Virat Kohli slowest century controversy: রাজস্থান রয়্যালসের (আরআর) কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) হারতেই সমর্থক থেকে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের নিশানায় এখন বিরাট কোহলি। সেই তালিকায় এবার জুড়লেন বিদেশি কিংবদন্তিও। ম্যাচ চলাকালীন কোহলির বিরাট প্রশংসা করায় তিনিও সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন। এরপরই ভুল স্বীকারের রাস্তায় হাঁটলেন।
এই বিদেশি কিংবদন্তি ইয়ান বিশপ এবারের আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন। রাজস্থানের সঙ্গে বেঙ্গালুরুর ম্যাচেও তিনি ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন। ধারাভাষ্য দেওয়ার সময় বিরাট কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন বিশপ। আরআরের বিরুদ্ধে ম্যাচে বিরাট ৩৯ বলে ৫০ করতেই বিশপ তাঁর কোহলি বন্দনায় মাতেন।
অথচ, কোহলি সওয়াই মান সিং স্টেডিয়ামে শনিবার রাতে যে সেঞ্চুরি করেন, তা আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধীরগতির জন্য কুখ্যাত হয়ে থাকল। কোহলি ৬৭ বলে ১০০ করেছেন। স্ট্রাইক রেট ১৫৬.৯৪। তিনি ১১৩ রান করেছেন ৭২ বলে। এর আগে, ২০০৯ সালে মণীশ পাণ্ডে ডেকান চার্জার্স-এর বিপক্ষে ৬৭ বলে শতরান করেছিলেন। যা এতদিন আইপিএলে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি হিসেবে কুখ্যাত ছিল।
আর, সেই কারণেই ধারাভাষ্য দিতে গিয়ে বিশপের কোহলি বন্দনা ভালো চোখে নেননি সমর্থকরা। তাঁরা বিশপের উদ্দেশ্যে লিখেছেন, '@irbishi (বিশপ) মাত্র ৩৯টি ডেলিভারি বলেছেন। বিরাট তাঁর ৫০ পূর্ণ করার পরে বরং তাঁকে বলতে হত ipl হল একটি ২০ ওভারের টুর্নামেন্ট, ৫০ নয়। আমি জানি তারা আপনাকে বড় প্লেয়ারদের প্রশংসা করার জন্যই অর্থ দিচ্ছে। কিন্তু, তারপরও ব্যাটিং ট্র্যাকে ৩৯ বলে ৫০ একটি রসিকতা।'
অন্য এক সমর্থক লিখেছেন, 'বিশ (বিশপ) অন এয়ার বলেছেন, কোহলি মাত্র ৩৯ বলে তাঁর অর্ধশতক পূর্ণ করেছেন। আপনি আমাকে @irbishi নিরাশ করলেন।' এইভাবে পরপর সমালোচনায় বিদ্ধ হওয়ার পর ভুল স্বীকারের রাস্তায় হাঁটেন বিশপ। তিনি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।
ক্ষমা চেয়ে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি লিখেছেন, 'আমি ক্ষমাপ্রার্থী। টি-২০ ব্যাটিং নিয়ে আমি এমনিতে সচেতন। তবে, ধারাভাষ্য দেওয়ার সময় আমার শব্দ ব্যবহারে ভুল হয়েছিল। ভবিষ্যতে সেগুলো ঠিক করে নেব। আপনাদের প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। এই প্রতিক্রিয়াকে প্রশংসা করছি।' এই ম্যাচেই রাজস্থানের জস বাটলার ৫৮ বলে সেঞ্চুরি করেন। যা, কোহলির মন্থর স্ট্রাইক রেটকে আরও বেশি করে সমর্থকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বাটলারের ওই সেঞ্চুরির জেরেই শনিবার আরসিবির বিরুদ্ধে রাজস্থান সহজেই জয় ছিনিয়ে নিয়েছে।