IPL 2024, Royal Challengers Bengaluru vs Punjab Kings, Virat Kohli offensive remarks: কোহলি মানেই খবর। তা সদর্থক হোক বা নেতিবাচক। কোহলি মাঠে নামলে লাইমলাইটে চলে যান তিনিই। কেপি তো আইপিএলে ধারাভাষ্য করতে এসে বলে দিয়েছেন, একমাত্র ব্র্যান্ড কোহলিই পারেন ক্রিকেটের মার্কেটিং করতে। তাই টি২০ বিশ্বকাপে ভারতের স্কোয়াডে অবশ্যই রাখা উচিত তাঁকে।
কোহলির অনুপস্থিতি নিয়ে গত এক-দেড় মাস ধরে আলোচনার ছররা বয়ে গিয়েছে। কোহলির টি২০ বিশ্বকাপে খেলার সম্ভব্যতা নিয়েও কম আলোচনা হচ্ছে না। আইপিএলে মারকাটারি পারফরম্যান্স করলেই নাকি একমাত্র কোহলিকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হবে।
এমন আলোচনার মধ্যে খেলতে নেমেই চলতি সিজনে আরসিবিকে প্রথম জয় উপহার দিয়ে গেলেন বিরাট কোহলি। তাঁর ৪৯ বলে ৭৭ রানের ইনিংসে ভর করেই সোমবার রাতে আরসিবি হারিয়েছে পাঞ্জাব কিংসকে। নির্বাচকদের বার্তা দিয়ে এসেছেন কোহলির ঝড়ো গতির ইনিংস।
তবে সেই ম্যাচেও বিতর্কবিদ্ধ হলেন কিং কোহলি। মাঠেই প্রতিপক্ষ দলের স্পিনারকে উদ্দেশ্য করে অশ্লীল শব্দের প্রয়োগ ঘটাতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: কোহলির নামে অযথাই কুকথা! ম্যাচ জিতিয়েই ‘গুরু’ শাস্ত্রীকে চেঁচেপুছে আক্রমণ ‘শিষ্য’ বিরাটের
রান চেজ করার সময় আরসিবির একসময় জয়ের জন্য দরকার ছিল ৮ ওভারে ৭৪ রান। আরসিবি টপ অর্ডারের বেশ কয়েকটি উইকেট হারিয়ে সমস্যায় ছিলেন কোহলিরা। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন কোহলি। আর নিজের কোটার তৃতীয় ওভার শুরুর আগে রীতিমত তাড়াহুড়ো করছিলেন হরপ্রীত ব্রার। সেই সময়েই নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা কোহলিকে বলতে শোনা যায়, "আরে একটু থেমে যা *****! শ্বাস তো নিতে দে…"
অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা ম্যাক্সওয়েলকে দেখা যায় হাসিতে গড়িয়ে পড়তে। ভারতে দীর্ঘদিন খেলার সূত্রে হিন্দিতে অশ্লীল শব্দের প্রয়োগের ব্যবহার সম্পর্কে ভালোই ওয়াকিবহাল ম্যাক্সওয়েল।তাই তিনিও হাসি থামাতে পারেননি।
যাইহোক, সেই ওভারেই ব্রার ম্যাক্সওয়েলকে ফিরিয়ে আরসিবিকে আরও একটা ঝটকা দেবেন। এই ম্যাক্সওয়েল নিজের আইপিএল কেরিয়ারে চতুর্থবার ব্রারের শিকার হলেন।
যাইহোক, ম্যাক্সওয়েল ফিরে গেলেও আরসিবির জয় আটকায়নি। কোহলি ১১ বাউন্ডারি, ২ ওভার বাউন্ডারি সমেত ৪৯ বলে ৭৭ রান করে যান। শেষদিকে দীনেশ কার্তিক-মহিপাল লোমরোরের ঝোড়ো ফিনিশিংয়ে ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি।