Sanjiv Goenka vs KL Rahul, IPL 2024: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনৌ শোচনীয়ভাবে পরাস্ত হওয়ার পর গনগনে মেজাজে মাঠেই ফুঁসে উঠেছিলেন সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা। প্রকাশ্যে শয়ে শয়ে ক্যামেরার সামনে কেএল রাহুলকে ধুয়ে দেন গোয়েঙ্কা। তারপর গোটা ক্রিকেট মহলেই ছিঃছিঃকার পড়ে গিয়েছে। এবার লখনৌ মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে একহাত নিলেন বীরেন্দ্র শেওয়াগ। জাতীয় দলের একসময়ের বিধ্বংসী ওপেনার বলে দিয়েছেন, পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছিল। মালিকদের উচিত ড্রেসিংরুম অথবা প্রেস কনফারেন্সে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করা।
ক্রিকবাজ-এ নজফগড়ের নবাব বলে দিয়েছেন, "মালিকের ভূমিকা একমাত্র সাংবাদিক সম্মেলনে অথবা ড্রেসিংরুমে থাকা উচিত। একমাত্র ক্রিকেটারদের মোটিভেট করা উচিত ওঁদের। দলের মালিক যদি হঠাৎ করে এসে কোনও একজনকে জিজ্ঞাসা করতে শুরু করেন, কী হচ্ছে, সমস্যা কোথায়? হঠাৎ করে টিম ম্যানেজমেন্টের কাউকে পাকড়াও করে কোনও একজন ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন করতে থাকেন… আরে দেখো কোচ, ক্যাপ্টেন কীভাবে দল পরিচালনা করে। দলের সঙ্গে সব বিষয়ে যুক্ত থাকা উচিত নয় ওঁদের।"
এরপরে শেওয়াগ আরও চাচাছোলা ভাষায় জানিয়ে দিয়েছেন, দলের ফলাফল নিয়ে কোনও মালিকেরই খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ আইপিএলে সমস্ত ফ্র্যাঞ্চাইজিই লাভের মুখ দেখে।
"এঁরা সকলেই ব্যবসায়ী। লাভ-ক্ষতি ছাড়া কিছু বোঝেন না। আর এখানে যখন ক্ষতির কিছুই নেই। তাহলে মাথা ঘামানোর কিছু নেই। ৪০০কোটি টাকার লাভ তুলছেন আপনি। আর এখানে তো আপনাকে কিছুই করতে হচ্ছে না। দলের ভাবনাচিন্তা করার জন্য নির্দিষ্ট ব্যক্তিরা রয়েছেন। আর যাই ঘটুক না কেন, আপনি তো লাভ করেছেন-ই।"
"আপনার দায়িত্ব শুধুমাত্র প্লেয়ারদের মোটিভেট করাই হওয়া উচিত। এভাবে তো ক্রিকেটাররা আপনার ফ্র্যাঞ্চাইজিতে থাকতে চাইবে না। ভাববে অন্য অনেক দল রয়েছে, সেখানে চলে যাব। তখন তো আপনার জয়ের সম্ভবনা একদম জিরো হয়ে যাবে। যখন আমি পাঞ্জাব ছাড়ি, ওঁরা লিগ টেবিলে পঞ্চম ছিল। তারপর থেকে কখনও ওঁরা পঞ্চম স্থানেও পৌঁছতে পারেনি।"