Rinku Singh vows to win World Cup: কেকেআর ট্রফি জিততেই রিংকু সিং, ফুল চার্জড। গতবার কেকেআরের হয়ে এক ওভারে পাঁচটা ছয় হাঁকিয়ে আইপিএলের ইতিহাসে নাম তুলেছিলেন। টুর্নামেন্টে তুলেছিলেন ৪৭৪ রান। এবার ফ্র্যাঞ্চাইজিকে ট্রফি হাতে দেখেই সুর আরও চড়ালেন আলিগড়ের ছেলে। বিশ্বজয়ের স্বপ্ন দেখিয়ে অনুরাগীদেরকে রিংকুর আশ্বাস, 'আপনারা একটু অপেক্ষা করুন, দেখুন!' যদিও আইপিএল-জয়ী কেকেআর সদস্য এতকিছু বললেও, ১ জুন থেকে হতে চলা টি-২০ বিশ্বকাপের ১৫ জনের ভারতীয় দলেই নেই।
তাতে অবশ্য রিংকুর বিশেষ যায় আসে না। কারণ, বছর ২৬-এর ছেলেটা ক্রিকেট বিশেষজ্ঞদের চোখে টি-২০ ফিনিশার হিসেবে ইতিমধ্যেই মার্কি। এবারের আইপিএলে সল্ট, নারিনদের দৌলতে বেশিরভাগ ম্যাচে মাঠে নামার সৌভাগ্যটা শুধু জোটেনি। যেটুকুতে নেমেছিলেন, ভাগ্য সাথ দেয়নি। এবার ১১ ইনিংসে রিংকুর রান মাত্র ১৬৮। তবে, তাতে কী! সবসময় রীতিমতো খোশমেজাজে থাকা চাপমুক্ত রিংকু, কেকেআরের আইপিএল জয়ে নিজের সাফল্যকে জুড়ে নিয়েছেন। আর, রিজার্ভ প্লেয়ার হিসেবে টি-২০ বিশ্বকাপে যাওয়ার সুবাদে বিশ্বজয়ের আশা পর্যন্ত দেখিয়ে দিলেন সমর্থকদের।
আরও পড়ুন: যাঁদের কথা কেউ ভাবেনি, তাঁদের জন্য হৃদয় উপুড় জয় শাহের! KKR চ্যাম্পিয়ন হতেই বড় ঘোষণা বোর্ড সচিবের
রিংকুর কথায়, 'আমি প্রথমে নয়ডা যাচ্ছি। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র। দেখবেন, বিশ্বকাপটাও নেব।' এটা অবশ্য রিংকুর বড় প্রাপ্তি যে কেকেআর থেকে একমাত্র তিনিই এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে যাচ্ছেন। নিউইয়র্কে ৫ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে, রোহিত শর্মার দল ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে।
কেকেআরের আইপিএলের জয়ের সূত্রটাও ফাঁস করেছেন এই তরুণ অলরাউন্ডার। রিংকুর মতে, 'সবাই প্রচণ্ড পরিশ্রম করেছে। জিজি (গৌতম গম্ভীর) স্যার আসার পর থেকে অনেক কিছুই বদলে গেছে। ব্যাটাররা ভালো খেলেছে, বোলিং দারুণ ছিল। ভেঙ্কি (ভেঙ্কটেশ আইয়ার) গত পাঁচ-ছয়টা ম্যাচে দুর্দান্ত খেলেছে। সব মিলিয়ে সবাই ভালো খেলেছে।'