/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/ie-Rohit-and-Abhishek-Nayar.jpg)
রোহিত শর্মা এবং অভিষেক নায়ারকে একটি অ্যানিমেটেড আলোচনায় জড়িত থাকতে দেখা গেছে। (স্ক্রিনগ্র্যাব)
Rohit Sharma and Abhishek Nayar: শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ইডেনে মুখোমুখি হচ্ছে কেকেআরের বিপক্ষে। আর সেই ম্যাচের আগে শুক্রবার বিকালে কেকেআরের তরফ থেকে এক ভিডিও পোস্ট করা হয় নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। যেখানে কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে দেখা গিয়েছে নিজের পুরোনো বন্ধু রোহিত শর্মার সঙ্গে গল্প করতে।
সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে হয়। দুজনের মধ্যে কী আলোচনা হল, তা জানতে উদগ্রীব হয়ে পড়েন সমর্থকরা। ভিডিওয় রোহিতকে মুম্বই ড্রেসিংরুমের দুরবস্থা নিয়ে প্রকাশ্যেই আলোচনা করতে শোনা গিয়েছে। বিতর্ক তৈরি হওয়ার সঙ্গেসঙ্গেই সেই ভিডিও মুছে ফেলা হয়।
0:01 Ek ek chiz change ho raha hai,
0:04 Wo unke upar hai mujhe faraq nhi padta,
0:08 Mai to kahi jane nhi wala.
0:12 Jo bhi hai wo mera ghar hai bhai.
0:15 Jo temple maine banaya hai.
0:18 Muje kya ye to mera last h.
Someone tell Rohit Sharma about fans. pic.twitter.com/LtvB6iMU73— 𝐈conic𝗥ohit 𝕏 (@cap_x_mahesh) May 10, 2024
অভিষেক নায়ারকে রোহিত কী কী বলেছিলেন তা প্রকাশ পেয়ে গিয়েছে...
..ছোট ছোট সমস্ত জিনিস বদলে যাচ্ছে।
... এটা ওঁদের ব্যাপার।
... যাই হোক, এটা এখনও আমার ঘরের মত।
...আমার কিছু যায় আসে না। এটাই তো আমার শেষ।
ড্রেসিংরুমের নাটক:
মুম্বই ইন্ডিয়ান্স এই মুহূর্তে দশ দলের মধ্যে নয় নম্বরে রয়েছে। লিগের প্ৰথম দল হিসাবে চলতি সিজনে প্লে অফ থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে হার্দিক বাহিনীরা। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করার সিদ্ধান্ত মোটেই জনপ্রিয় ছিল না সমর্থকদের কাছে। মাঠে নামলেই এই কারণে হার্দিককে টিটকিরি হজম করতে হয়েছে সমর্থকদের কাছ থেকে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দলের একাধিক ক্রিকেটার কোচিং স্টাফের কাছে হার্দিকের নেতৃত্বে দলের পরিচালন ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা ব্যক্ত করেছেন।
গোটা ঘটনার সূত্রপাত দিল্লি ক্যাপিটালসের কাছে হার-পরবর্তী ঘটনা। সেই সময় হারের জন্য সরাসরি তিলক ভার্মার দিকে আঙ্গুল তুলেছিলেন ক্যাপ্টেন হার্দিক। ম্যাচের পরই রাখঢাক না করে পান্ডিয়া সম্প্রচারকারী টিভিকে বলে দেন, “অক্ষর যখন তিলকের মত একজন বাঁ হাতিকে বল করছিল, সেই সময় উচিত ছিল অক্ষরকে আক্রমণ করা। আমার মনে হয় আমাদের মধ্যে ম্যাচ চলাকালীন সচেতনতার সামান্য অভাব রয়েছে। দিনের শেষে এটাই ম্যাচে তফাৎ হয়ে গেল।” সেই ম্যাচে তাৎপর্যপূর্ণভাবে তিলক ভার্মা ৬৩ রান করে দলের সর্বোচ্চ রান স্কোরারও ছিলেন।
দলের হারের জন্য একজনের ওপর দায় চাপিয়ে দেওয়া মোটেই ভালভাবে নেয়নি মুম্বই ড্রেসিংরুম। বিশেষজ্ঞরাও মুম্বইয়ের অন্তর্দ্বন্দ্ব নিয়ে ইঙ্গিত করেছেন। একধাপ এগিয়ে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান মাইকেল ক্লার্ক সরাসরি বলেছেন, মুম্বই ইন্ডিয়ান্স বহু শিবিরে ভাগ হয়ে গিয়েছে। "আমার মনে হয় দলে একাধিক গোষ্ঠী, একাধিক ভাগ রয়েছে। কোনও একটা বিষয়ে সমস্যা হচ্ছে। দল হিসেবে ওঁরা মোটেই খেলতে পারছে না।" বলে দিয়েছিলেন ক্লার্ক।