/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/rohit-ambani.jpg)
Rohit-Akash: নতুন জল্পনার ইন্ধন দিয়ে গেল রোহিত-আকাশ সখ্য (টুইটার)
Mumbai Indians in IPL 2024: মরশুম শুরুর আগেই বোমা ফাটিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে আচমকা নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে অধিনায়ক করে বিশাল অর্থ খরচ করে ট্রেড ইন করে আনা হয় হার্দিক পান্ডিয়াকে। মুম্বই ইন্ডিয়ান্স-এর সেই বিতর্কিত সিদ্ধান্তের পর বয়ে গিয়েছে বহু জল। হার্দিক পান্ডিয়া নিয়ম করে মাঠে নেমে দর্শকদের টিটকিরির মুখে পড়েছেন সর্বত্র।
হার্দিক পান্ডিয়ার সামনে রোহিত শর্মার জয়ধ্বনিতে মাতিয়ে দেওয়া হয়েছে স্টেডিয়ামে। হার্দিকের সঙ্গে ক্রমাগত দুর্ব্যবহারে মুখ খুলেছেন একের পর এক ক্রিকেট মহারথী। সৌরভ থেকে সঞ্জয় মঞ্জরেকর পাশে থাকার বার্তা দিয়েছেন হার্দিকের। এমনকি সঞ্চালনার সময় সঞ্জয় মঞ্জরেকর দর্শকদের ভালভাবে 'ব্যবহার' করার নিদানও দিয়েছেন।
বিতর্কবিদ্ধ আবহে মুম্বই আইপিএলে একের পর এক ম্যাচে মুখ থুবড়ে পড়েছে। প্ৰথম চার ম্যাচেই মুম্বই হেরে গিয়েছিল। শেষমেশ দিল্লির বিরুদ্ধে জিতে পয়েন্টের খাতা খোলে মুম্বই।
টানা হারের মুখে জল্পনা রটে গিয়েছিল হার্দিককে সরিয়ে হয়ত রোহিতকে ফের একবার মুম্বইয়ের অধিনায়ক করা হবে। সেই জল্পনা আরও জোরালো হল আরসিবির বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগে। এমনিতেই একদশক পর এই প্ৰথমবার আইপিএলে আরসিবি এবং মুম্বই মুখোমুখি হচ্ছে যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা কেউই আর ক্যাপ্টেন নন। দুজনে ক্যাপ্টেন না থাকলেও ম্যাচের যাবতীয় ফোকাসে রয়েছেন দুই কিংবদন্তি।
তবে রোহিত বনাম কোহলি নয়, আরসিবি ম্যাচের আগে হঠাৎ আবার মুম্বই অন্দরমহলের সমীকরণের জল্পনা তুঙ্গে উঠল। রোহিতকে ওয়াংখেড়েতে আসতে দেখা গেল মুম্বই মালিক আকাশ আম্বানির ব্যক্তিগত গাড়িতে। সাধারণত, দলের ক্রিকেটাররা স্টেডিয়ামে আসেন টিম বাসে। রোহিত অবশ্য আকাশের গাড়িতে স্টেডিয়ামে পা দিতেই নেতৃত্ব বদলের সম্ভবনা জোরালো হয়েছে।
Rohit Sharma With Mumbai Indians Owner Akash Ambani 🧐
Are We Going To See Any Big Surprise During Mid Season ? pic.twitter.com/E0lEStdLE1— Vaibhav Bhola 🇮🇳 (@VibhuBhola) April 10, 2024
যদিও ক্রিকেট মহলের ব্যাখ্যা রোহিতের সঙ্গে আকাশের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভালো। তাই আম্বানির গাড়িতে স্টেডিয়ামে আসার সঙ্গে নেতৃত্ব বদলের সম্ভবনার যোগসূত্র তেমন নেই বললেই চলে।
মুম্বই হার্দিককে দীর্ঘমেয়াদি প্ল্যানিংয়ের অংশ হিসেবেই বেছে নিয়েছে। চলতি আইপিএলে মুম্বই গড়পড়তা পারফরম্যান্স করলেও নেতৃত্ব বদলের পথে হয়ত হাঁটবে না মুম্বই শিবির।
তবে রোহিত আগামী সিজনে মুম্বইয়ে থাকেন কিনা, সেদিকে দেখার। রোহিত নিলামের আগেই মুম্বই ছাড়তে পারেন বলে জানিয়েছে একাধিক সর্বভারতীয় প্রচারমাধ্যম।