Advertisment

Rishabh Pant suspended: IPL থেকে নির্বাসনে পন্থ, দিতে হবে ৩০ লক্ষ টাকা জরিমানাও! জয় শাহের বোর্ডের নিদানে ঝড় উঠে গেল আচমকাই

Delhi Capitals slow over rate offense: দিল্লি ক্যাপিটালস ম্যাচ রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তারপর সেই আবেদন বোর্ডের অম্বুডসম্যানের কাছে সিদ্ধান্ত পর্যালোচনা করার জন্য পাঠানো হয়। তারপর ভার্চুয়াল শুনানির পর ম্যাচ রেফারির সিদ্ধান্ত-ই বহাল রাখা হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant fined Rs 30 Lakh

Rishabh Pant fined: জরিমানা এবং নির্বাসন একসঙ্গে হল ঋষভ পন্থের (টুইটার)

Delhi Capitals captain fined for slow over rate: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঋষভ পন্থকে পাবে না দিল্লি ক্যাপিটালস। রবিবার আরসিবির বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে খেলবে দিল্লি। সেই ম্যাচে থাকছেন না পন্থ। বোর্ডের তরফে নির্বাসনের শাস্তি দেওয়া হল তারকা কিপার-ব্যাটারকে।

Advertisment

IPL Code of Conduct breach by Rishabh Pant: ৭মে অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মন্থর ওভার রেটের কবলে পড়েছিল দিল্লি। এরপরেই আইপিএলের তরফে অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, এটা ঋষভ পন্থের চলতি সিজনে তৃতীয় ভুল। আইপিএল শৃঙ্খলা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ করার জন্য ৩০ লক্ষ টাকা জরিমানার সঙ্গে এক ম্যাচের নির্বাসনেও পাঠানো হল পন্থকে। বাকি দলের সকলকে ইমপ্যাক্ট প্লেয়ার সমেত ব্যক্তিগতভাবে ১২ লক্ষ টাকা জরিমানা অথবা ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ দিতে হবে।

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, দিল্লি ক্যাপিটালস ম্যাচ রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তারপর সেই আবেদন বোর্ডের অম্বুডসম্যানের কাছে সিদ্ধান্ত পর্যালোচনা করার জন্য পাঠানো হয়। তারপর ভার্চুয়াল শুনানির পর ম্যাচ রেফারির সিদ্ধান্ত-ই বহাল রাখা হয়।

কেকেআর বনাম মুম্বই ম্যাচের আগে আইপিএল লিগ টেবিল অনুযায়ী, দিল্লি ক্যাপিটালস ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আরসিবি রয়েছে সপ্তম স্থানে।

বেঙ্গালুরুতে রবিবার দিল্লির অধিনায়ক হচ্ছেন অক্ষর প্যাটেল। ম্যাচের আগে শনিবার দিল্লির হেড কোচ রিকি পন্টিং বলেছেন, "গত কয়েক সিজন ধরেই অক্ষর দলের ভাইস ক্যাপ্টেন ছিল। ও একজন অভিজ্ঞ আন্তর্জাতিক এবং আইপিএল ক্রিকেটার। ভীষণ বুদ্ধিদীপ্ত এবং ম্যাচ রিডিং খুব ভালো। ও অধিনায়ক হওয়ার জন্য বেশ রোমাঞ্চিত। ঋষভ নির্বাসনে যেতে পারে এমন সম্ভাবনায় ওঁকে সম্ভাব্য অধিনায়ক ধরে গত কয়েকদিন ধরেই আমরা আলোচনা করছিলাম।"

Rishabh Pant IPL Delhi Capitals Axar Patel IPL 2024
Advertisment