/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/kohli-shastri.jpg)
Kohli-Shastri: শাস্ত্রীর মন্তব্যে খুশি নন কোহলি (টুইটার)
IPL 2024, Royal Challengers Bengaluru vs Punjab Kings, Virat Kohli-Ravi Shastri: কোহলির বিশ্বকাপে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং রবি শাস্ত্রী। আর তা মোটেই ভালভাবে নেননি কোহলি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে সেরা হওয়ার পরই কোহলি পুরস্কার নিতে এসে ফোঁস করে উঠলেন।
বলে দিলেন, "জানি বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ ক্রিকেটকে প্রমোট করার জন্য আমার নাম এখন জুড়ে দেওয়া হয়। যদিও এটা পুরোপুরি আমার ধারণা।" পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৭ রান করে ম্যাচে দলকে জিতিয়েছেন। কোহলি দলকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার পর ফিনিশিং টাচ দেন দীনেশ কার্তিক এবং মহিপাল লোমরোর।
Kevin Pietersen - you want someone like Virat Kohli to grow the game in America and globally
Ravi Shastri- You have to build the team to win the tournament and trophy not to grow the game. If you win trophy automatically game will grow
Straight up facts presented by Ravi…— Yashvi (@BreatheKohli) March 24, 2024
রবিবার গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ চলার সময় কেভিন পিটারসেন বলে দেন, মার্কিন যুক্তরাষ্ট্রের টি২০ বিশ্বকাপে কোহলির মত কোনও তারকাকে প্রয়োজন। যাতে ক্রিকেট বিশ্ব পর্যায়ে আরও জনপ্রিয় হয়। "মার্কিন যুক্তরাষ্ট্রে এবার টি২০ বিশ্বকাপ। নিউইয়র্কে ভারত খেলবে পাকিস্তানের বিপক্ষে। ক্রিকেটের আরও প্রসারের জন্য কোহলির মত একজনের প্রয়োজন।" বলেছিলেন কেপি।
আরও পড়ুন: রশিদ খানের ভয়ে ব্যাটিংয়ে নামতে দেরি! মুম্বই হারতেই হার্দিককে নিয়ে বোমা পাঠানের
এরই পাল্টা শাস্ত্রী বলে দিয়েছিলেন, টুর্নামেন্ট জেতার জন্যই বিশ্বকাপে অংশগ্রহণ করা উচিত। ক্রিকেটের প্রসারের দিক না ভাবলেও চলবে। ২০০৭-এর দৃষ্টান্ত তুলে ধরে শাস্ত্রী আরও বলেন, ভারতের তরুণ ব্রিগেড পাঠানো উচিত।
🗣️🗣️ You're not going to think of numbers and stats, it's the memories that you create
Orange cap holder Virat Kohli with a special message and a special mention to #TeamIndia Head Coach Rahul Dravid 🤗#TATAIPL | #RCBvPBKS | @imVkohlipic.twitter.com/uW0Vb7Y8m9— IndianPremierLeague (@IPL) March 25, 2024
"ক্রিকেটের প্রসার নয়, ভারতের লক্ষ্য হওয়া উচিত টুর্নামেন্ট জেতা। খেলা নিজের স্বাভাবিক নিয়মেই জনপ্রিয় হবে। যেটা আমি বলতে চাইছি, কোনও বোঝা নিয়ে যাওয়া উচিত নয়। ভারত কিন্তু ২০০৭-এর টি২০ বিশ্বকাপে তরুণ দল নিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা তারুণ্য চাই, ফ্ল্যামবয়েন্স চাই, সেই ঝকমকি চাই।"
বিশ্বকাপে কোহলি পাঠানো হবে কিনা, এমন আলোচনার মধ্যেই কোহলি সোমবার আবার নিজের জাত চিনিয়ে গেলেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দলের জয়ে মূল ভূমিকা পালন করলেন। ভরা চিন্নাস্বামী দর্শকদের সামনে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলে দলকে ৪ উইকেটে জিততে সাহায্য করলেন। জুনে টি২০ বিশ্বকাপের আগে নির্বাচকদের বার্তা পাঠালেন। হর্শল প্যাটেলকে হাঁকাতে গিয়ে আউট হন। বাউন্ডারি লাইনের ধারে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন হরপ্রিত ব্রার।