Mumbai Indians camp divided: মুম্বই ইন্ডিয়ান্স সংসারে আগুন লেগে গিয়েছে। অন্তর্দ্বন্দ্ব গ্রাস করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলকে। একাধিক বিশেষজ্ঞ সেদিকে ইঙ্গিত করেছেন। বাস্তবেও দলের ক্রিকেটারদের সম্পর্কে চিড় ধরা পড়েছে।
এমন গৃহযুদ্ধের সময়েই বড় জল্পনা ছড়িয়ে পড়েছে। হার্দিক-রোহিত নাকি একসঙ্গে অনুশীলন-ও করছেন না। সম্প্রতি মুম্বই ক্যাম্পের এক ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে বলা হচ্ছে, হার্দিক অনুশীলনে ব্যাট করতে আসা মাত্রই নেট ছেড়ে বেরিয়ে যান তিলক ভার্মা, সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা।
দৈনিক জাগরণ-এ এক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। যেখানে কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগের ঘটনা ব্যক্ত করা হয়েছে। অনুশীলনে একসময় হার্দিক ছিলেন না। সেই সময় রোহিত চুটিয়ে ব্যাট করছিলেন। এরপরে রোহিত সাইডলাইনে বসেছিলেন তিলক ভার্মা, সূর্যকুমার যাদবের সঙ্গে। সেই সময়েই আবার হার্দিক যেই মুহূর্তে ব্যাট করতে আসেন নেটে, তিন মুম্বইয়ের তারকা উঠে মাঠের অন্যত্র চলে যান।
কেকেআর ম্যাচের আগেই ইডেনে রোহিত জোড়া ঘটনায় ঝড় তুলে দিয়েছেন। প্ৰথমে কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা গিয়েছিল হিটম্যানকে। সেই আলোচনায় রোহিত বলে দেন, এটাই তাঁর মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে শেষ সিজন।
এরপরে বৃষ্টিবিঘ্নিত ইডেনে ম্যাচের সময় রোহিত আবার চুটিয়ে আড্ডা দেন কেকেআরের একাধিক ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে। জোড়া ঘটনায় রোহিত কার্যত যেন ইঙ্গিত দিয়েই দিয়েছেন মুম্বই তাঁর একদমই না পসন্দ।
পরের সিজনেই আইপিএলে মেগা নিলাম। মুম্বই সম্ভবত ছেড়েই দেবে রোহিতকে। হার্দিককে চলতি সিজনে অধিনায়ক করার মাধ্যমেই মুম্বই তাঁদের পরবর্তী অধিনায়ক হিসেবে কার্যত মান্যতা দিয়ে দিয়েছে তারকা অলরাউন্ডারকে।আগামী সিজনে রোহিতের ঠাঁই কোন ফ্র্যাঞ্চাইজি হয়, সেটাই আপাতত দেখার।