Rajasthan Royals vs Delhi Capitals: দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে নিয়মের জটিলতা নিয়ে তুঙ্গে উঠল বিতর্ক। মাঠে কতজন বিদেশিকে নামাতে পারবে রয়্যালস শিবির, সেই নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন রিকি পন্টিং।
রাজস্থান রয়্যালস ইমপ্যাক্ট পরিবর্ত হিসাবে নান্দ্রে বার্গারের বদলে এনেছিল শিমরন হেটমায়ারকে। কিছুক্ষণ পরে রয়্যালস ফের মাঠে নামায় অন্য এক বিদেশি রভম্যান পাওয়েলকে। এতেই ক্ষুব্ধ হন রিকি পন্টিং। প্রশ্ন তুলে দেন, কীভাবে রাজস্থান রয়্যালস প্রথম একাদশে তিনজন বিদেশিকে নামলেও ফিল্ডিংয়ের সময় চারজন বিদেশিকে ব্যবহার করতে পারে! রিজার্ভ আম্পায়ারকে দেখা যায় পন্টিংকে আইপিএলের নিয়ম বুঝিয়ে দিতে।
নিয়ম অনুযায়ী, রয়্যালস অবশ্য ভুল কিছু করেনি। দেখে নেওয়া যাক, সংশ্লিষ্ট বিষয়ে আইপিএলের নিয়ম কী বলছে-
আইপিএলে বিদেশি ব্যবহারের কী নিয়ম রয়েছে?
Rule 1.2.5 অনুযায়ী, কোনও দল নিজেদের প্রথম এগারোর ৪ জনের বেশি বিদেশিকে রাখতে পারবে না।
Rule 1.2.6 অনুযায়ী, কোনও দল মাঠে খেলার সময় যে কোনও পরিস্থিতিতে চারজনের বেশি বিদেশিকে ব্যবহার করতে পারবে না। যদি কোনও দল সর্বোচ্চ চার জন বিদেশিকে ব্যবহার করে থাকে, ফিল্ডিং করার সময় অন্য বিদেশিকে পরিবর্ত হিসাবে নামাতে পারবে অন্য একজন বিদেশির বদলেই। তাই প্ৰথম একাদশে কোনও দল যদি চারজন বিদেশির নাম ঘোষণা করে, তাহলে ফিল্ডিং করার সময় স্কোয়াডের অন্য বিদেশিকে পরিবর্ত ফিল্ডার হিসাবে নামানো যাবে প্রথম একাদশে থাকা অন্য বিদেশিকে একমাত্র তুলে নিয়ে।
আরও পড়ুন- ধোনি হলেন ‘বুজুর্গ’, রাহানের ফিটনেস ওঁর থেকেও ভালো! মাহির ওপর আবার বিষ ওগরালেন শেওয়াগ
যদি কোনও দল চারজনের কম বিদেশিকে নিয়ে প্ৰথম একাদশ সাজায়, তাহলে ফিল্ডিংয়ের সময় অতিরিক্ত একজন বিদেশি পরিবর্ত হিসাবে নামতে পারবে। তবে খেয়াল রাখতে হবে, কোনও অবস্থাতেই যেন ম্যাচ চলাকালীন বিদেশির সংখ্যা ৪জনের বেশি না হয়।
ম্যাচে রিয়ান পরাগ ৪৫ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংসে রাজস্থানকে ১৮৫/৫-এ পৌঁছে দেন দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে। রাজস্থান একসময় ৩৬/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকে রিয়ান পরাগ সাত বাউন্ডারি, ছয় ওভার বাউন্ডারিতে দুরন্ত ইনিংস উপহার দিয়ে যান। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে পরাগ ৫৪ রানের পার্টনারশিপ গড়ে যান। অশ্বিন ১৯ বলে ২৯ করেন। ধ্রুব জুড়েল এবং শিমরন হেটমায়ারের সঙ্গেও যথাক্রমে পরাগ ৫২ এবং ৪৩ রান যোগ করেন। দিল্লির হয়ে মুকেশ কুমার, এনরিখ নর্জে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ একটি করে উইকেট নেন।