Advertisment

RCB vs KKR, IPL 2024 Highlights: 'ঠুক ঠুক' কোহলিকে ব্যাটে আগুন দেখালেন নারিন! RCB-কে ধ্বংস করে টানা দুটো ম্যাচ জয় নাইটদের

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders Full Match Report: নারিনকে পাওয়ার প্লেতে দারুণভাবে কাজে লাগাচ্ছে কেকেআর। ডেথ ওভারে নারিনের ব্যাটে ভরসা নেই। তাই তাঁর পাওয়ার হিটিংয়ের জন্য পাওয়ার প্লেতেই কেকেআর নামিয়ে দিচ্ছে সটান ওপেনে। নতুন বলের গতি ব্যবহার করে যে রান নাইট রাইডার্স-এর খাতায় জুড়তে পারেন, সেটুকুই বোনাস। সেটাই তিনি করছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders Full Match Report, RCB vs KKR Match Highlights, Indian Premier League 2024

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders IPL 8th Match Highlights: আরসিবি, কেকেআর, আইপিএল

আরসিবি: ১৮২/৬
কেকেআর: ১৮৬/৩

Advertisment

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders IPL 10th Match Highlights: কোহলি বনাম গম্ভীর দ্বৈরথে শেষ হাসি হাসল কেকেআরই। চিন্নাস্বামীতে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট কোহলি। দলের ব্যাটিং ব্যর্থতার মঞ্চে একাই হাফসেঞ্চুরি করে দলকে ভদ্রস্থ ১৮২ রানের পুঁজি এনে দিলেন।

তবে দিনের শেষে চিন্নাস্বামীতে বাজল 'করব লড়ব জিতব রে…" সুনীল নারিনের বোলিং নিয়ে সাম্প্রতিককালে অনেক আলোচনা শুরু হয়েছে। ফের নাকি চাক করছেন তিনি! তবে বোলিংয়ে ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার ব্যাট হাতে কাঁপালেন বেঙ্গালুরু। পাওয়ার প্লেতে সল্টকে নিয়ে এমন ঝড় তুললেন যে কেকেআরের রান তোলার গাড়ি আর আটকায়নি। মাত্র ১৬.৫ ওভারেই টার্গেট পৌঁছনোর পথে হারাতে হয়েছে মাত্র ৩ উইকেট।

RCB vs KKR IPL 10th Match Report 2024

নারিনকে পাওয়ার প্লেতে দারুণভাবে কাজে লাগাচ্ছে কেকেআর। ডেথ ওভারে নারিনের ব্যাটে ভরসা নেই। তাই তাঁর পাওয়ার হিটিংয়ের জন্য পাওয়ার প্লেতেই কেকেআর নামিয়ে দিচ্ছে সটান ওপেনে। নতুন বলের গতি ব্যবহার করে যে রান নাইট রাইডার্স-এর খাতায় জুড়তে পারেন, সেটুকুই বোনাস। সেটাই তিনি করছেন। পাওয়ার প্লেতে ইয়াশ দয়াল, মহম্মদ সিরাজ, আলজারি জোসেফদের এমন পেটালেন ম্যাচের শুরুতেই ছন্দ হারিয়ে ফেলল আরসিবি। পাওয়ার প্লেতেই স্কোরবোর্ডে ৮৪ উঠে যাওয়ার পর এই টার্গেট চেজ না করতে পারাটাই হত অঘটন।

তাই পাওয়ার প্লে শেষ হতেই আরসিবি স্পিনার মায়াঙ্ক দাগর নারিনকে বোল্ড করে দিলেও সমস্যা হয়নি। ২২ বলে ৪৭ করার পথে নারিন জোড়া বাউন্ডারির পাশাপাশি পাঁচটা বিশাল ছক্কা হাঁকান।

নারিন, সল্ট পাওয়ার প্লে শেষ হওয়ার পরপর-ই দু-ওভারে আউট হয়ে যান। তবে দুই আইয়ার ৭৫ রানের পার্টনারশিপে কেকেআরকে সহজ হয় এনে দেন। ভেঙ্কটেশ আইয়ার নিজের পুরোনো ফর্মের ইঙ্গিত দিয়ে শুক্রবার করে গেলেন ৩০ বলে ৫০ করে গেলেন। ক্যাপ্টেন শ্রেয়স শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ২৪ বলে ৩৯ করে।

তার আগে বেঙ্গালুরুকে টেনেছিলেন সেই কোহলি। দ্বিতীয় ওভারেই দু প্লেসিস আউট হয়ে যাওয়ার পর আরসিবির দলের হাল ধরেছিলেন কোহলি। ক্যামেরন গ্রিনের সঙ্গে। দুজনে মিলে ৬২ রানের পার্টনারশিপ গড়ে ভালোই টানছিলেন দলকে। গ্রিন আউট হওয়ার পর ম্যাক্সওয়েলের সঙ্গেও ৪২ রানের ছোটখাটো এক পার্টনারশিপ গড়েন বিরাট। তবে সমস্যা হয়ে দাঁড়ায় কোহলি স্ট্রাইক রেট নিয়ে। ৫৯ বলের ইনিংসে কোহলি করলেন ৮৩ রান। স্ট্রাইক রেট সাকুল্যে ১৪০.৬৮। শেষদিকে দীনেশ কার্তিক ৮ বলে ২০ রানের ক্যামিও ইনিংস না থাকলে আরও কম রানের পুঁজি নিয়ে ফিনিশ করতে হত আরসিবিকে। বিশ্বকাপের আগে কোহলির স্ট্রাইক রেট কিন্তু চিন্তায় রাখল!

RCB KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL IPL 2024
Advertisment