Shah Rukh Khan heat stroke: গুরুতর অসুস্থ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কর্তা তথা বলিউড বাদশা, শাহরুখ খান। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর 'হিট স্ট্রোক' হয়েছে। হাসপাতালে শাহরুখকে দেখতে গিয়েছিলেন তাঁর স্ত্রী গৌরী খান। এছাড়াও গিয়েছিলেন বলিউডের প্রাক্তন নায়িকা তথা কেকেআরের অন্যতম মালকিন জুহি চাওলা।
মঙ্গলবার (২১ মে) কেকেআরের ম্যাচে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শাহরুখ হাজির ছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) সঙ্গে কলকাতার দলের ওই ম্যাচে শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর ছেলে আব্রাম ও মেয়ে সুহানাও। ম্যাচে কলকাতা জিতে ফাইনালে গিয়েছে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে লাইভে শাহরুখকে বিভিন্ন সময় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। ম্যাচ শেষে ঘুরেছিলেন মাঠের চারপাশেও।
মাঠে ঘোরার সময় সুহানা বারবার সচেতনভাবে ক্যামেরা এড়িয়ে গিয়েছেন। তিনি আব্রামের হাত ধরেছিলেন। আর, শাহরুখ তারই মধ্যে ভুল করে জিও সিনেমার লাইভ শো-এ ঢুকে পড়েন। অবশ্য তিনি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন শো-এর উপস্থাপক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া, পার্থিব প্যাটেল ও সুরেশ রায়নার কাছে।
এরপরই বুধবার বিকেলে শাহরুখকে আহমেদাবাদের এক হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন আবার শাহরুখের মেয়ে সুহানার জন্মদিন ছিল। হাসপাতালের তরফে জানানো হয়েছে কিং খান বর্তমানে ভালো আছেন। শাহরুখের হাসপাতালে ভর্তির ব্যাপারে আহমেদাবাদ গ্রামীণের পুলিশ সুপার ওমপ্রকাশ জাঠ জানিয়েছেন, 'অভিনেতাকে মাল্টিস্পেশালিটি কেডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।'
আরও পড়ুন- ভারতে সুযোগ নেই, তাই বাংলাদেশের হয়ে খেলার প্ল্যানিং ছিল, কোহলির দলের তারকার কাহিনী চমকে দেবে
গত বছর শাহরুখের তিনটি সিনেমা- পাঠান, জওয়ান, ডাঙ্কি মুক্তি পেয়েছিল। যা বুঝিয়ে দিয়েছিল যে শাহরুখ আজও বলিউডে তাঁর কুর্সি ধরে রেখেছেন। শাহরুখ নিজে জানিয়েছেন, টানা পরপর সিনেমার ধকল কাটাতেই তিনি এখন আইপিএলে দলকে (কেকেআর) নিয়ে পড়ে আছেন। এই ব্যাপারে শাহরুখ বলেন, 'আমি একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম। তিনটি সিনেমা করেছি। প্রচুর ধকল গেছে। তাই একটু বিশ্রামে থাকতে চাইছিলাম। গোটা দল জানত যে আমি আজ খেলা দেখতে আসব। জুন থেকেই আবার শ্যুটিং শুরু হয়ে যাবে। তার আগে কয়েকদিন ধরে বেশ মন খুলে খেলা দেখতে আসছি।'