Advertisment

Kohli Gambhir Hug: হাতাহাতি ছেড়ে কোলাকুলি! কোহলি-গম্ভীর গলা মেলাতেই ফুট কাটলেন গাভাসকার, করলেন গা জ্বালানো মন্তব্য

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders Virat Kohli-Gautam Gambhir embrace and Sunil Gavaskar oscar comment: গত বছরের আইপিএলে ধরা পড়েছিল গনগনে চিত্র। চরম রুদ্ধশ্বাস ম্যাচে লখনৌ এক উইকেটে হারিয়ে দেয় আরসিবিকে। সেই সময় গম্ভীর বাকি লখনৌ তারকাদের সঙ্গে আরসিবি দর্শকদের উদ্দেশ্যে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gambhir kohli

গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি আলিঙ্গন শেয়ার করেছেন।

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders IPL 10th Match:

Advertisment

সকলের নজরে ছিলেন দুজন। যুযুধান কোহলি-গম্ভীর চিন্নাস্বামীতে নতুন কী কীর্তি করেন, সেদিকে তাকিয়ে ছিল ক্রিকেট মহল। তবে অন্য চিত্র ধরা পড়ল দুজনের।

কেকেআর বনাম আরসিবি ম্যাচের ঠিক আগেই দুজন উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন পরস্পরকে। দুজনের সম্পর্কের জটিলতার কথা কারোর অজানা নয়। তবে শুক্রবার ম্যাচের আগে সেই আলোচনায় অন্তত কয়েকদিনের জন্য পূর্ণচ্ছেদ ফেলে দিলেন দুজনে। সুনীল গাভাসকার যেমন রসিকতা করে বলে দিলেন, "ফেয়ারপ্লে ভুলে যাও, এঁদের অস্কারও দেওয়া উচিত।"

গত বছরের আইপিএলে ধরা পড়েছিল গনগনে চিত্র। চরম রুদ্ধশ্বাস ম্যাচে লখনৌ এক উইকেটে হারিয়ে দেয় আরসিবিকে। সেই সময় গম্ভীর বাকি লখনৌ তারকাদের সঙ্গে আরসিবি দর্শকদের উদ্দেশ্যে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত করেন।

আরও পড়ুন: ‘ঠুক ঠুক’ কোহলিকে ব্যাটে আগুন দেখালেন নারিন! RCB-কে ধ্বংস করে টানা দুটো ম্যাচ জয় নাইটদের

ফিরতি ম্যাচে আরসিবি আবার লখনৌয়ে গিয়ে হারিয়ে দেয় সুপার জায়ান্টসদের। মাঠে নভিন উল হকের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। লখনৌ তারকা কাইল মায়ের্স কোহলির সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যান। এরপরে গম্ভীর হস্তক্ষেপ করেন। এরপরে ক্যামেরায় ধরা পড়ে কোহলি-গম্ভীরের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা। এতে দুই শিবিরের ক্রিকেটাররাই জড়িয়ে পড়েন। পরে যদিও দুজনকে দেখা যায় ড্রেসিংরুমে পরস্পরকে আলিঙ্গন করছেন।

শুক্রবার বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে ভর করে আরসিবি স্কোরবোর্ডে ১৮২ তুলেছিল। চারটে করে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান মহাতারকা। তবে এই রান চেজ করতে নেমে নারিন বিধ্বংসী শুরু করার পর আর ফিরে তাকাতে হয়নি। নারিন অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করলেও ভেঙ্কটেশ আইয়ার ফিফটি করে দলকে ১৬.৫ ওভারের মধ্যেই জিতিয়ে দেন।

IPL KKR Royal Challengers Bangalore Virat Kohli RCB Kolkata Knight Riders Gautam Gambhir IPL 2024
Advertisment