Advertisment

Virender Sehwag on Rohit-Hardik: হার্দিক-রোহিত দুজনকেই বাতিল করুন মুম্বই! আম্বানিদের বিস্ফোরক পরামর্শ এবার বীরুর

Shah Rukh, Salman, Aamir Khan won't get a hit together, says Virender Sehwag: রোহিত-হার্দিক সংঘাতের মধ্যেই বড় পরামর্শ দিলেন বীরেন্দ্র শেওয়াগ। বলে দিলেন, দলকে বাঁচাতে হলে মুম্বই টিম ম্যানেজমেন্টার তরফ থেকে রিলিজ করে দিক হার্দিক-রোহিত দুজনকেই। আগামী বছরেই আইপিএলের মেগা নিলাম। আর মেগা নিলামের আগে ১০ ফ্র্যাঞ্চাইজির নিজেদের পছন্দের ক্রিকেটারদের রিটেন বা রিলিজ করার অপশন থাকছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virender Sehwag, Rohit Sharma, Hardik Pandya

Virender Sehwag on Mumbai Indians performance: মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে বড় পরামর্শ শেওয়াগের (টুইটার)

Virender Sehwag on Mumbai Indians: মুম্বই এবার আইপিএলে শোচনীয় পারফর্ম করেছে। প্ৰথম দল হিসেবে প্লে অফের বাইরে ছিটকে গিয়েছে। রোহিত শর্মা বনাম হার্দিক পান্ডিয়ার মধ্যে যে তালমিলের যে সমস্যা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার চ্যাম্পিয়ন করা অধিনায়ককেই খেলতে হচ্ছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব। গোটা সিজন ধরেই যা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুম্বইয়ের অন্তর্দ্বন্দ্ব নাকি জোরদার হয়ে গিয়েছে দুই শিবিরে ভাগ হয়ে গিয়ে।

Advertisment

আর রোহিত-হার্দিক সংঘাতের মধ্যেই বড় পরামর্শ দিলেন বীরেন্দ্র শেওয়াগ। বলে দিলেন, দলকে বাঁচাতে হলে মুম্বই টিম ম্যানেজমেন্টার তরফ থেকে রিলিজ করে দিক হার্দিক-রোহিত দুজনকেই। আগামী বছরেই আইপিএলের মেগা নিলাম। আর মেগা নিলামের আগে ১০ ফ্র্যাঞ্চাইজির নিজেদের পছন্দের ক্রিকেটারদের রিটেন বা রিলিজ করার অপশন থাকছে।

আইপিএলে হার্দিক নেতা হিসেবে তো বটেই ব্যাটে-বলেও সেভাবে সুবিধা করতে পারেননি। ১৩ ম্যাচে হার্দিক ২০০ রান করেছেন ১৪৪.৯৬ স্ট্রাইক রেট সমেত। সম সংখ্যক ম্যাচে হার্দিকের উইকেট সংখ্যা ১১টি, ১০.৫৯ স্ট্রাইক রেটে।

অন্যদিকে, রোহিত আইপিএলের শুরুটা খারাপ করেননি। আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরান-ও হাঁকিয়ে দেন। তবে লিগ যত গড়িয়েছে ততই রোহিতের ফর্ম একদম মাটিতে নুইয়ে পড়েছে। রোহিতের ফর্ম টি২০ ওয়ার্ল্ড কাপের আগে টিম ইন্ডিয়ার মাথা ব্যথা বাড়িয়েছে।

এমন পরিস্থিতিতে শেওয়াগ ক্রিকবাজ-কে বলে দিয়েছেন, "একটা কথা বলো, শাহরুখ, সালমান, আমিরকে নিলেই কি সিনেমা হিট হয়ে যাবে? সকলকে পারফর্ম তো করতেই হবে। সকলকেই একসঙ্গে পারফর্ম করতে হবে। চিত্রনাট্যও তো জোরদার হতে হবে। একইভাবে মাঠে সকলকে সেরাটা মেলে ধরতে হবে। রোহিত শতরান করার পরেও মুম্বই হারল। বাকিরা কোথায়?"

"ঈশান কিষান গোটা লিগ খেলল। পাওয়ার প্লের বাইরে টিকতে পারল না। মুম্বই দলে একমাত্র দুজনের নিশ্চয়তা রয়েছে- সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরা। প্ৰথম দুই তারকা হিসাবে ওঁদেরকেই রিটেন করা উচিত।"

এমনিতে রোহিত কেকেআর কোচ অভিষেক নায়ারের সঙ্গে একান্ত আলাপচারিতায় বলে দিয়েছেন, এটাই তাঁর মুম্বই শিবিরে শেষ সিজন। অন্যদিকে, হার্দিককে গুজরাট থেকে মুম্বইয়ে আনা হয়েছিল ভবিষ্যতের নেতা হিসেবে। এক সিজনের শোচনীয় ফলাফল কি আম্বানিদের নতুন করে ভাবতে বাধ্য করবে? সেটাই আপাতত দেখার।

IPL Hardik Pandya Rohit Sharma Virender Sehwag Mumbai Indians IPL 2024
Advertisment