/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/rohit-kkr.jpg)
Rohit Sharma chat with KKR support staff: কেকেআর ড্রেসিংরুমে রোহিত (টুইটার)
Mumbai Indians in IPL 2024: শুক্রবার কেকেআর বনাম মুম্বই ম্যাচের আগে রোহিতকে আলোচনা করতে দেখা গিয়েছিল নাইটদের ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সঙ্গে। সেই আলোচনায় রোহিতকে স্পষ্ট বলতে শোনা গিয়েছিল তিনি মুম্বইয়ে মোটেই সুখী নন। তারপর ঝড় উঠে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
ম্যাচের আগের এই ঘটনার পরেই শেষ নয় অধ্যায়। ইডেনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রোহিতের কীর্তি কলাপ আবার-ও জল্পনার জন্ম দিল। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও মুছে ফেলা হয়েছে। যেখানে রোহিতকে দেখা গিয়েছে, কেকেআর ফ্র্যাঞ্চাইজির সকলের সঙ্গে গভীর আলোচনায় মত্ত।
শনিবার ইডেনে কেকেআর ম্যাচ দেরিতে শুরু হয়েছিল। নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পরে ম্যাচের বল গড়ায়। বৃষ্টি এবং বজ্রপাতের কারণে খেলায় বিলম্ব ঘটেছিল। সেও সময়েই রোহিতকে কেকেআরের ড্রেসিংরুমে দেখা যায়। ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফদের সঙ্গে নিবিড় আলোচনা করতে থাকেন মহাতারকা। কেকেআরের সাপোর্ট স্টাফে ব্যাটিং কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ ভরত অরুণ যেমন ছিলেন, তেমন কেএস ভরত, মনীশ পান্ডের মত ক্রিকেটারদেরও দেখা গিয়েছে।
আর এই ছবিতেই জল্পনা আরও জোরালো হয়েছে তাহলে কি আগামী সিজনে রোহিতকে কেকেআরেই দেখা যাবে।
Bro coming to KKR next season 🌚
— Sambit (@samheartbits) May 11, 2024
Next year he might be joining KKR
— आशु गौतम (@Tech_PRGMR_Ashu) May 11, 2024
Narine and Rohit opening?🥵
— Sanket (@SanketM2406) May 11, 2024
Future KKR captain?
— Keano (@UTDKeanoo) May 11, 2024
HITMAN coming to KKR in 2025. Mark my words 😍
— Waqar Ahmed Afridi (@RealWaqarAfridi) May 11, 2024
কয়েকদিন আগেই স্পোর্টসক্রীড়ায় এক সাক্ষাৎকারে ওয়াসিম আক্রাম বলেছিলেন, তাঁর ধারণা রোহিত আগামী সিজনে কেকেআরে নাম লেখাবেন। "আমার মনে হচ্ছে ও (রোহিত) সামনের মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সে থাকবে না। আমি ওকে কেকেআর-এ দেখতে চাই। গৌতি (গৌতম গম্ভীর) মেন্টর থাকল, আইয়ার অধিনায়ক থাকল। তার পাশাপাশি রোহিত থাকলে কেকেআরের ব্যাটিং ইউনিট বেশ শক্তিশালী হয়ে যাবে। এমনিতেও ইডেনের উইকেটে ও খুব ভালো ব্যাট করে। ওখানকার পিচে ওকে দেখতে তাই আরও ভালো লাগবে।"
কেকেআরের বিরুদ্ধে রোহিতের ব্যাটিং রেকর্ড বেশ ভালো। ৩৩ ম্যাচে ১,০৫১। সেঞ্চুরি আছে। ছ'টি হাফসেঞ্চুরি আছে। ইডেনে রোহিতের সর্বোচ্চ রান ১০৯। আক্রম মনে করছেন, কেকেআর এই মরশুমে ঠিক পথেই হাঁটছে। কেকেআরের সঙ্গে আক্রমের একটা সম্পর্ক আছে। গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন আক্রম ছিলেন কেকেআরের বোলিং কোচ।
আক্রামের সেই ভবিষ্যৎবাণী সঠিক হয় কিনা, তা স্পষ্ট হয়ে যাবে আগামী কয়েক মাসের মধ্যেই।