Advertisment

Virat Kohli-Rinku Singh: হেরেও বড় মনের পরিচয় কোহলির, রিঙ্কুকে দিলেন সেরার সেরা উপহার, দেখুন মন ভালো করা VIDEO

Virat Kohli's gift to Rinku Singh: টিম ইন্ডিয়া টি২০ স্কোয়াডে রিঙ্কু এখন নিয়মিত সদস্য। কোহলি আবার গত দু বছরে ওয়ানডে এবং টেস্ট খেললেও টি২০ খেলেছেন মাত্র কয়েক মাস আগে আফগানিস্তানের বিপক্ষে। রিঙ্কুর সঙ্গে জাতীয় দলে তাই সেভাবে সময় কাটানো হয়নি কোহলির। টি২০ বিশ্বকাপে রিংকু অটোমেটিক চয়েস। তবে কোহলির অংশগ্রহণ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders, kkr, rcb, আরসিবি, কেকেআর, virat kohli, rinku singh, বিরাট কোহলি, রিঙ্কু সিং

Kohli-Rinku: রিঙ্কুকে ব্যাট উপহার কোহলির (টুইটার)

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders: জাতীয় দলের পরবর্তী সুপারস্টার ধরা হচ্ছে তাঁকে। ব্যাট হাতে তিনি।যেন মহেন্দ্র সিং ধোনির ব্যাটন বয়ে নিয়ে যাওয়ার জন্যই এসেছেন ভারতীয় ক্রিকেট সার্কিটে। সেই রিঙ্কু সিংয়ের মন ভালো করলেন অবশ্য ধোনি নন, বিরাট কোহলি। শুক্রবার একপেশে ম্যাচে ৭ উইকেটে আরসিবিকে উড়িয়ে দিয়েছে কেকেআর।

Advertisment

আর সেই ম্যাচের পরেই রিঙ্কুর হাতে নিজের ব্যাট তুলে দিলেন ভিকে। আরসিবির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে কোহলিকে দেখা যাচ্ছে রিঙ্কুর হাতে ব্যাট তুলে দিচ্ছেন। ভিডিওয় রিঙ্কুকেও এমন উপহার-লাভ আনন্দে ভেসে যেতে দেখা যায়।

টিম ইন্ডিয়া টি২০ স্কোয়াডে রিঙ্কু এখন নিয়মিত সদস্য। কোহলি আবার গত দু বছরে ওয়ানডে এবং টেস্ট খেললেও টি২০ খেলেছেন মাত্র কয়েক মাস আগে আফগানিস্তানের বিপক্ষে। রিঙ্কুর সঙ্গে জাতীয় দলে তাই সেভাবে সময় কাটানো হয়নি কোহলির। টি২০ বিশ্বকাপে রিংকু অটোমেটিক চয়েস। তবে কোহলির অংশগ্রহণ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।

আরও পড়ুন: হাতাহাতি ছেড়ে কোলাকুলি! কোহলি-গম্ভীর গলা মেলাতেই ফুট কাটলেন গাভাসকার, করলেন গা জ্বালানো মন্তব্য

এমন আবহে এই আইপিএল যেন বেশি করে টি২০ ফরম্যাটে কোহলির নিজের জাত চেনানোর মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। কোহলি অবশ্য হতাশ করছেন না। সিএসকের বিরুদ্ধে অল্প রানে আউট হলেও পাঞ্জাব কিংস এবং কেকেআর- টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন কিং কোহলি। পাঞ্জাব ম্যাচে আরসিবি জয় পেলেও কেকেআরের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।

কোহলি রান পেলেও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলে।দিয়েছে কেকেআর ম্যাচ। ৫৯ বল খেলে কোহলি করেছেন মাত্র ৮৩ রান। চাপের আবহ তাঁকে ঘিরে থাকলেও কোহলি অবশ্য ফুরফুরে মেজাজেই কেকেআরের রিঙ্কুর মন ভালো করে দিতে দ্বিধা করেননি তিনি।

রিঙ্কু আবার নাইটদের প্রথম দুই ম্যাচে নিজের স্কিল দেখানোর সুযোগ পাননি। আরসিবি ম্যাচে যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন ম্যাচের ফয়সালা ইতিমধ্যেই হয়ে গিয়েছিল। তবে নিজেকে প্রমাণের সুযোগ না পেলেও রিঙ্কুর দিল খুশ করে দিয়েছেন স্বয়ং বিরাট কোহলি।

RCB Virat Kohli KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL Rinku Singh IPL 2024
Advertisment