কেকেআরকে জিতিয়ে দেন সহজে। ১৯ বল এবং হাতে ৭ উইকেট নিয়ে।

আকাশ চোপড়া গম্ভীরেরও উত্তুঙ্গ প্রশংসা করেছেন। বলে দিয়েছেন, "আমার মনে হয় গম্ভীর ওঁদের পর্যাপ্ত আত্মবিশ্বাস এনে দিয়েছে। সুনীল নারিনকে ওপেন করানো, ডেথ ওভারে রাসেলকে দিয়ে বোলিং করানো পুরো প্ল্যানিংই গম্ভীরের মস্তিষ্কপ্রসূত। একই কথা বলা যায় ভেঙ্কটেশ আইয়ারের ক্ষেত্রেও। ওঁকে চার-ছক্কা হাঁকানোর লাইসেন্স দিয়েছেন গম্ভীর-ই।

RCB Virat Kohli KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL
Advertisment