Advertisment

Rohit Sharma-Sanjiv Goenka: রাহুলকে ধমক-চমক, রোহিতের সঙ্গে হাসির ফোয়ারা! মাঠে জল্পনার দাবানল জ্বালিয়ে গোয়েঙ্কার বড় ইঙ্গিত, দেখুন

Rohit Sharma's transfer speculations: রোহিতের দল ছাড়ার জল্পনা তীব্র হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে মুম্বই টিম ম্যানেজমেন্ট যা করল, তাতে তিনি পরের সিজনেই অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সিদ্ধান্ত নিতে পারেন। এমন গুজব আরও জোরালো হল লখনৌ ম্যাচের পর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma transfer speculations

Rohit Sharma and Sanjiv Goenka: রোহিত শর্মার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা সারলেন সঞ্জীব গোয়েঙ্কা (টুইটার)

Rohit Sharma and Sanjiv Goenka: মুম্বইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচেই জ্বলে উঠেছেন রোহিত শর্মা। ৩৮ বলে ৬৮ রানের দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছেন। তবে ওয়াংখেড়েতে শুক্রবার নিজের ইনিংসের কারণে নয়, অন্য কারণে হিটম্যান শিরোনামে। মুম্বইয়ের জার্সিতে তিনি কি ওয়াংখেড়েতে শেষ ম্যাচ খেলে ফেললেন, সেই জল্পনা আরও তীব্র হয়েছে শুক্র-রাতে। ওয়াংখেড়ের দর্শকরাও স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন জাতীয় দলের সুপারস্টারকে।

Advertisment

রোহিতের দল ছাড়ার জল্পনা তীব্র হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে মুম্বই টিম ম্যানেজমেন্ট যা করল, তাতে তিনি পরের সিজনেই অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সিদ্ধান্ত নিতে পারেন। এমন গুজব আরও জোরালো হল লখনৌ ম্যাচের পর রোহিতকে বেশ কিছুক্ষণ মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলতে দেখে।

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে যে রোহিত বদ্ধপরিকর তা স্পষ্ট হয়ে গিয়েছিল কেকেআর ম্যাচে। ইডেনে খেলতে এসে হিটম্যান নাইটদের ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সঙ্গে আলোচনা জুড়ে দিয়েছিলেন। যেখানে তাঁকে স্পষ্ট বলতে শোনা যায়, এটাই তাঁর মুম্বইয়ে শেষ সিজন। সেই ম্যাচের সময় বৃষ্টি ব্যাঘাত ঘটিয়েছিল। সেই সময়েও রোহিতকে দেখা গিয়েছিল কেকেআর ড্রেসিংরুমে। যাতে আবার রোহিতের কেকেআরের যোগদান ঘিরে একপ্রস্থ জল্পনা শুরু হয়।

অনিল কুম্বলে কয়েকদিন আগেই বলে দিয়েছেন, বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের নেতৃত্ব বদলাতে চাইবে। এবং তিনি ইঙ্গিত দেন রোহিতের সঙ্গে মুম্বইয়ের বিচ্ছেদের।

এমনিতেই লখনৌয়ে কেএল রাহুলের থাকা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যেভাবে মালিক সঞ্জীব গোয়েঙ্কা তাঁকে প্রকাশ্যে অপমান করেছেন সর্বসমক্ষে, তাতে রাহুলের বিদায় প্রায় পাকা। এমন অবস্থায় রোহিতের লখনৌয়ে যোগ দেওয়ার জোরালো সম্ভবনা তৈরি হয়েছে। যেভাবে গোয়েঙ্কা গদগদ হয়ে রোহিতের সঙ্গে কথা বলছিলেন, তাতে সন্দেহ আরও তীব্র হয়েছে।

আসন্ন মরশুমে হিটম্যান লখনৌয়ে কিনা, তা সময়ই বলবে।

IPL LSG Lucknow Super Giants Rohit Sharma Mumbai Indians IPL 2024
Advertisment