Advertisment

Virat Kohli fan: ঘুঁষি, কিল, লাথি, চড়! কোহলির দর্শন-ই অপরাধ, মেরে থেঁতো করা হল সমর্থককে! প্রকাশ্যে শিউরে ওঠার মত VIDEO

Pitch intruder challenges security to meet Virat Kohli: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোহলি নিজে ব্যাট হাতে দলকে জিতিয়েছেন। পাঞ্জাবের রান চেজ করার সময়ের আরসিবি ইনিংসের ঘটনা। এই ম্যাচেই নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে নেমে পড়েছিলেন এক সমর্থক। কোহলিকে স্রেফ ছুঁয়ে ফেলার জন্য জান বাজি রেখেছিলেন সেই যুবক। মাঠে নেমেও পড়েন। কোহলির সঙ্গে সেলফি, প্রণাম সব করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Virat Kohli fans, Pitch invader tharshed, RCB vs PBKS, বিরাট কোহলি, কোহলি সমর্থক, পাঞ্জাব কিংস বনাম আরসিবি, আইপিএল, IPL 2024

Royal Challengers Bengaluru vs Punjab Kings: বিরাট সমর্থককে নিয়ে বড় আপডেট (টুইটার)

Royal Challengers Bengaluru vs Punjab Kings, IPL 2024: জীবনে বহুবার নিরাপত্তা ঘাটতিতে পড়েছেন। তা-ও আবার বাইশ গজে। তাঁকে দেখার জন্য নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে নেমে পড়ার মত ঘটনা বহুবার ঘটেছে। গত বিশ্বকাপেই অজি এক সমর্থক প্যালেস্টাইনের পতাকা নিয়ে ছুটে গিয়েছিলেন তাঁর কাছে। গত আফগানিস্তান সিরিজেই হোলকার স্টেডিয়ামে কোহলি দর্শনের জন্য মাঠে নিরাপত্তা ভেদ করে নেমে পড়েন এক সমর্থক। স্রেফ আলিঙ্গন করার বাসনায়।

Advertisment

এবার একই কাণ্ড আইপিএলে। দু-মাসের ছুটি কাটিয়ে বাইশ গজে ফিরেছেন। আর তাঁকে দেখার জন্যই চিন্নাস্বামীতে নিরাপত্তা ঘাটতি দেখা দিল বড়সড়। তাঁর নাম যে বিরাট কোহলি। অধুনা বিশ্বক্রিকেটের কিং!

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোহলি নিজে ব্যাট হাতে দলকে জিতিয়েছেন। পাঞ্জাবের রান চেজ করার সময়ের আরসিবি ইনিংসের ঘটনা। এই ম্যাচেই নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে নেমে পড়েছিলেন এক সমর্থক। কোহলিকে স্রেফ ছুঁয়ে ফেলার জন্য জান বাজি রেখেছিলেন সেই যুবক। মাঠে নেমেও পড়েন। কোহলির সঙ্গে সেলফি, প্রণাম সব করেন। এর মধ্যেই নিরাপত্তাকর্মীরা এসে বের করে দেন সেই সমর্থককে।

আরও পড়ুন: নারকীয়ভাবে কুকুরকে মার IPL-এ! মোদি স্টেডিয়ামের ঘটনা দেখে শিউরে উঠল সবাই, দেখুন ভিডিও

সমর্থকদের ভালোবাসার বিড়ম্বনায় কোহলির মনসংযোগে অবশ্য কোনও ছেদ পড়েনি। তিনি ৪৩ বলে ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলে জয়ের মঞ্চ প্রস্তুত করে যান। যাতে ফিনিশিং টাচ দেন দীনেশ কার্তিক।

ঘটনা অবশ্য এখানেই শেষ নয়। সেই সমর্থককে নাকি ব্যাপকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিওয় দেখা যাচ্ছে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তাকর্মীরা এলোপাথাড়ি ঘুঁষি, চড়, থাপ্পড় মেরেই চলেছেন নিরস্ত্র সেই যুবককে উদ্দেশ্যে করে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষে সেই ভিডিওটির সত্যতাসত্য যাচাই করা সম্ভব হয়নি। তবে যে দৃশ্য ফুটে উঠেছে সেই ভিডিওয় তা রীতিমত উদ্বেগজনক।

পুলিশ আধিকারিকরা না আসা পর্যন্ত বাউন্সারদের সেই সমর্থককে নিগ্রহ চলতেই থাকে। শেষে পুলিশ সংশ্লিষ্ট সমর্থককে।এসকর্ট করে নিয়ে যায়।

এমন ঘটনা তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেরই বক্তব্য আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হোক সেই যুবকের প্রতি। তবে পুলিশ ছাড়াই যেভাবে তাঁকে শারীরিক আঘাত সইতে হয়েছে, তা সমর্থনযোগ্য নয়। বাউন্সারদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।

IPL Royal Challengers Bangalore Virat Kohli RCB IPL 2024
Advertisment