Advertisment

RR vs MI, IPL 2024 Highlights: যশস্বীর তাণ্ডবে বিপর্যস্ত মুম্বই ইন্ডিয়ান্স, ৯ উইকেটে জয়ী রাজস্থান

Rajasthan Royals vs Mumbai Indians Full Match Report: টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৯ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। ১৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন রাজস্থানের সন্দীপ শর্মা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rajasthan Royals vs Mumbai Indians Full Match Report, RR vs MI Match Highlights, Indian Premier League 2024

Rajasthan Royals vs Mumbai Indians IPL 38th Match Highlights: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে ম্যাচে উইকেট পাওয়ার পর রাজস্থান রয়্যালস (আরআর) খেলোয়াড়রা। (ছবি- আইপিএল ওয়েবসাইট)

Rajasthan Royals vs Mumbai Indians IPL 38th Match Highlights: আইপিএলের ৩৮তম ম্যাচে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে ৯ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস। টস জিতে প্রথমে ব্যাট করে মুম্বই ৯ উইকেটে তুলেছিল ১৭৯ রান। জবাবে ১ উইকেটেই প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। যশস্বী জয়সওয়াল ৫৯ বলে সেঞ্চুরি করেন। ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থেকে যান। মারেন ৯টি চার এবং ৭টি ছয়। সঞ্জু স্যামসনও ২৮ বলে করেন অপরাজিত ৩৮ রান। তিনি ২টি চার ও ২টি ছয় মারেন।

Advertisment

মুম্বইয়ের ১৭৯ রান তাড়া করতে রাজস্থানের হয়ে ব্যাট করতে নামেন যশস্বী জয়সওয়াল ও জোস বাটলার। দু'জনেই চালিয়ে খেলা শুরু করেন। যশস্বী ১৮ বলে ৩১ রান করেন। তিনি ৫টি চার এবং ১টি ছয় মারেন। সমানতালে সঙ্গত করেন জোস বাটলার। তিনি ১৮ বলে ২৮ রান করেন। বাটলার ৫টি চার মারেন। যার জেরে রাজস্থান বিনা উইকেটে ৬ ওভারে তোলে ৬১ রান। এরপরই বৃষ্টি নামে। যার জন্য খেলা বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয়। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি অনুযায়ী ওই পরিস্থিতিতে জয়ের জন্য রাজস্থানকে তুলতে হত বিনা উইকেটে ৪০ রান। তার চেয়ে ২০ রান বেশি ছিল রাজস্থানের।

বৃষ্টির পরে ফের খেলা শুরু হলে, মুম্বইয়ের হয়ে বল করতে আসেন মহম্মদ নবি। কিন্তু, তাতে পরিস্থিতি বদলায়নি। যশস্বী, বাটলাররা রান তোলার গতি অব্যাহত রাখেন। এরপর পীযূষ চাওলার স্পিনে বোল্ড হন জোস বাটলার। তিনি ৬টি চার-সহ ২৫ বলে ৩৫ রান করেন।

RR vs MI IPL 38th Match Report 2024: এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রাজস্থানের সওয়াই মানসিং ইন্ডোর স্টেডিয়ামে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও উইকেটরক্ষক ঈশান কিষান। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট।

শুরু থেকেই হোঁচট খেতে শুরু করে মুম্বই। মাত্র ৫ বল খেলে ৬ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। তিনি ১টি চার মারেন। কিন্তু, পিটিয়ে খেলতে গিয়ে ট্রেন্ট বোল্টের বলে সঞ্জু স্যামসনের হাতে ধরা পড়ে যান রোহিত। মুম্বই দলে পান্ডিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত ঈশান কিষাণ আবার ৩ বলে বিনা রানেই সন্দীপ শর্মার বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ তুলে দেন।

মুম্বইয়ের সূর্যকুমার যাদব ২টো চার মেরে আশা জাগালেও ৮ বলে ১০ রান করে বিদায় নেন। তিনি সন্দীপ শর্মার বলে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ তুলে দেন। মহম্মদ নবি কিছুটা চেষ্টা করেছিলেন। ২টো চার, ১টা ছয়ও মারেন। কিন্তু, যুজবেন্দ্র চাহালের বলে তাঁরই হাতে ক্যাচ তুলে ১৭ বলে ২৩ রান করে ফিরে যান। এটি ছিল আইপিএলে যুজবেন্দ্র চাহালের ২০০তম উইকেট।

প্রায় কাছাকাছি সময়ে চার উইকেট হারিয়ে মুম্বই যখন কাঁপছে, সেই সময় মুম্বইয়ের হাল ধরেন তিলক ভার্মা ও নেহাল ওয়াধেরা। ৫টা চার, ২টো ছয় মেরে ৩৮ বলে ৫০ রান করেন তিলক ভার্মা। এই সময়ই ট্রেন্ট বোল্টের বলে সন্দীপ শর্মার হাতে ধরা পড়েন নেহাল ওয়াধেরা। তিনি ২৪ বলে ৪৯ রান করেন। মেরেছেন ৩টে চার এবং ৪টে ছয়।

দলের ব্যাটারদের আয়ারাম-গয়ারাম পরিস্থিতি দেখে অনেক আগে থেকেই ব্যাট-প্যাড পরে বসেছিলেন হার্দিক পান্ডিয়া। এরপর তিনি ক্রিজে নামেন। কিন্তু হার্দিক ১টা চার মেরে ১০ বলে ১০ রান করে এলবিডব্লিউ হয়ে যান। মুম্বইয়ের রান দাঁড়ায় ৬ উইকেটে ১৭১। এরপর তিলক ভার্মা ৪৫ বলে ৬৫ করে আউট হয়ে যান। তিনটি ৫টি চার এবং ৩টি ছয় মারেন।

জেরাল্ড কোয়েৎজি কোনও রান না করে করেই সন্দীপ শর্মার বলে শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। টিম ডেভিড সন্দীপ শর্মার বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তিনি ৫ বলে ৩ রান করেন। ১৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন সন্দীপ শর্মা। ২০ ওভারে ৯ উইকেটে ১৭৯ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। ১৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন রাজস্থানের সন্দীপ শর্মা।

রাজস্থান রয়্যালস একাদশ
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল

আরও পড়ুন- বোলারদের মেরে ফেলছে আইপিএল! জয় শাহের বোর্ডকে কড়া বার্তা দিয়ে ঝড় তুললেন গাভাসকার

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ
ঈশান কিষাণ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, মহম্মদ নবি, জেরাল্ড কোয়েৎজি, পীযূষ চাওলা, জসপ্রিত বুমরাহ

Mumbai Indians Rajasthan Royals rajasthan IPL IPL 2024
Advertisment