Virat Kohli slowest century controversy: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কার্যত একাই লড়াই চালিয়েছেন। দলের বাকিরা ব্যাটিং করতে এসেছেন আর ফিরে গিয়েছেন। কিন্তু, বীরের সম্মান পাওয়া দূর। বিরাট কোহলির বিরুদ্ধে সমালোচনায় মুখর প্রাক্তন থেকে সমর্থক, সকলেই। কারণ, ম্যাচে কোহলির স্ট্রাইক রেট কম ছিল। এবার সেই সমালোচনায় গা ভাসালেন বীরেন্দ্র শেওয়াগও। তাঁর অভিযোগ, বিরাট সঠিক গতিতে ব্যাট করলে বেঙ্গালুরু আর ২০ রান বেশি তুলতে পারত।
জয়পুরে শনিবারের রাতের ম্যাচে বিরাট কোহলি অপরাজিত ১১৩ রান করেছেন। শুরুটা অবশ্য ভালোই করেছিলেন আরবিসির দুই ওপেনার কোহলি এবং ফাফ ডু প্লেসিস। দু'জনে মিলে জুটি বেঁধে ১২৫ রান তোলেন। কিন্তু, এরপর স্পিনারদের দাপটে আরসিবির একের পর এক উইকেট হারালেও কোহলি ক্রিজের একপ্রাপ্ত ধরে রেখেছিলেন। শেষে বেঙ্গালুরু তিন উইকেটে ১৮৩ রান তোলে। কিন্তু, সেঞ্চুরির চেয়েও কোহলির ব্যাটিং তাঁর ধীরগতির জন্য শনিবার কুখ্যাত হয়ে থাকল। কারণ, সওয়াই মান সিং স্টেডিয়ামে আইপিএলের ইতিহাসে মন্থরতম সেঞ্চুরি করেছেন কোহলি।
আর, এসব দেখার পর বরাবরের হিটম্যান শেওয়াগ বলেন, 'আমার মনে হয়, আরসিবি আরও ২০ রান করতে পারত। কিন্তু, বিরাটকে সঙ্গ দেওয়ার মতো কোনও বিগ হিটার ছিল না। যারা নেমেছিল, কিছুই করতে পারেনি। তবে, ৩৯ বলে ৫০ রান করার পরই কোহলির স্ট্রাইক রেট বাড়ানো উচিত ছিল। এই সময় দ্রুতগতিতে রান করলে স্ট্রাইক রেট আপনিই ২০০-তে উঠে যায়। ও এটা ভুল করেছে। কিন্তু, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনদের ও পাশে পায়নি।'
আরও পড়ুন- কোহলির প্রশংসা করা ভুল হয়েছে! হাতজোড় করে এবার ক্ষমা চাইলেন বিদেশি কিংবদন্তি
শেওয়াগের সুরে কথা বলেছেন ভারতীয় বোলার মহম্মদ শামিও। ভারতীয় পেসারের সোজা কথা, আরসিবি সবসময় কোহলি নির্ভর হয়ে চলবে, এটা হতে পারে না। বাকিদেরও ভালো খেলতে হবে। শামি নিজে গুজরাট টাইটান্সের প্লেয়ার। তবে, গোড়ালির চোটের জন্য এবার খেলতে পারছেন না। শামির কথায়, 'কোহলি সবসময়ই ভালো পারফর্ম করে। তা সেটা ভারতীয় দলই হোক। অথবা আরসিবি। কিন্তু, আরসিবিও তাদের যাবতীয় ভার কোহলির ওপর চাপিয়ে দিতে পারে না। বাকি ব্যাটাররা কী করছিলেন? তাঁদেরও ভালো খেলতে হবে।'