Advertisment

Rohit Sharma: মুম্বইয়ের অনুশীলনে নামলেন না রোহিত! ঝামেলার মুম্বইয়ে ফের একবার বিতর্কের দাবানল

Rohit Sharna skips IPL practice: আইপিএল শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স এখন রোহিত-হার্দিকের সম্পর্কের গুঞ্জনের জেরেই বেশি চর্চায়। তার ওপর রোহিত আবার প্রথম প্র্যাকটিস ম্যাচে খেললেন না। যা থামাতে রীতিমতো বিবৃতিও জারি করতে হল মুম্বইয়ের কর্তাদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Mumbai Indians

Rohit Sharma-Mumbai Indians: আলাদা অনুশীলনে কাটালেন অপসারিত অধিনায়ক। (ছবি-মুম্বই ইন্ডিয়ান্স ওয়েবসাইট)

Rohit Sharma misses Mumbai Training session: অধিনায়কত্ব বিতর্কের মধ্যেই মু্ম্বইয়ের প্রথম অনুশীলন ম্যাচে দেখতে পাওয়া গেল না সদ্যবিদায়ী রোহিত শর্মাকে। শুক্রবার (২২ মার্চ) থেকেই শুরু হচ্ছে এবারের আইপিএল। তার আগে বেশ কয়েকমাস ধরেই মুম্বইয়ের ক্যাপ্টেন পদ থেকে রোহিতের অপসারণ নিয়ে জোর চর্চা চলছে। একদশক ধরে রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল জিতেছে। সেই রোহিতকে সরিয়েই এবার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে দেশের বাণিজ্যিক রাজধানীর দলটি।

Advertisment

তারপর থেকেই রোহিতের বদলে হার্দিক মুম্বইকে কেমন নেতৃত্ব দেন, তা দেখার জন্য মুখিয়ে দর্শকরা। ২০১৩ সালে মুম্বইয়ের অধিনায়ক হওয়ার পর থেকে রোহিত ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০- এই বছরগুলোয় ফ্র্যাঞ্চাইজি টিমকে আইপিএল এনে দিয়েছেন। হার্দিকও এই দলের ঘরের ছেলে বললে, বেশি বলা হয় না। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত হার্দিক মুম্বইয়েই ছিলেন। মধ্যে দুই বছর ২০২২ এবং ২০২৩ সালে গুজরাট টাইটানসে যান। সেখানে অধিনায়ক হিসেবে প্রথম বছর দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন। পরের বছর, দলকে ফাইনালে তোলেন। তারপরই এবছর এক্কেবারে মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে হার্দিকের পুরোনো দলে প্রত্যাবর্তন।

আর, সেই কারণেই হার্দিক এবং মুম্বই ইন্ডিয়ান্সের ওপর এখন সবার নজর। অধিনায়ক বদলের পর দল কেমন খেলে, সেটাই সবাই জানতে চায়, দেখতে চায়। কারণ, রোহিত এখনও তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক। আইপিএল শেষে আসন্ন টি২০ বিশ্বকাপেও রোহিতই জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু, সেসব কৌতূহল নিরসনের বদলে আইপিএল শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স এখন রোহিত-হার্দিকের সম্পর্কের গুঞ্জনের জেরেই বেশি চর্চায়। তার ওপর রোহিত আবার প্রথম প্র্যাকটিস ম্যাচে খেললেন না। যা থামাতে রীতিমতো বিবৃতিও জারি করতে হল মুম্বইয়ের কর্তাদের। রীতিমতো শাক দিয়ে মাছ ঢাকার মত করে জানাতে হল, ব্যক্তিগত ফিটনেস চর্চায় ব্যস্ত থাকার জন্য রোহিত এই ম্যাচে যোগ দেননি।

এই ম্যাচে এমআই তার বিবৃতিতে জানিয়েছে, 'রোহিত শর্মা সোমবারই দলে যোগ দিয়েছেন। তিনি মু্ম্বইয়ে নেট প্র্যাকটিস এবং প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত। গত তিন দিন ধরেই অনুশীলনে গতি আর শক্তি বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। সেই জন্য প্র্যাকটিস ম্যাচে যোগ দেননি।' তবে, দল একথা বললেও, হার্দিক গোটা বিষয়ে একফোঁটাও মুখ খোলেননি। হার্দিককে অধিনায়কত্ব বদল নিয়ে রোহিত শর্মার সঙ্গে কোনও কথা হয়েছে কি না, সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে মুম্বইয়ের নয়া অধিনায়ক আগে বলেছিলেন, 'রোহিত শর্মা জাতীয় দল নিয়ে ব্যস্ত আছেন। সেই জন্য তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।'

আরও পড়ুন-  ২৪ ঘন্টা আগেই কেন নেতৃত্ব ত্যাগ ধোনির! CSK অন্দরমহলের তথ্য ফাঁস, সামনে এল আসল কারণ

এবার তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, রোহিত শর্মা থাকায় তাঁর মুম্বই টিম চালাতে কোনও অসুবিধা হবে কি না? জবাবে হার্দিক বলেছেন, 'হ্যাঁ এবং না। কারণ, তিনি পথে আছেন, খেলছেন। আমরা সবাই পেশাদার। আর, এই সময়ে গোটা টিম একজোট হয়েছে। আমরা খেলব। মাত্র কয়েক মাস হল, আমরা একে অপরের সঙ্গে নেই। আইপিএলের প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেই রোহিত চলে এলে, ওঁর সঙ্গে কথা হবে। সবচেয়ে বড় কথা, আমার দরকার পড়লে, ওঁর কাছে সাহায্য চাইলে যে করবে না, তেমনটা কিন্তু না। রোহিত ভারতের অধিনায়ক। সেই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।'

Mumbai Indians BCCI Hardik Pandya Rohit Sharma IPL
Advertisment