Advertisment

Rohit Sharma to leave Mumbai Indians: হার্দিকের নেতৃত্বে বিষাক্ত ফ্র্যাঞ্চাইজি ড্রেসিংরুম! মুম্বই ইন্ডিয়ান্স ছেড়েই দিচ্ছেন রোহিত শর্মা

Rohit Sharma unhappy with Mumbai Indians leadership under Hardik Pandya: প্রিয় মুম্বই ইন্ডিয়ান্স-এর সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত রোহিতের, বড় আপডেট এল সরাসরি

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit, Hardik

Rohit-Hardik: একই দলে থাকলেও বিরাট দূরত্ব তৈরি হয়ে গিয়েছে রোহিত ও হার্দিকের মধ্যে। (ফাইল ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস)

Rohit Sharma-Hardik Pandya equations in Mumbai Indians dressing room: হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে রীতিমতো বিষাক্ত হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুম! যার জেরে এবার মুম্বই ইন্ডিয়ান্স দল ছেড়েই দিচ্ছেন রোহিত শর্মা। হার্দিক আসার আগে, গতবছর পর্যন্ত আইপিএলে মুম্বইয়ের অধিনায়ক ছিলেন রোহিতই। তাঁকে সরিয়েই এবার গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের বদলে হার্দিককে অধিনায়ক করেছে।

Advertisment

তারপর থেকেই ফ্র্যাঞ্চাইজি টিমে শুরু হয়েছে সমস্যা। রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল খেতাব জিতেছে। এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস ছাড়া এই কৃতিত্ব আর কোনও দলের নেই। কিন্তু, গত বছর দুয়েক রোহিতের নেতৃত্বে আইপিএলে বিশেষ কিছু করতে পারেনি মুম্বই। আর, মুম্বই দল থেকে দুই বছরের জন্য গুজরাট টাইটান্সে গিয়ে অধিনায়ক হিসেবে হার্দিক প্রথম বছর দলকে চ্যাম্পিয়ন করেছেন। দ্বিতীয় বছর রানার্স তুলেছেন। তারপরই হার্দিককে নিয়ে এসেছেন মুম্বইয়ের কর্তারা।

কিন্তু, ক্যাপ্টেনসি থেকে রোহিতকে অপসারণের কথা শোনার পরই ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন মুম্বই সমর্থকরা। কয়েক লক্ষ ফলোয়ার রোহিতের অপসারণের কথা জানার পরই মুম্বইকে সোশ্যাল মিডিয়ায় ফলো করাই ছেড়ে দেন। পাশাপাশি, এই অপসারণের জন্য ক্ষোভও প্রকাশ করেন রোহিতের স্ত্রী। এবারের আইপিএলে পরপর তিনটি ম্যাচে পরাজিত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাতে, হার্দিকের সঙ্গে রোহিতের দূরত্ব আরও বেড়েছে বলেই অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- নিয়ম ভাঙলেন মুম্বই ইন্ডিয়ান্স-এও! রেয়াত না করেই শাস্তির কবলে সেই ঈশান কিষান

আর, সেই দূরত্ব বাড়ার ফল হিসেবেই মু্ম্বই শিবির ছাড়তে চাইছেন রোহিত শর্মা। এবার আইপিএলের সপ্তদশ আসর চলছে। পরের বছর মেগা নিলাম হবে। সেই নিলামেই মুম্বই থেকে বেরিয়ে যেতে চান রোহিত। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুম্বই শিবিরের ড্রেসিংরুম বর্তমানে খেলোয়াড়দের মধ্যে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে। তার মধ্যে কিছু খেলোয়াড় রয়েছেন রোহিতের পক্ষে। আর, বাকিরা হার্দিক পান্ডিয়ার অনুগামী। এই বিভাজনেরই প্রতিফলন এবারের আইপিএলে মুম্বইয়ের খেলায় পড়েছে বলেই মনে করছেন সমর্থকরা।

অবশ্য খেলোয়াড়দের কয়েকজন যতই হার্দিকের পক্ষে থাকুন না কেন, মুম্বই সমর্থকরা কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন তাঁরা রোহিতপন্থী। মাঠেও ম্যাচ চলাকালীন হার্দিকের উদ্দেশ্যে গ্যালারি থেকে সমস্বরে কটূক্তি ভেসে আসছে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় হার্দিককে তুলোধনা করছেন। এমনকী, বাপ-বাপান্ত করার ব্যাপারে ছাড় দিচ্ছেন না প্রাক্তন তারকারাও।

এর মধ্যেই কোচদের সঙ্গে হার্দিকের অভব্য আচরণ নিয়েও নিন্দার ঝড় উঠেছে। বোলিং কোচ লাসিথ মালিঙ্গাকে প্রকাশ্যে ধাক্কা দিয়েছেন হার্দিক। তাঁকে দেখে ডাগ আউটে চেয়ার পর্যন্ত মালিঙ্গা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে আগামী ৭ এপ্রিল ওয়াংখেড়ে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেও যদি মুম্বই হারে, তবে নাগপুরের দলের ড্রেসিংরুমে আরও বড় অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে।

IPL Hardik Pandya Rohit Sharma Mumbai Indians IPL 2024
Advertisment