Advertisment

RCB vs PBKS: কোহলির দলের এই তারকা নাকি 'জঞ্জাল'! ভয়ানক ধারাভাষ্য করে চরম বিতর্কে মুরলি কার্তিক

Murali Kartik controversy: আরসিবি বনাম পাঞ্জাব কিংস চলার সময়েই কমেন্ট্রিতে ভেসে এসেছিল বিতর্কিত মন্তব্য। আরসিবি জার্সিতে তিন নম্বর ওভার যখন করছিলেন ইয়াশ দয়াল। সেই সময় তিনি খরচ করেছিলেন মাত্র ৫ রান। মুরলি কার্তিক আদতে প্রশংসাই করতে চেয়েছিলেন। তবে তা হিতে বিপরীত হয়ে দাঁড়ায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Murali Kartik, RCB vs PBKS, Yash Dayal

Murali Kartik-Yash Dayal: ইয়াশ দয়ালকে নিয়ে বিতর্কিত মন্তব্য মুরলি কার্তিকের (আইপিএল টুইটার)

IPL 2024, Royal Challengers Bengaluru vs Punjab Kings, Murali Kartik: ফের ধারাভাষ্য দেওয়ার সময় বিতর্কে জড়িয়ে পড়লেন মুরলি কার্তিক। আরসিবি পেসার ইয়াশ দয়ালকে নিয়ে কুৎসিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় টার্গেটের শিকার হলেন জাতীয় দলের প্রাক্তন স্পিনার।

Advertisment

আরসিবি বনাম পাঞ্জাব কিংস চলার সময়েই কমেন্ট্রিতে ভেসে এসেছিল বিতর্কিত মন্তব্য। আরসিবি জার্সিতে তিন নম্বর ওভার যখন করছিলেন ইয়াশ দয়াল। সেই সময় তিনি খরচ করেছিলেন মাত্র ৫ রান। মুরলি কার্তিক আদতে প্রশংসাই করতে চেয়েছিলেন। তবে তা হিতে বিপরীত হয়ে দাঁড়ায়।

বলে দিয়েছিলেন, "গুজরাট টাইটান্স রিলিজ করার পর আরসিবি নিলামে তুলে নিয়েছে দয়ালকে। যেমনটা আমরা বলে থাকি, কারোর জঞ্জাল, কারোর সম্পদ।" গুজরাটে থাকার সময় সেভাবে প্রভাব ফেলতে পারছিলেন না। দলবদলেই চেনা ছন্দে ইয়াশ দয়াল। এমনটাই বলতে চেয়েছিলেন মুরলি কার্তিক। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।

আরও পড়ুন: কোহলির নামে অযথাই কুকথা! ম্যাচ জিতিয়েই ‘গুরু’ শাস্ত্রীকে চেঁচেপুছে আক্রমণ ‘শিষ্য’ বিরাটের

এক মরশুম আগে কেকেআর বনাম গুজরাট টাইটান্স ম্যাচে নিজের রাজ্য দলের সতীর্থ ইয়াশ দয়ালকে টানা পাঁচটা ছক্কা হাঁকিয়ে দেন রিঙ্কু সিং। হারা ম্যাচ জিতে যায় কেকেআর। গত সিজনে ইয়াশ দয়াল মাত্র পাঁচ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। নেন ২ উইকেট।

সেই খারাপ স্মৃতি আপাতত অতীত। ইয়াশ দয়াল আরসিবির জার্সিতে বল হাতে কৃপণতম বোলিংয়ে নজর কেড়েছেন। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করেছেন। তুলে নিয়েছেন একটি উইকেটও। আরসিবিও পাঞ্জাবকে মাত্র ১৭৬ রানে বেঁধে রাখতে সমর্থ হয়। জবাবে বিরাট কোহলির হাফসেঞ্চুরি এবং দীনেশ কার্তিক-মহিপাল লোমরোরের ফিনিশিং টাচে মরসুমের প্রথম জয় পায় আরসিবি।

আরসিবির সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত কমেডিয়ান দানিশ সাইত নিজের টুইটার হ্যান্ডলে কার্তিকের মন্তব্যকে একহাত নিয়েছেন। বলে দিয়েছেন, কীভাবে তিনি একজন ক্রিকেটারকে সর্বসমক্ষে জঞ্জাল বলতে পারেন। সোশ্যাল মিডিয়ায় কার্তিককে তুলোধোনা করা শুরু হয়ে যায় সাইতের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।

এর আগেও একই মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন মুরলি। ডব্লিউপিএল-এর ধারাভাষ্য দেওয়ার সময় তিনি ইউপি ওয়ারিয়ার্জ থেকে মুম্বই ইন্ডিয়ান্স-এ নাম লেখানো শাবনিম ইসমাইলকেও একইভাবে ভাবে, "কারোর জঞ্জাল, কারোর সম্পদ" বলে দিয়েছিলেন।

IPL Gujarat Titans Royal Challengers Bangalore RCB IPL 2024
Advertisment