Mumbai Indians Split in Groups: মুম্বই ইন্ডিয়ান্স সংসারে আগুন লেগে গিয়েছে। অন্তর্দ্বন্দ্ব গ্রাস করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলকে। একাধিক বিশেষজ্ঞ সেদিকে ইঙ্গিত করেছেন। বাস্তবেও দলের ক্রিকেটারদের সম্পর্কে চিড় ধরা পড়েছে।
মরশুম শুরু হয়েছিল অনেক আশা নিয়ে। তবে বিতর্কের ইঙ্গিত মিলেছিল হার্দিক পান্ডিয়াকে কোচ করে আনায়। নেতৃত্ব থেকে রোহিত শর্মার অপসারণ মোটেই ভালভাবে নেননি সমর্থককুল। তারপর টুর্নামেন্ট যত গড়িয়েছে ততই মুম্বইয়ের মাঠ এবং মাঠের বাইরে হতশ্রী দশা প্রকট হয়েছে। প্ৰথম দল হিসেবে মুম্বই প্লে অফ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করে ফেলেছিল আগেই। এবার লিগ টেবিলের শেষ স্থানে থেকে ফিনিশ করা নিয়েই হাজির হয়েছে নয়া সঙ্কট। শেষ ম্যাচে লখনৌকে ওয়াংখেড়েতে হারানোর সঙ্গেই মুম্বইয়ের আশা থাকবে শেষ ম্যাচে পাঞ্জাব যেন জিততে না পারে। তাহলেই একমাত্র শেষ স্থানে থাকা আটকাতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স শিবির।
তবে লাস্ট স্পট ফিনিশ থেকেও মুম্বইয়ের বড় সমস্যা হাজির। দলের অন্তর্দ্বন্দ্ব যে অনেক দিনই চলছিল তা স্পষ্ট হয়ে গিয়েছে। কেকেআর ম্যাচেই হার্দিক-রোহিতের বিভাজন স্পষ্ট হয়ে যায়। অনুশীলনে হার্দিক ব্যাট করতে নামা মাত্রই রোহিত-সূর্যকুমাররা ইডেনে নেট ছেড়ে অন্যদিকে চলে যান। কেকেআর ম্যাচের আগেই কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সঙ্গে একান্ত আলাপচারিতায় রোহিত বলে ফেলেছিলেন, এটাই তাঁর মুম্বইয়ে শেষ সিজন। জল্পনা উস্কে গিয়েছিল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কেকেআর ড্রেসিংরুমে রোহিতের উপস্থিতিতে। কানাকানি শুরু হয়ে যায়, তবে কি রোহিতের পরবর্তী গন্তব্য কেকেআর!
তবে সেই ইস্যুতেই এবার নতুন টুইস্ট। দৈনিক জাগরণ-এর রিপোর্টে বলা হয়েছে, মুম্বই শিবিরের বিভাজন এতটাই তীব্র। দলের বিদেশি তারকারা হার্দিকের নেতৃত্বেই খেলতে স্বচ্ছন্দ। আবার দেশীয় তারকারা চাইছেন রোহিতকে যাতে পুনরায় নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হোক।
দক্ষিণ আফ্রিকা কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স হার্দিকের নেতৃত্ব কাটাছেঁড়া করতে গিয়ে বলেছিলেন, হার্দিকের নেতৃত্বের ধরণ তরুণ অথবা অনভিজ্ঞ দলের পক্ষে উপযুক্ত। তবে বুমরা, রোহিত, সূর্যকুমারদের মত সিনিয়রদের সঙ্গে এমন স্টাইলের নেতৃত্ব খাপ খাবে।
তবে পাল্লা ভারি আপাতত দেশিদের দিকেই। কারণ মুম্বই শিবিরে সেরকম হেভিওয়েট বিদেশি নেই। একমাত্র টিম ডেভিড ছাড়া। টিম ডেভিড কয়েকদিন আগেই প্রকাশ্যেই হার্দিকের নেতৃত্ব প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। বলে দেন, হার্দিক অনেকটা আঠার মত কাজ করছে দলের সঙ্গে। যাতে তাঁরা শেষদিকে খোলামনে ব্যাট করতে পারছেন। এছাড়াও হার্দিকের ফর্ম নিয়েই সন্তোষ প্রকাশ করেছিলেন অজি বিগ হিটার।